এনসিসি ব্যাংকের ৩য় প্রান্তিক বোর্ড সভা ২৮ অক্টোবর

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  2. খুলনা পাওয়ার
  3. সামিট পাওয়ার
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. ড্রাগন সোয়েটার
  6. স্কয়ার ফার্মা
  7. বিবিএস ক্যাবলস
  8. ইউনাইটেড পাওয়ার
  9. বেক্সিমকো লিমিটেড
  10. মুন্নু সিরামিকস লিমিটেড।

ডিএসইতে সূচক কমল ৭৯ আর বাড়ল দশমিক ৭১ পয়েন্ট

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন সামান্য বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৪০ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৩৫ কোটি ৩২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৬৩ পয়েন্টে।

গতকাল লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.২১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ২৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২০৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৯৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, খুলনা পাওয়ার, সামিট পাওয়ার, গ্রামীনফোন, ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মা, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড ও মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৯০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেল্টা লাইফের ৩য় প্রান্তিক বোর্ড সভা ২৮ অক্টোবর

deltaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় বিমাটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

নর্দার্ণ জুটের ১ম প্রান্তিক বোর্ড সভা ২৮ অক্টোবর

northern-juteস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বিকাল ৪ টায় রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

জিবিবি পাওয়ারের বাৎসরিক বোর্ড সভা ২৮ অক্টোবর

gbb-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে সমরিতা হসপিটাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সমরিতা হসপিটালের বাৎসরিক বোর্ড সভা ৩০ অক্টোবর

samaritaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা শিল্প খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৭টায় রাজধানীর পান্থপথে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে সমরিতা হসপিটাল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

নির্বাচনী অস্থিরতায় উভয় শেয়াবাজারে অব্যহত দরপতন

low profit-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী নির্বাচনকে ঘিরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এমন শঙ্কায় শেয়ারবাজারে শেয়ার বিক্রি বেড়েছে। ছোট বিনিয়োগকারীরা কম মূলধন থাকায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করছে কিন্তু বড় মূলধনের বিনিয়োগকারীরাও বাজারকে কোনো সাপোর্ট দিচ্ছে না, যার জন্য শেয়ারবাজারের দরপতন ত্বরান্বিত হচ্ছে। গতকাল বড় দরপতনে ডিএসইর সূচক কমেছে ৭৯ পয়েন্ট।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত এক সপ্তাহে (সাত কার্যদিবস) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা। আর মূল্যসূচক কমেছে ১৫৬ পয়েন্ট। ক্রমাগত নিম্নমুখী শেয়ারবাজারে আতঙ্কিত হয়ে পড়ায় বিনিয়োগকারীরা কম দামে শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছে।

এদিকে স্টেকহোল্ডারদের নিয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনায় জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, শেয়ারবাজারে নির্বাচনকালীন নেতিবাচক প্রভাব এড়াতে সম্প্রতি দুটি উদ্যোগ নিয়েছে সরকার। সরকার রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২০০০ কোটি টাকার বন্ড ইস্যু করেছে, যার ৭৫ শতাংশই পুঁজিবাজারে বিনিয়োগ হবে। দ্বিতীয়টি চীনা প্রতিষ্ঠানের কাছে ডিএসইর ২৫ শতাংশ শেয়ার বিক্রি থেকে পাওয়া প্রায় এক হাজার কোটি নতুন বিনিয়োগ হিসেবে আনছে, তিন বছর রাখার শর্তে ১০ শতাংশ কর মওকুফ করছে সরকার।

গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১৪ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ডিএসইর বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকারও বেশি। আর মূল্যসূচক কমেছে ১৫৬ পয়েন্ট। সর্বশেষ গতকাল সোমবার ডিএসইর প্রধান সূচক কমেছে ৭৯ পয়েন্ট বা মোট সূচকের ১.৪৮ শতাংশ।

ডিএসই সূত্র জানায়, গত এক সপ্তাহের ডিএসইতে চার দিনেই সূচক কমেছে। এই চার দিনে সূচক কমেছে ২০৯ পয়েন্ট। আর অন্য তিন দিন সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট। সেই হিসাবে ডিএসইর প্রধান সূচক ১৫৬ পয়েন্ট হ্রাস পেয়েছে। আর লেনদেনও কমতে কমতে ৪০০ কোটি টাকার ঘরেও নেমে এসেছে। যদিও এক মাস আগেও ডিএসইতে এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই জানায়, এই সময়ে মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকারও বেশি। গত ১৪ অক্টোবর মূলধন ছিল তিন লাখ ৯১ হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকা, যা গতকাল সোমবার দাঁড়িয়েছে তিন লাখ ৮০ হাজার ১৫১ কোটি ৭৯ লাখ টাকা। সেই হিসাবে ১১ হাজার কোটি টাকার বেশি মূলধন হারিয়েছে ডিএসই।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন গনমাধ্যমকে বলেন, ‘আগামী নির্বাচন ঘনিয়ে আসায় বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। আর এই অস্থিরতা থেকেই শেয়ারবাজারে বড় পতন হয়েছে। অনেক ভালো কম্পানির শেয়ারের দামও কমতে কমতে অনেক নিচে নেমেছে। নির্বাচনকালীন অস্থিরতার শঙ্কায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে কম দামে শেয়ার বিক্রি করছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি করে নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

খুলনা পাওয়ারের বাৎসরিক বোর্ড সভা ৩০ অক্টোবর

kpplস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

গোল্ডেন সনের বাৎসরিক বোর্ড সভা ৩০ অক্টোবর

goldenস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ অক্টোবর আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে গোল্ডেন সন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি