বিদায়ী বছরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডে। ফলে ২০১৮ সালে সিএসইতে লেনদেনের শীর্ষে উঠেছে ব্রোকারেজ হাউজটি। প্রতিষ্ঠানটি একই বছর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দ্বিতীয় স্থান দখল করছে মাল্টি সিকিউরিটিজ লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে আইডিএল সিকিউরিটিজ। এরপর যথাক্রমে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ, বিরিচ, কবির সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, মিনহার সিকিউরিটিজ এবং আইল্যান্ড সিকিউরিটিজ।
স্টকমার্কেটবিডি.কম/বি