স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন সামান্য বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৫ কোটি ৩২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৩ পয়েন্টে।
গতকাল লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৫৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, গ্রামীনফোন, ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড ও মুন্নু সিরামিকস লিমিটেড।
এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৩৩ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৮ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ড্রাগন সোয়েটার লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড