‘কালো টাকা ধরতে মাঠে নেমেছে দুদকের ইন্টেলিজেন্সি টিম’

Dudak-chairস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনে কালো টাকা ব্যবহার হোক, তা আমরা কেউই চাই না বলে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যেই কমিশনটির ইন্টেলিজেন্সি টিম বিশেষ নির্দেশনা নিয়ে মাঠে নেমেছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুদক সরকারের কাছে বেশ কিছু সুপারিশ পাঠিয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, ফ্ল্যাট এবং প্লটেও কালো টাকা চলে যাচ্ছে। এ বিষয়টি দুদক অবহিত। কালো টাকা যদি বিনিয়োগ হতো, তাহলে দেশের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারতো।

তিনি বলেন, মাথায় পচন ধরলে শরীর বাঁচানো কঠিন বা সে চেষ্টা বৃথা। তাই রাজনৈতিক স্পষ্টতা, জবাবদিহিতা, কমিটমেন্ট, দূরদর্শিতা ও সততা না থাকলে দেশ থেকে দুর্নীতি দূর করা কঠিন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

উবার আনছে ছোট চালকবিহীন গাড়ি

uberস্টকমার্কেটবিডি ডেস্ক :

উবার আবার বাজারে চালকবিহীন গাড়ি আনার ঘোষণা দিয়েছে। তবে এবারের তাদের গাড়িগুলো হবে আরও বেশি নিরাপদ ও ছোট। চালকবিহীন গাড়ির জন্য যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে উবার। অনুমোদন পেলে নতুন মডেলের গাড়ি পরীক্ষামূলভাবে চালানোর পরেই গ্রাহকের জন্য ছাড়বে তারা।

উবারের মুখপাত্র সারাহ আবৌদ বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন। উবারের পক্ষ থেকে বলা হয়েছে, মরণ সড়ক দুর্ঘটনা এড়াতে চায় তারা। আর তাই উবার চালকবিহীন ও ছোট গাড়ি রাস্তায় নামাতে চায়।

উবার ২০১৬ সালে চালকবিহীন স্বচালিত গাড়ি চালানো শুরু করে। তবে ৯ মাস আগে অ্যারিজোনার রাস্তায় দুর্ঘটনায় একজন নারী পথচারী মারা যাওয়ার পর থেকে স্বয়ংক্রিয় গাড়ি চালানো স্থগিত করে উবার। দীর্ঘ বিরতির পর আবারও উবার চালকবিহীন গাড়ি রাস্তায় নামাতে যাচ্ছে।

আবৌদ বলেন, নতুন মডেলের রোবটিক গাড়িটির গতি আগের চেয়ে বেশি হবে। তবে গাড়িটি ঘণ্টায় ২৫ মাইলের বেশি চলবে না। তবে এই গাড়িটি রাতের আঁধারে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় চালানো যাবে না। গাড়িটির সামনের আসনে দুজন বসতে পারবেন। এখনই যাত্রীসেবা শুরু করা হবে না। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভোর সঙ্গে ২৪ হাজার গাড়ি বিক্রির চুক্তি রয়েছে উবারের। সম্প্রতি এই প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জাপানের কোম্পানি টয়োটা।

গত বুধবার নিউইয়র্ক টাইমস প্রথম উবারের আবার চালকবিহীন গাড়ি আনার খবর নিয়ে প্রতিবেদন ছাপে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বসুন্ধরা পেপারের গত বছরের ঋণমাণ প্রকাশ

basubdaraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্রদ্রণ ও পেপার খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত অনুযায়ী বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমাণ এএ৩ এসেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ সেপ্টেম্বর অনিরীক্ষিত প্রতিবেদন ও উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

তাল্লু স্পিনিংয়ের ১ম প্রান্তিকে লোকসান ২৬ পয়সা

talluস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৯ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৭১ টাকা, যা গত ৩০ জুন ছিল ১১.৯৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

আমাদের মাথাপিছু আয় বর্তমানে ১৭৫১ মার্কিন ডলার : শিল্পমন্ত্রী

amu.smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমানে জাতীয় আয়ে শিল্পখাতের অবদান দাঁড়িয়েছে ৩৩.৭১ শতাংশ। তা গত ২০০৭-০৮ অর্থ বছরে ছিল ১৭.৭৭ শতাংশ। আমাদের মাথাপিছু আয় বর্তমানে ১৭৫১ মার্কিন ডলার। ২০০৮ সালে এ আয় ৯৫৭ মার্কিন ডলার ছিল লে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।

গত পাঁচ বছরে শিল্প মন্ত্রণালয়ের সাফল্য সম্পর্কে অবহিত করতে আায়োজিত এ সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী জানান, ২০০৭-০৮ অর্থ বছরে বাংলাদেশের রফতানি আয় ছিল ১৪.১১ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৭-১৮ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।

শুধুমাত্র বিসিক শিল্প নগরীর রফতানি ইউনিটগুলোতেই বছরে ২৫ হাজার ২৪২ কোটি টাকার পণ্য উৎপাদন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

এ সময় গত পাঁচ বছরে দেশের কোথাও সারের কোনও সংকট হয়নি বলেও দাবি করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, কেমিক্যাল ও মুদ্রণ শিল্পের জন্য আলাদা শিল্প নগরী স্থাপনের কাজ চলছে। বিসিকের ৬৪টি শিল্প সহায়ক কেন্দ্রের মাধ্যমে গত পাঁচ বছরে ৩০ হাজার জন, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে সাত হাজার ২৩৭ জন, নকশা কেন্দ্রের মাধ্যমে দুই হাজার ৩০১ জন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৯ হাজার৭২৮ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে এক লাখ ২৫ হাজার ক্ষুদ্র শিল্প ও সাড়ে আট লাখেরও বেশি কুটির শিল্প রয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে এ পর্যন্ত ৩৮ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। গত পাঁচ বছরে বিসিকের আওতায় সরকারিভাবে ১৫.৫০ মেট্রিক টন ও বেসরকারিভাবে প্রায় ৩ হাজার মেট্রিক টন মধু উৎপাদিত হয়েছে। একই সময় বিসিকের আওতায় ১০০ লাখ মেট্রিক টন লবন উৎপাদন করা হয়েছে।

কেরু চিনি শিল্পে বাণিজ্যিকভাবে উৎপাদিত জৈব সার ‌‘সোনার দানা’ ইতোমধ্যে ডিলারদের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার আখ চাষীদের স্বার্থে আখের দাম বাড়িয়েছে। ২০১৪ সালে যেখানে মণপ্রতি আখের দাম ছিল ১০০ টাকা, সেখানে ২০১৮ সালে তা বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম, অতিরিক্ত সচিব পরাগসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসইতে ৫১৪ ও সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৫১৪ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের বড় পতন ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৭৯ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৬২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০২টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ড্রাগন সোয়েটার, সায়হাম কটন, এম এল ডায়িং, ইউনাইটেড পাওয়ার, ইনটেক লিমিটেড, বিবিএস ক্যাবলস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড ও ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৩২৬ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ১২ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল অ্যাডভেন্ট ফার্মা ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মিথুন নিটিংয়ের ১ম প্রান্তিকে লোকসান ৪২ পয়সা

mithunস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মিথুন নিটিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.৩৭ টাকা।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৩৩ টাকা, যা গত ৩০ জুন ছিল ১৯.৭৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

জেএমআই সিরিঞ্জের এজিএম দিন পরিবর্তন

JMI-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস সার্ভিসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৯ ডিসেম্বর ১৯তম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় ও এজেন্ডাগুলো পরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

হাওয়েল টেক্সটাইলের এজিএম ভেণ্যু নির্ধারণ

hawelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল মিলস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেণ্যু নির্ধারণ করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজধানীর গুলশানে স্পেক্ট্রাম কনভেনশন সেন্টারে কোম্পানি ১৬ তম এজিএমটি  অনুষ্ঠিত হবে।

এজিএমের এজেন্ডা ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম