সর্বোচ্চ ১৪,৫১০ ও সর্বনিম্ন ৮০০০ হাজার টাকার মজুরি কাঠামো

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। শ্রমিকদের জন্য ঘোষিত মজুরির কয়েকটি গ্রেডে আশানুরূপ মজুরি বৃদ্ধি না পাওয়ায় পোশাক শিল্পের উদ্ভূত পরিস্থিতিতে সরকার গ্রেডগুলোর মজুরি সমন্বয় করেছে বলে শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মজুরি সমন্বয়ের এ ঘোষণা দেওয়া হয়। এ সভায় সম্মানিত অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিতি ছিলেন। এই বৈঠকে মালিক-শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নতুন কাঠামোতে চিকিৎসা, যাতায়াত,বাড়িভাড়া বাড়ানো ছাড়াও মূল মজুরির সঙ্গে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে। এই নতুন কাঠামো ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। বাড়তি মজুরি ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রথম গ্রেডের একজন কর্মী এখন থেকে সব মিলিয়ে ১৮ হাজার ২৫৭ টাকা বেতন পাবেন। ২০১৩ সালের বেতন কাঠামোতে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার টাকা। ২০১৮ সালে নতুন মজুরি কাঠামোর গেজেটে তা ১৭ হাজার ৫১০ টাকা করা হয়েছিল।

দ্বিতীয় গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ১৫ হাজার ৪১৬ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে এই গ্রেডের বেতন ১০ হাজার ৯০০ টাকা এবং ২০১৮ সালে মজুরি কাঠামোর গেজেটে তা ১৪ হাজার ৬৩০ টাকা ছিল।

তৃতীয় গ্রেডের সর্বমোট বেতন ঠিক হয়েছে ৯ হাজার ৮৪৫ টাকা, যা ২০১৩ সালের বেতন কাঠামোতে ৬ হাজার ৮০৫ টাকা এবং ২০১৮ সালের গেজেটে ৯ হাজার ৮৪৫ টাকা করা হয়েছিল।

চতুর্থ গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ৯ হাজার ৩৪৭ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে এই গ্রেডের বেতন ৬ হাজার ৪২০ টাকা এবং ২০১৮ সালে মজুরি কাঠামোর গেজেটে তা ৯ হাজার ২৪৫ টাকা করা হয়েছিল।

পঞ্চম গ্রেডে সর্বমোট বেতন ঠিক হয়েছে ৮ হাজার ৮৭৫ টাকা, যা ২০১৩ সালের বেতন কাঠামোতে ৬ হাজার ৪২ টাকা এবং ২০১৮ সালের গেজেটে ৮ হাজার ৮৫৫ টাকা করা হয়েছিল।

ষষ্ঠ গ্রেডের সর্বমোট বেতন ধরা হয়েছে ৮ হাজার ৪২০ টাকা। ২০১৩ সালের বেতন কাঠামোতে তা ছিল ৫ হাজার ৬৭৮। আর ২০১৮ সালে মজুরি কাঠামোর গেজেটে তা করা হয়েছিল ৮ হাজার ৪০৫ টাকা করা হয়েছিল।

আর সপ্তম গ্রেডের মজুরি সব মিলিয়ে গেজেটের মতোই আট হাজার টাকা রাখা হয়েছে। ২০১৩ সালের কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন ছিল ৫৩০০ টাকা।

বৈঠকে সংসদ সদস্য সালাম মুর্শিদী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক বিজিএমইএর প্রাক্তন সভাপতি আতিকুল ইসলাম, হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামছুন্নাহার ভূইয়া, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ইন্ড্রাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা মন্টু ঘোষসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/বি

কাতারকে সর্বক্ষেত্রে সাহায্য করা হবে: এরদোগান

image-132803-1547381703স্টকমার্কেটবিডি ডেস্ক :

