কলকাতা বিমানবন্দর হয়ে বাংলাদেশি পণ্য ইউরোপে

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কার্গো (মালবাহী) প্লেনে মাধ্যমে কলকাতা বিমানবন্দর থেকে প্রথমবারের বাংলাদেশের পণ্য পাঠানো হয়েছে। বেনাপোল বন্দর সীমান্ত দিয়ে এসব পণ্য কলকাতা বিমানবন্দর হয়ে গেছে ইউরোপের বাজারে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের পণ্য নিয়ে কার্গো প্লেন ছেড়ে গেছে। ইএফএল (এক্সপো ফ্রিট লিমিটেড) কোম্পানির মাধ্যমে ক্রস সীমান্ত দিয়ে এই প্রথমবার ল্যান্ড-এয়ার ট্রান্সশিপমেন্ট চালু হলো। উভয় দেশের মধ্যে এ ধরনের মালবাহী ট্রান্সশিপমেন্ট পরিচালনা করার জন্য ইএফএল কোম্পানি সহায়তা দিয়েছে।

বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলো ৪.১ টন ওজনের মালামাল বহন করে বেনাপোল (বাংলাদেশ)- পেট্রাপোল (ভারত) সীমান্তে ভারতীয় ট্রাকগুলোতে স্থানান্তরিত করে। সেখানে থেকে জিপিএস সক্রিয় ট্রাকের মালবাহী মালামাল কলকাতা বিমানবন্দরে স্থানান্তরিত হয়। শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপে পৌঁছানোর জন্য মালবাহী প্লেনে ওঠানো হয়।

পরীক্ষামূলকভাবে এ উদ্যোগের মাধ্যমে কলকাতায় অভ্যন্তরীণ ও বহির্গামী বিমান পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্টের দুয়ার খুললো। এ উপলক্ষে ইএফএল গ্রুপের সিইও এস সেন্থিলেথন বলেন, আমরা এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে সমৃদ্ধ করতে পেরে গর্বিত। এটা আমাদের ব্যবসায়িক সাফল্যের জন্য সহায়ক হিসেবে বিবেচিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ইপিবি’র সনদ ছাড়া পণ্য রফতানিতে ভর্তুকি নয়

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রফতানিতে নগদ ভর্তুকি বা অর্থ সহায়তা পেতে হলে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সনদপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে— পণ্য রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে ‘বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর পরিবর্তে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র সনদপত্র দাখিল করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়— সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেট বোতল-ফ্লেক্স হতে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার রফতানির বিপরীতে ভর্তুকির আবেদন ফরম সংশোধন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রতি কার্যদিবসেই লেনদেন হবে শান্তা ফার্স্ট ইনকাম ফান্ড

shantaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রতি কার্যদিবসেই লেনদেন করতে পারবে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের ক্রয়-বিক্রয় সকল কার্যদিবসে চলবে।

যা বাংলাদেশের সম্পদ ব্যাবস্থাপনা ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মত হচ্ছে। সাধারণত, সপ্তাহের শেষ কার্যদিবসে বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয়-বিক্রয় বন্ধ থাকে।

বিনিয়োগকারীদের স্বার্থে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ টলিমিটেড নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নিকট সকল কার্যদিবসে ইউনিট ক্রয় ও বিক্রয়ের জন্য আবেদন করে।

এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সকল কার্যদিবসে ইউনিট ক্রয়-বিক্রয়ের অনুমোদন প্রদানকরে।

শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুবিধা প্রদানই শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যের অংশ হিসেবে ও ফান্ডের তারল্য বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে ইউনিট ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়া হচ্ছে।

উপরন্তু, বিনিয়োগকারীদের স্বার্থে শুরু থেকেই শান্তা ফার্স্ট ইনকাম ইউনিটফান্ডের ইউনিট ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে কোন পার্থক্য রাখা হয়নি।

এই নীতিগত পরিবর্তনের ফলে বিনিয়োগকারীরা যে কোনো কর্মদিবসে ইউনিট ক্রয় করতে পারবে এবং বিনিয়োগককৃত অর্থ উত্তোলন করতে পারবে। ফলশ্রুতিতে, ফান্ডের তারল্য আগের তুলনায় বৃদ্ধি পাবে ও প্রয়োজনীয় সময়ে বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে সক্ষম হবে ফান্ডটি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আর্থিক প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাজধানীর পল্টন মডেল থানায় মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, অন্যায়ভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম-নীতি অমান্য করে কোনো জামানত ছাড়াই ওই অর্থ তুলে নেওয়া হয়। এ ছাড়া ঋণচুক্তিপত্রের শর্ত ভঙ্গ করে পরস্পর যোগসাজশে ওই অর্থ আত্মসাৎ করা হয়। ২০০৫ থেকে ২০১৮ সালের মধ্যে জালিয়াতির এ ঘটনা ঘটে।

মামলায় আসামি করা হয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, সাবেক নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন, বিশ্বজিৎ রায়ের স্ত্রী শিল্পী রানী রায়, ভাই ইন্দ্রজিৎ কুমার রায় ও আত্মীয় রণবীর কুমার রায়কে।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধান ও পিপলস লিজিংয়ের নথিপত্র পর্যালোচনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের যোগসাজশ প্রমাণ হয়েছে। তাঁরা নিজেরা লাভবান হওয়ার জন্য পরিচালকের যোগসাজশে ভুয়া এই ঋণ দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

লভ্যাংশ বাড়িয়ে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে

bdautoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেড ভালো লভ্যাংশ দেওয়ায় ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর কোম্পানিটি ৩ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

এবার লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে।

আগামী রবিবার থেকে কোম্পানিটি শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সাভার রিফ্রাক্টরিজের অপ্রকাশিত তথ্য নেই

Savar-Refractoriesস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর শেয়ার দর ছিল ৯৬.১০ টাকা। আর গতকাল ২ জানুয়ারি সর্বশেষ তা ১৩৩ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. সায়হাম কটন
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বিবিএস ক্যাবলস
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. ইউনাইটেড পাওয়ার
  6. জেএমআই সিরিঞ্জ
  7. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  8. ইফাদ অটোস
  9. খুলনা পাওয়ার
  10. ইনটেক অনলাইন লিমিটেড।

ডিএসইতে ৯২৪ ও সিএসইতে ৭০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৯২৪ কোটি টাকা দাঁড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের বড় উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৯০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৬৯৬ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯০.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৯.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৪১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩টির। আর দর অপরিবর্তিত আছে ৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সায়হাম কটন, বেক্সিমকো লিমিটেড, বিবিএস ক্যাবলস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, খুলনা পাওয়ার ও ইনটেক অনলাইন লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৬১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩০ কোটি ২৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডাচ বাংলা ব্যাংক ও ইউনাইটেড পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

রাজধানীতে পলিথিন কারখানায় আগুন

oooস্টকমার্কেটবিডি ডেস্ক :

রাজধানীর পশ্চিম ইসলামবাগে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে সেখানে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ। আগুন নেভাতে ৯টি ইউনিট কাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্রের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টা ৪০ মিনিটে পশ্চিম ইসলামবাগের ওই পলিথিন কারখানায় আগুন লাগে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এরশাদুল ইসলাম। সূত্র : প্রথম আলো অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

আরেক মেয়াদে ডিএসইর পরিচালক হচ্ছেন রকিবুর রহমান

rakibস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরেক মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক হচ্ছেন রকিবুর রহমান।

ডিমিউচ্যুলাইজেশন পরবর্তী ডিএসইর নিয়ম অনুযায়ী রকিবুর রহমানের পরিচালক পদে ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম তোলার শেষ সময় ছিল ১ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় পর্যন্ত।

কিন্তু নির্ধারিত সময়ে রকিবুর রহমান ছাড়া আর কোনো প্রার্থী ফরম নেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো পরিচালক হচ্ছেন রকিবুর রহমান।

তিনি এর আগে একাধিকবার ডিএসইর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রকিবুর রহমান মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

ডিমিউচ্যুয়ালাইজেশনের (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) শর্ত অনুসারে প্রথম বছর ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হবেন।

এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন; তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন। পরের বছর অপর তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন।

একই নিয়মে তৃতীয় বছরেও অপর একজন পরিচালক অবসরে যাবেন এবং নতুন একজনকে নির্বাচিত করা হবে। এভাবে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে।

সেই নিয়মেই পরিচালক পদে রকিবুর রহমানের মেয়াদের শেষ সময় ছিলো আগামী এজিএম পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম