প্রবাসীদের সিআইপি হতে পাঠাতে হবে এক লাখ ডলার

dollarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে এক লাখ মার্কিন ডলার দেশে পাঠাতে হবে। যে বছরের জন্য সিআইপি নির্বাচিত করা হবে, তার আগের অর্থবছর বৈধভাবে দেশে এক লাখ ডলারের বেশি পাঠানো অনিবাসী বাংলাদেশিদের তালিকা থেকে নির্দিষ্টসংখ্যক মানুষকে সিআইপি মর্যাদা দেওয়া হবে।

বর্তমান সরকারের আমলে প্রবাসীদের সিআইপি মর্যাদা দেওয়া শুরু হয়। নিয়ম অনুযায়ী, সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের কার্ড ব্যবহার করে সচিবালয়ে ঢুকতে পারেন। ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, সড়ক, রেল ও নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে আসন সংরক্ষণের সুযোগ পান এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার করতে পারেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গত বুধবার সিআইপি (অনিবাসী) নীতিমালা জারি করে। এর মাধ্যমে আগের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। নতুন নীতিমালায় বলা হয়, মোট ৯০ জন অনিবাসীকে সিআইপি নির্বাচন করা হবে। এর মধ্যে ৭৫ জন বৈদেশিক মুদ্রা প্রেরণকারী, ৫ জন অনিবাসী বিনিয়োগকারী ও ১০ জন দেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি সিআইপি মর্যাদা পাবেন।

বিনিয়োগকারী হিসেবে সিআইপি হতে হলে শিল্প খাতে কমপক্ষে তিন লাখ ডলার সরাসরি বিনিয়োগ করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণকাজ চলমান থাকলে যন্ত্রপাতি পাঠানোর প্রমাণপত্রে (বিল অব এন্ট্রি, ঋণপত্র ইত্যাদি) উল্লিখিত বৈদেশিক মুদ্রার পরিমাণ বিবেচনায় নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইন্টারনেটের গতি হবে সর্বনিম্ন ১০ এমবিপিএস

submerinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি বেঁধে দিয়েছে। এখন থেকে ব্রডব্যান্ডের ক্ষেত্রে সর্বনিম্ন ডাউনলোড গতি হবে ১০ মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস)। অন্যদিকে আপলোডের গতি থাকতে হবে এক এমবিপিএস।

এই সর্বনিম্ন গতি বেঁধে দেওয়া হয় বিটিআরসির ‘এএনএস অপারেটরস কোয়ালিটি অব সার্ভিস’ নামের এক বিধিমালায়। এটি প্রথমে গত ১১ নভেম্বর জারি করা হয়েছিল। সেখানে ব্রডব্যান্ডের গতি নির্ধারণ করা ছিল না। পরে নতুন করে ব্রডব্যান্ডের গতি বেঁধে দিয়ে ৯ ডিসেম্বর নতুন করে বিধিমালাটি জারি করা হয়।

নতুন বিধিমালায় বলা হয়, এক মাসের গড় হিসাব ধরে ব্রডব্যান্ডের গতি ঠিক আছে কি না, তা বিবেচনায় নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ২০১৬ সালের শুরুর দিকে সরকার ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ৫ এমবিপিএস নির্ধারণ করেছিল।

বিটিআরসি নতুন বিধিমালা জারি করায় টেলিফোন, মুঠোফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে ন্যূনতম একটি মান নির্ধারিত হলো। বিধিমালায় বলা হয়েছে, নির্ধারিত মানদণ্ড না মানলে অপারেটরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এত দিন এসব বিষয় শুধু গাইডলাইন ও নির্দেশনার মধ্যে ছিল। এবার তা বিধিমালার মধ্যে এল।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার সহযোগিতা দিবে ভারত

unnamedস্টকমার্কেটবিডি ডেস্ক :

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেবে ভারত। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সোলিহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে মোদি বলেন, মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দেব। এই সহযোগিতা বাজেটে সমর্থন, মুদ্রা বিনিময় চুক্তি ও লাইন অব ক্রেডিট হিসেবে দেওয়া হবে।

সেপ্টেম্বরে মালদ্বীপের সাধারণ নির্বাচনে জয়ী হন সোলিহ। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন তিনি। তার আগে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট মালদ্বীপকে চীনের ঘনিষ্ঠ করে তুলেছিলেন।

গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সোলিহ। বিরোধী জোটের প্রার্থী হিসেবে সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেন তিনি। আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দেশকে চীনের কাছে বিকিয়ে দিচ্ছেন। শুধু তাই নয় বিরোধীদের নির্মমভাবে দমন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সোলিহ’র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। একে মালদ্বীপের সঙ্গে ভারতের হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। শপথ অনুষ্ঠানের পর দু’দেশের শীর্ষ বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। তাতে মালদ্বীপের অর্থনীতিকে চাঙ্গা করতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সন্ত্রাসবাদ দমনে যৌথ সহযোগিতার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের অপ্রকাশিত কোনো তথ্য নেই

PRIMELIFEস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ ডিসেম্বর শেয়ারের দর ছিল ৪৫.১০ টাকা এবং ১৭ ডিসেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৫৩.৭০ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. জেএমআই সিরিঞ্জ
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ব্র্যাক ব্যাংক
  5. আনলিমা ইয়ার্ন
  6. খুলনা পাওয়ার
  7. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  8. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  9. ন্যাশনাল টি কোম্পানি
  10. গ্রামীনফোন লিমিটেড।

ডিএসইতে ৩১৪ ও সিএসইতে ১১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৩১৪ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের পতন ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৫৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২০১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩১টির। আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, আনলিমা ইয়ার্ন, খুলনা পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি ও গ্রামীনফোন লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৮ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এনসিসি ব্যাংক ও জেএমআই সিরিঞ্জ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিভিও পেট্রোকেমিক্যালসের কারখানা ১৫ দিনে বন্ধ থাকবে

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালসের কারখানা বন্ধ থাকবে। কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে উৎপাদন বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির কারখানাটি আজ সোমবার হতে বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

উক্ত সময়ে কারখানার মেশিনাদি মেরামতসহ উন্নয়নমূলক কাজ করা হবে।

১৫ দিন পরে যথারীতি সিভিও পেট্রোকেমিক্যালসের কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সান লাইফ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধির অপ্রকাশিত তথ্য নেই

sunlife-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ ডিসেম্বর শেয়ারের দর ছিল ২৩.৬০ টাকা এবং গত ১৩ ডিসেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ২৬.১০ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সান লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

paramu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ ডিসেম্বর শেয়ারের দর ছিল ১৪.১০ টাকা এবং গত ১৩ ডিসেম্বর এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ১৮.৭০ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কুইনসাউথ টেক্সটাইলের এজিএমের দিন-ভেণ্যু নির্ধারণ

qstml logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইনসাউথ টেক্সটাইল লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ও ভেণ্যু নির্ধারণ করেছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় আশুলিয়া সেনানিবাস কনভেনশন সেন্টারে কোম্পানি এজিএমটি অনুষ্ঠিত হবে।

এজিএমের এজেন্ডা ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি