অক্টোবর মাসে আরটিজিএসে লেনদেন ৮৬ হাজার কোটি টাকা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে দ্রুত লেনদেনের সুবিধা দিচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)। ফলে বাড়ছে লেনদেনের পরিমাণ। চলতি বছরের অক্টোবরে তাৎক্ষণিক এ লেনদেন নিষ্পত্তি ব্যবস্থায় পরিশোধ হয়েছে ৮৬ হাজার ১৭২ কোটি টাকা। যা তার আগের মাস সেপ্টেম্বরের তুলনায় ২৩ হাজার কোটি টাকা বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকে প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবরে তাৎক্ষণিক লেনদেনের নিষ্পত্তি ব্যবস্থায় আরটিজিএসে ১ লাখ ৪০৪টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয়েছে ৮৬ হাজার ১৭২ কোটি টাকা। আগের মাস সেপ্টেম্বরে ৮৪ হাজার ৪৪২টি লেনদেনের পরিশোধ হয়েছিল ৬২ হাজার ২৫৮ কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩ হাজার ৯১৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা

জানান, সার্ভারে ত্রুটির কারণে গত ফেব্রুয়ারি থেকে আরটিজিএসে লেনদেন কমে যায়। পরে লেনদেন বাড়াতে আগস্টে ব্যাংকগুলোকে বিভিন্ন দিক-নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ধারাবাহিকাতায় দীর্ঘদিন স্থবিরতার পর গত দুই মাস ধরে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএসে লেনদেনে গতি ফিরেছে।

তুলনামূলক কম খরচ ও তাৎক্ষণিক পরিশোধের সুযোগের ফলে অনলাইনে লেনদেন নিষ্পত্তির সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম এখন আরটিজিএস। জানা গেছে, যেসব গ্রাহক অনলাইন ব্যাংকিংয়ে এক লাখ বা তার বেশি অংকের টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করতে পারছেন।

গত জানুয়ারিতে এ ব্যবস্থায় এক লাখ ১১ হাজার ৫৪৫টি লেনদেনের বিপরীতে মোট এক লাখ ৮৫ হাজার ৪৫৫ কোটি টাকা পরিশোধ হয়। তবে মার্চে লেনদেন ব্যাপক কমে ৩০ হাজার ৪৭৩টি লেনদেনের বিপরীতে পরিশোধ হয় মাত্র ৮ হাজার ১৪২ কোটি টাকা। গত জুলাইয়ে সার্ভারে ত্রুটি পুরোপুরি ঠিক হলেও এক ধরনের উদ্বেগ থেকে বড় লেনদেন নিষ্পত্তিতে অন্য ব্যবস্থা ব্যবহার করছিল ব্যাংকগুলো।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

শামসুল আলামিন রিহ্যাবের সভাপতি পুননির্বাচিত

7-5bfe7edd676e6স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০১৮-২০ সাল মেয়াদি নতুন পরিচালনা পর্ষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। রিহ্যাবের নির্বাচনী বোর্ড মঙ্গলবার নতুন পর্ষদের নাম ঘোষণা করে।

এতে আলমগীর শামসুল আলামিন (কাজল) সভাপতি পুননির্বাচিত হয়েছেন। অন্যান্যের মধ্যে পুননির্বাচিত হয়েছেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন জ্যেষ্ঠ সহসভাপতি, লিয়াকত আলী ভূইয়া প্রথম, মুহাম্মদ সোহেল রানা (অর্থ) ও মো. আবদুল কৈয়ম চৌধুরী (চট্টগ্রাম)। নতুন করে সহ-সভাপতি দ্বিতীয় মো. আনোয়ারুজ্জামান ও তৃতীয় কামাল মাহমুদ নির্বাচিত হয়েছেন।

রিহ্যাবের নির্বাচিত পরিচালকেরা হলেন নাঈমুল হাসান, আসাদুর রহমান জোয়ার্দার, মো. আল আমিন, শহীদ রেজা, নজরুল ইসলাম, মো. শাকিল কামাল চৌধুরী, শরীফ আলী খান, মাসুদা সিদ্দিক রোজী, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ দিদারুল হক চৌধুরী, মো. রবিউল হাসনাত, রতন কুমার দত্ত, তৌহিদা সুলতানা, এ কে এম কামরুজ্জামান, মো. মহিউদ্দিন সিকদার, প্রদীপ কর্মকার, মোহাম্মদ আলী দ্বীন, এ.এফ ওবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টু, এস.এম দেলোয়ার হোসেন, মাহবুব সোবহান জালাল তানভির ও মো. শাহাদৎ হোসেন। নতুন এ পর্ষদে ঢাকা থেকে ২৬ জন ও চট্টগ্রাম থেকে ৭ জনসহ ২৯ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর রিহ্যাব নির্বাচনের তফসিল ঘোষণা করে ছিল নির্বাচনী বোর্ড। এবার রিহ্যাবের তিন সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আমিন হেলালী এবং সদস্য বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের (বিআরএমএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (বাবুল) ও এফবিসিসিআইর পরিচালক হাফেজ হারুন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সার্ক সম্মেলন পাকিস্তানে হলে অংশ নিবে না ভারত

sarcস্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারত আবারও পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের বিরোধিতা করেছে। সার্ক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের শীর্ষ সম্মেলন পাকিস্তানে আয়োজন করা হলে নয়া দিল্লি তাতে অংশ নেবে না।

এর আগেও ভারত পাকিস্তানে সার্ক সম্মেলন আয়োজনের বিরোধিতা করায় তা বাতিল হয়ে যায়। সার্কের সব সদস্য রাজি হলেই কেবল আয়োজক দেশ সম্মেলন আয়োজনের দিন-তারিখ ঘোষণা করতে পারে। সার্কের সদস্য দেশগুলো হচ্ছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও আজ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন কেবল তখনি সম্ভব হবে যখন পাকিস্তান ভারতে সন্ত্রাসী তৎপরতা বন্ধ করবে।

আজ দুই দেশের সীমান্তে যখন একটি করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে ঠিক তখনি সুষমা স্বরাজ এ কথা বললেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভারতের দুই কেন্দ্রীয় নেতা অংশ নিচ্ছেন।

স্টকমার্কেটবিডি/বি

ঋণ খেলাপি প্রার্থীদের চিহ্নিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে কেউ ঋণ খেলাপি রয়েছেন কি-না তা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে সম্প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে, ঋণ খেলাপিরা জাতীয় সংসদে সদস্য হওয়ার যোগ্য নন। ফলে তারা জাতীয় সংসদে প্রার্থী হতে পারেন না। এ কারণে আসন্ন নির্বাচনে মনোনয়পত্র দাখিলকারীদের ঋণ খেলাপ বিষয়ে তথ্য জানাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন অর্থাৎ ২৮ নভেম্বর বিকেল ৫টার পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে ব্যাংক নিজ উদ্যোগে তথ্য সংগ্রহ করবে। এক্ষেত্রে মনোনয়পত্র দাখিলকারীর নাম, পিতা-মাতা অথবা স্বামীর নাম ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে।

‘এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই থেকে রিটার্নিং অফিসারকে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য জানাতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার আগেই রিটার্নিং অফিসারের কাছে এ তথ্য জানাতে হবে।’

এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে উপস্থিত থাকার কথাও বলেছে বাংলাদেশ ব্যাংক।

গত ১২ নভেম্বর পুনঃতফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। এজন্য ওইদিনই ঋণ খেলাপি বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

পুনঃতফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

এমএল ডায়িংয়ের শেয়ার দর বাড়ার অপ্রকাশিত তথ্য নেই

ML Dyingস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডায়িং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৫ নভেম্বর এ শেয়ারের দর ছিল ৩৭.৭০ টাকা এবং আজ ২৮ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৫০ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে এমএল ডায়িং লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইনটেক লিমিটেডের এজিএমের দিন পরিবর্তন

intech-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের আইটি শিল্প খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৩ ডিসেম্বর এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। এজিএমটি রাজধা্নীর মহাখালীতে অনুষ্ঠিত হবে।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির গত বছরের জন্য ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. খুলনা পাওয়ার
  2. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ
  3. স্কয়ার ফার্মা
  4. ইফাদ অটোস
  5. সায়হাম কটন
  6. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  7. ব্র্যাক ব্যাংক
  8. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  9. কাট্টালী টেক্সটাইল
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে ৫৯৪ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫৯৪ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে লেনদেন ও সূচক কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৮৩ কোটি ৮৫ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, সায়হাম কটন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড, কাট্টালী টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৯৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইটিসি ও ফাস ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রূপালী লাইফের মূল্য সংবেদনশীল তথ্য নেই

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১৪ নভেম্বর শেয়ারের দর ছিল ১০৫ টাকা এবং গতকাল ২৭ নভেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১১৩ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে রূপালী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

তসরিফা ইন্ডাস্ট্রিজের ২০১৮ সালের ঋণমাণ প্রকাশ

Tosrifa-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে সিআরআইএসএল। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এ+’ ও স্বল্পমেয়াদি এসটি-৩ এসেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

স্টকমার্কেটবিডি.কম/বি