ফার্মা এইডসের ঋণমান ‘এ’ এবং ‘এসটি-৩’

pharmaস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের ফার্মা এইডস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বিবিএস ক্যাবলসের ২০১৭ সালের ঋণমান প্রকাশ

bbsস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিবিএস ক্যাবলস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২০১৮ সাল আমরা টেকনোলজিসের স্মরণীয় বছর : এমডি ও সিইও

ATL_AGM_PRস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমরা টেকনোলজিস লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম ২৪ডিসেম্বর ঢাকার গুলশানে ডেল্টা লাইফ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ২০১৮ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয়। এজিএম শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে নিরীক্ষিত হিসাব অনুমোদন করেছেন।

পরিচালনা পর্ষদের প্রস্তাব অনুযায়ী, ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত বছরে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে। কোম্পানির বিধি অনুযায়ী সৈয়দা মুনিয়া আহমেদ ওফাহমিদা আহমেদ কোম্পানির পরিচালক হিসেবে পুনর্নিবাচিত হয়েছেন।

এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফারহাদ আহমেদ শেয়ারহোল্ডারদের বলেছেন, উদ্ভাবনের কারণে ২০১৮ সাল আমরা টেকনোলজিস লিমিটেডের জন্য একটি স্মরণীয় বছর ছিল। এবছর আমরা কয়েকটি নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণ করেছি। যা বাংলাদেশে এই ধরণের ব্যবসার ক্ষেত্রে প্রথম। আমরা কৌশলগত বিনিয়োগে দৃষ্টিপাত অব্যাহত রেখেছি এবং একই সঙ্গে আবারও আমরা আমাদের পণ্য ও সেবাসমূহ গ্রাহকদের ব্যবসায়িক অগ্রাধিকার অনুযায়ী সাজিয়েছি।-

এদিন সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ ও ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. শহিদুল ইসলাম, গ্রুপের প্রধান অর্থ-কর্মকর্তা জহরুল সৈয়দবখ্ত, কোম্পানি সচিব ও সিএফও মো. এনামুল হক এবং প্রধান পরিচালন কর্মকর্তা সারফুল আলম।

কোম্পানির সাফল্য ও ক্রমাগত প্রবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংকের এমডিদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ

bbস্টকমার্কেবিডি প্রতিবেদক :

দেশে কার্যরত ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের জন্য নতুন করে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০১৩ সালের ২৭ অক্টোবর এমডি নিয়োগের যোগ্যতা ও দায়-দায়িত্ব সম্পর্কিত যে প্রজ্ঞাপন জারি করেছিল তা সংশোধন করে দেশে কার্যরত সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, প্রধান নির্বাহী নিযুক্তির বিধানাবলীর আওতাধীন অভিজ্ঞতা ও উপযুক্ততা সংক্রান্ত অ(২)(খ) অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনাটি নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হলো: খ) তাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রধান নির্বাহী হিসেবে নিযুক্তি/পুনঃনিযুক্তির ক্ষেত্রে অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। তবে, গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.০০ এর কম এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রদত্ত সিজিপিএ-র ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে ২.৫০ এর কম ও ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.০০ এর কম হলে তা গ্রহণযোগ্য হবে না।

এসব নির্দেশনা ছাড়াও ২০১৩ সালের বিআরপিডি ১৮ নম্বর প্রজ্ঞাপনটির অন্য সব নির্দেশনা যথাযথভাবে পরিপালনের জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেবিডি.কম/জেড/বি

লভ্যাংশ কম দেওয়ায় দেশবন্ধুর ক্যাটাগরি পরিবর্তন

desbonduস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, দেশবন্ধু পলিমার লিমিটেড ২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

ডিএসইতে মোবাইল অ্যাপসের মাধ্যমে শেয়ার লেনদেন ফি নির্ধারণ

mobilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে ব্রোকারেজ হাউসে না গিয়েই শেয়ারবাজারে স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে শেয়ার লেনদেনে ফি ধার্য করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বছরের প্রথম দিন থেকে অ্যাপস ব্যবহারে ১৫০ টাকা ফি দিতে হবে বিনিয়োগকারীকে।

গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ফি নির্ধারণসংক্রান্ত একটা বার্তা দেওয়া হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই জানায়, আগামী ১ জানুয়ারি থেকে ‘ডিএসই মোবাইল অ্যাপস’ ব্যবহারকারীদের প্রতি মাসে ১৫০ টাকা করে ফি দিতে হবে। এ জন্য সব ট্রেকহোল্ডারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।

গত ২০১৬ সালের ৯ মার্চ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনের নতুন মাত্রা যুক্ত করে। এখন পর্যন্ত এই অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. স্কয়ার ফার্মা
  3. ইফাদ অটোস
  4. ব্র্যাক ব্যাংক
  5. বিডিকম অনলাইন
  6. শাশা ডেনিমস
  7. বেক্সিমকো লিমিটেড
  8. প্যারামাউন্ট টেক্সটাইল
  9. ইউনাইটেড পাওয়ার
  10. ইনটেক লিমিটেড।

বিডি সার্ভিসেসের এজিএমের সময় পরিবর্তন

bd serv-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এজিএমটি সন্ধ্যা ৭ টার পরিবর্তে সকাল বেলা ১২ টায় অনুষ্ঠিত হবে বলে কোম্পানিটি জানায়। অনিবার্য কারনবশত সময়ের এই পরিবর্তন হলেও অন্যান্য সব বিষয় অপরিবর্তিত রয়েছে।

এজিএমের এজেন্ডা ও অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিচ হ্যাচারির দর বাড়ার কোনো সংবেদনশীল তথ্য নেই

BEATCH-SMBDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ১১ ডিসেম্বর শেয়ার দর ছিল ১১ টাকা। গতকাল ২৩ ডিসেম্বর সর্বশেষ তা ১৩.৯০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় বিচ হ্যাচারি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিবিএসের ২০১৭ সালের ঋণমান প্রকাশ

BBSস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম