- প্রিমিয়ার ব্যাংক
- ইউনাইটেড পাওয়ার
- স্কয়ার ফার্মা
- ঢাকা ব্যাংক
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
- সায়হাম কটন
- সুহৃদ ইন্ডাস্ট্রিজ
- ফারইষ্ট নিটিং ডায়িং
- বঙ্গজ ইন্ডাস্ট্রিজ
- আইএফআইসি ব্যাংক লিমিটেড।
Day: January 21, 2025
বেশিরভাগ শেয়ারের দর কমলেও সূচক বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকও সামান্য বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮৮৫ কোটি ৩৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, ঢাকা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সায়হাম কটন, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফারইষ্ট নিটিং ডায়িং, বঙ্গজ ইন্ডাস্ট্রিজ ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।
এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার দর।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ টাকা।
দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল প্রিমিয়ার ব্যাংক ও এসএস স্টিলস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড
নতুন একনেকে ১৮৯৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
নতুন সরকারের প্রথম একনেক (জতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ৮ প্রকল্পের অনুমোদনের মধ্যে দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলো। আমরা উন্ময়নের তীর্থযাত্রা শুরু করলাম। আমাদের মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন করা। উন্নয়নের গতি আরো বাড়াতে চাই। এখন প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশ, এটাকে আমরা ৮ ও ৯ শতাংশ নিয়ে যাব।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ, আমার বিশ্বাস তার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/জেড
সাইফ পাওয়ারটেক ২য় প্রান্তিক বোর্ড সভা ২৮ জানুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩ টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ
আমরা নেটওয়ার্কসের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৫ টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ
আমরা টেকনোলজিসের ২য় প্রান্তিক বোর্ড সভা ২৯ জানুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৪ টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ
বাণিজ্য অস্থিরতায় বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে: আইএমএফ
বাণিজ্য অস্থিরতার কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই আশঙ্কায় চলতি বছরের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে সংস্থাটি। তারা বলছে, চলতি বছর প্রবৃদ্ধি হবে সাড়ে ৩ শতাংশ। গত অক্টোবরে যা ৩ দশমিক ৭ হবে বলে পূর্বাভাস দিয়েছিল আইএমএফ। গতকাল সোমবার প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আপডেট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
গত বছরের তুলনায় চলতি বছর বৈশ্বিক অর্থনীতি শ্লথ হবে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ ইতিমধ্যে এই শ্লথগতিতে ভূমিকা রেখেছে। শুল্ক–পাল্টা শুল্কের চাপে চীনের নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছর ও আগামী বছরে চীনের প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হবে বলে মনে করছে আইএমএফ।
গত বছরের তুলনায় কমবে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিও। চলতি বছর দেশটির প্রবৃদ্ধি আড়াই শতাংশ ও আগামী বছর আরও কমে ১ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। এ ছাড়া ব্যাপক অনিশ্চয়তার মুখে রয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। আপাতত, এই বছর ও আগামী বছর দেড় শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিলেও এতে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আইএমএফের নতুন এই মূল্যায়ন উন্নত অর্থনীতির জন্য বিশেষভাবে পুনর্বিবেচনা করা হয়েছে—বিশেষত ইউরোজোন। সংস্থাটি বলছে, উঠতি অর্থনীতি এবং উন্নয়নশীল ইউরোপের অবস্থা বেশ নাজুক হবে চলতি বছর। ইইউ পরিবেশমন্ত্রীদের নির্গমন কমানোর নতুন লক্ষ্যমাত্রা জার্মানির মোটরশিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। এ ছাড়া ইতালিকে নিয়েও শঙ্কা রয়েছে। সরকারি ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত অর্থনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে গত বছরের তুলনায় প্রবৃদ্ধির রেখাটা ঊর্ধ্বমুখী থাকছে ল্যাটিন আমেরিকা ও ভারতের জন্য। চলতি বছর ও আগামী বছর ভারতের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ ও ৭ দশমিক ৭ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/এম/জেড
আইটি কনসালটেন্সের ২য় প্রান্তিক বোর্ড সভা ২৮ জানুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আইটি কনসালটেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩ টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ
ইউনিক হোটেলের ২য় প্রান্তিক বোর্ড সভা আহবান
শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ
বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৮ জানুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৫ টায় রাজধানীর বাড্ডায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এ