সামরিক থেকে শুরু করে থেকে জ্বালানী পর্যন্ত সর্বক্ষেত্রে কাতারকে সাহায্য ও সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রবিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান উত্তর সাকারিয়া প্রদেশে রাখা এক বক্তব্যে এমন ঘোষণা দেন।

এ সময় প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমরা সব সময় মনে রাখব কাতার আমাদের সঙ্গে একাত্মা প্রকাশ করেছে।

তিনি বলেন, আমরা সর্বাত্মকভাবে কাতারকে আমাদের সাহায্য সহযোগিতা করব। এটি সামরিক থেকে ব্যবসায়ীক এবং ভ্রমণ থেকে জ্বালানী হতে পারে।

গেল বছরের আগস্টে মার্কিন নিষেধাজ্ঞায় তুর্কি লিরার অব্যাহত দরপতন ঘটেছে। ওই সময় এরদোগানের বিপদে পাশে দাঁড়িয়েছে কাতার।

তুর্কি সঙ্কটের সময় কাতার আমির এরদোগানকে জানিয়েছেন, তুরস্কের মুদ্রা লিরার দরপতন ঠেকাতে ১৫ বিলিয়ন লিরা বিনিয়োগ করবে কাতার। তুরস্কের শেয়ারবাজার ও ব্যাংকে এ বিনিয়োগ করা হবে।

কাতার আমির এক টুইটবার্তায় বলেছেন, আমরা আমাদের তুর্কি ভাইদের পাশে দাঁড়াব; যারা কাতারের পাশে দাঁড়িয়েছিল এবং মুসিলম বিশ্বের পাশে আছে। কাতারের আমিরের এই ঘোষণার পর লিরার দর ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

যুক্তরাষ্ট্র কর্তৃক তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ ও দুই পণ্যে শুল্ক বৃদ্ধির পর প্রথম দেশ হিসেবে কাতার প্রধান তুরস্ক সফর করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

রবিবারেও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষ

savar-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

পোশাক খাতের মজুরি কাঠামো নিয়ে আন্দোলনরত শ্রমিকরা সপ্তম দিনের মত রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে।

রোববার সকালে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় শ্রমিকদের এই বিক্ষোভের মধ্যে আশুলিয়ায় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।

পুলিশ জানায়, রবিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার ইউনিক, জামগড়া, বেরন ও নরসিংহপুরসহ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামে।

তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

এ সময় শ্রমিকরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকলে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে শিল্প পুলিশ-১ এর পরিচালক শানা শামীনুর রহমান জানান।

সংঘর্ষের মধ্যে শ্রমিক ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। ভাংচুর এড়াতে আশুলিয়ায় অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেখানে।

কিন্তু গত ৬ জানুয়ারি ঢাকার বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। এরপর প্রতিদিনই তারা রাস্তা আটকে বিক্ষোভের চেষ্টা করছেন। সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শ্রমিকরাও রাস্তায় নামছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন মজুরি কাঠামোর কয়েকটি গ্রেডে বেতন কমে গেছে। আবার অনেক কারখানায় নির্ধারিত সময়ে নতুন মজুরি কাঠামো বস্তবায়ন করা হয়নি।

কোনো কারখানা নতুন কাঠামোতে বেতন না দিলে তা শিল্প পুলিশকে জানাতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিচালক শামীনুর রহমান।

তিনি বলেন, বিশৃঙ্খলা এড়াতে আশুলিয়া শিল্পাঞ্চলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়েই বেরিয়ে আসে। তাদের রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা দেখে মালিকরা কারখানায় ছুটি দিয়ে দেয়।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশনস) কামরুল হাসান বলেন, সকাল ৮টার দিকে ছাপড়া মসজিদের কাছে একটি গার্মেন্টের শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে সরে যায়।

শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটছে জানিয়ে জামগড়া এলাকার ‘দি রোজ গার্মেন্টর্সের মহাব্যবস্থাপক সাধন কুমার দে বলেন, “এটা উৎপাদনমুখী শিল্প। উৎপাদন ঠিকমতো হলে এ শিল্প লাভজনক প্রতিষ্ঠানে দাঁড়ায়। আর উৎপাদন না হলে এ শিল্প অলাভজনক প্রতিষ্ঠানে চলে যায়।”

শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদনের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

২৪তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ২০৩২ সালের মধ্যে সারাবিশ্বে ২৪তম অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (১৩ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রী তার নিজ দফতরে একথা বলেন। এর আগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশ উন্নত হলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। দেশের দারিদ্র্য বিমোচন হয়।

খেলাধুলার ইতিবাচক দিক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে খেলাধুলাও এগিয়ে নিতে হবে। মানুষের মননশীলতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমি খেলাধুলার মানুষ। সব সময় খেলাধুলার উন্নয়নে কাজ করবো। ঢাকার ক্লাবগুলো দেশের ক্রিকেট-ফুটবল এগিয়ে নিতে কাজ করে। ঢাকার ক্লাবগুলোর উন্নয়ন দরকার। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে নিবেদিত প্রাণ। উনার কাছে আবাহনী ও মোহামেডানের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়ন চান।

ক্রিকেটের উন্নয়ন তুলে ধরে মুস্তফা কামাল বলেন, এক সময় দেশের মানুষের কাছে ক্রিকেট জনপ্রিয় ছিল না। ওয়াসিম আকরাম ও জাদেজার মতো তারকা খেলোয়াড়কে বাংলাদেশে এনে ক্রিকেট প্রোমোশন করেছি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. বিবিএস ক্যাবলস
  2. খুলনা পাওয়ার
  3. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  4. সিভিও পেট্রো কেমিক্যালস
  5. ঢাকা ব্যাংক
  6. সামিট পাওয়ার
  7. সায়হাম কটন
  8. ইউনাইটেড পাওয়ার
  9. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ এনে পোশাক শ্রমিকদের এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানে সাতটির মধ্যে পাঁচটি গ্রেডেই মজুরি সমম্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে এ সমস্যার সমাধানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবকে বঙ্গভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী।

সেখানে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র নেতাদেরও ডাকা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে বিরাজমান সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের পাশাপাশি ১ ও ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের নির্দেশ দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত বেতন কাঠামোর পাঁচটি গ্রেডে মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সমন্বয়ের পর এসব গ্রেডে মজুরি আশানুরূপ বৃদ্ধি পাবে বলে সরকার মনে করে।

এ বিষয়ে আজ রবিবার (১৩ জানুয়ারি) বিকালে সচিবালয়ে পোশাক মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতাদের সঙ্গে সরকারের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সরকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। এ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমকে অবহিত করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা

170033STARKABABস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে রাজধানীর ধানমণ্ডির স্টার কাবাব রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সপ্তাহব্যাপী ভেজালবিরোধী স্পেশাল ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা কয়েকটি রেস্টুরেন্টের খাবার তৈরির পরিবেশ দেখেন।

এতে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এসময় তিনি, শুধু অর্থদণ্ড নয়, খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কারাদণ্ড দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

এশিয়ান টাইগার ফান্ডের ট্রাষ্টি সভা ১৬ জানুয়ারি

boardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডে ২য় প্রান্তিকের ট্রাষ্টি সভা আগামী ১৬ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই ট্রাষ্টি সভায় ফান্ডটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় ফান্ডটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

লভ্যাংশ দিয়ে বি ক্যাটাগরিতে কে অ্যান্ড কিউ

knqস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ১৪ জানুয়ারি থেকে এই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ বিওতে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

সূচকের সাথে লেনদেনের বড় উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। দিনশেষে সেখানে সূচকের উত্থান ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক অনেকটাই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৩ কোটি ৯৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৮৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৬টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, খুলনা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো কেমিক্যালস, ঢাকা ব্যাংক, সামিট পাওয়ার, সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৯.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৪৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ২৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক ও নাহি এ্যলুমিনাম কম্পোজিট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড