দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটোই বেশি : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংকিং খাত ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘তবে এ খাতটি খুব বেশি বড় হয়ে গেছে। দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটোই বেশি। তাই এ খাতের একটু সীমিতকরণ দরকার হতে পারে।’

বুধবার (২৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ‘কীভাবে আর্থিক প্রতিষ্ঠানকে রিফর্ম করা যায়, সে বিষয়েই আলোকপাত করা হবে। এ রিপোর্টে প্রধানত ব্যাংকিং খাত সংস্কারের কথা থাকবে। তবে, শুধু ব্যাংকিং খাতই নয়, পুরো আর্থিক খাতের সংস্কারের বিষয়ে রিপোর্টে উল্লেখ থাকবে।’

তিনি বলেন, ‘ব্যাংকিং খাত নিয়ে আমার পরামর্শে কী থাকবে, তা আমি জানি না। আমি এখনও সেটা তৈরি করিনি। এটা কোনও সিক্রেট কিছু হবে না। তবে এটা যখনই করা হবে তখন তা এটা মিডিয়াকে জানিয়ে দেওয়া হবে।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ মাসেই গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার। ওই সরকারে তিনি থাকছেন বলেও জনান অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/বি

জাহিন টেক্সটাইলের ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪.৯০ টাকা।

আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪১.৭১ টাকা।

আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

সায়হাম টেক্সটাইলের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৫.৩৬ টাকা।

আগামী ২৩ জানুয়ারি কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমরা টেকনোলজিসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

aamra-technology-limitedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৩.২৪ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

মালেক স্পিনিংয়ের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

malekস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মালেক স্পিনিং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৫.৩৬ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিবিএস কেবলসের ৫৯ কোটি টাকার তার কিনবে বিপিডিবি

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস থেকে প্রায় ৫৯ কোটি টাকার কেবলস কেনার জন্য বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ক্রয় আদেশ (অর্ডার) দিয়েছে। এলক্ষ্যে আগামি ২-৩ দিনের মধ্যে বিপিডিবি ও বিবিএস কেবলসের মধ্যে চুক্তি সাক্ষরিত হবে।

বিবিএস কেবলস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিপিডিবি থেকে মঙ্গলবার (২৩ অক্টোবর) বিবিএস কেবলস থেকে পণ্য কিনবে বলে ক্রয় আদেশ দিয়েছে। এক্ষেত্রে তারা বিবিএস কেবলস থেকে ৫৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার পণ্য কিনতে চায়। যা নিয়ে বিবিএস কেবলসকে আগামি ২৮ দিনের মধ্যে চুক্তি সম্পাদনের জন্য বলেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বেক্সিমকো লিমিটেড
  2. খুলনা পাওয়ার
  3. বিবিএস ক্যাবলস
  4. শাহজালাল ইসলামী ব্যাংক
  5. সামিট পাওয়ার
  6. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  7. ইউনাইটেড পাওয়ার
  8. গ্রামীনফোন লিমিটেড
  9. মুন্নু সিরামিকস
  10. ড্রাগন সোয়েটার লিমিটেড।

ডিএসইতে ৩৬৮ ও সিএসইতে ২১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৮ কোটি টাকা। দিনশেষে ডিএসইতে সূচকের উত্থান হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৯ কোটি ৪০ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৫টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, বিবিএস ক্যাবলস, শাহজালাল ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, গ্রামীনফোন, মুন্নু সিরামিকস ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২১৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ড্রাগন সোয়েটার ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম ব্যাংক পরিচালকের ২৮ লাখ শেয়ার বিক্রি

primeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২৮ লাখ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: এনামুল নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২৮ লাখ ৪৩ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২০৭টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি