নতুন নতুন এলাকায় সহযোগিতা করবে এডিবি: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী সংস্থা। এডিবি দীর্ঘদিন ধরে নানা প্রকল্পে সহযোগিতা করছে। সামনে আরো নতুন নতুন প্রকল্প ও নতুন এলাকায় এডিবি সহযোগিতা করবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠকে শেষে মন্ত্রী এমন আশা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবি চায় তাদের অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তাবায়ন। আমরাও প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে দিয়েছি।

তিনি আরো বলেন, এডিবির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন উন্নতি হচ্ছে। আমরা আশাকরি, নতুন সরকার কাজ শুরু করেছে। এই সরকারের সময়ও তাদের সাহায্য, সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছিলাম, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা এডিবির সহযোগিতা পাবো।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

বাংলাদেশে রফতানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

usaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য দূর করে রফতানি বাড়াতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পণ্য রফতানি করে আমরা সে তুলনায় করতে পারি না, এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম রেদওয়ান হোসেন, ডব্লিইউটিও-এর মুনীর চৌধুরী, শরিফা খানসহ (রফতানি) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ভালো। বাংলাদেশর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কাজের সুনির্দিষ্ট উন্নতি হয়েছে। কারখানাগুলোতে নিরাপদ কাজের পরিবেশ আগের থেকে ভালো হলেও আরো কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অ্যাকর্ড অ্যালায়েন্সের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

রবার্ট মিলার বলেন, বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। উভয় দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বাড়াতে কমার্শিয়াল কাউনন্সিলর নিয়োগের প্রক্রিয়া চলছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য ও ঘাটতি দূর করতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এজন্য বাংলাদেশ সরকার যা করা দরকার তা করবে। সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি, এবং এয়ারলাইন্স খাতে প্রায় ২ বিলিয়নের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়ানোর সুযোগ এসেছে। এতে করে উভয় দেশ লাভবান হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাক খাতের বড় বাজার। গত অর্থবছরে আমরা সে দেশে ৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছি। আর আমেরিকা রফতানি করেছে মাত্র ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৬০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫০ বিলিয়ন ধরা হয়েছে তৈরি পোশাকে। যুক্তরাষ্ট্রে রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ পণ্য রফতানি করতে বাংলাদেশ সক্ষম।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তায় অনেক পরিবর্তন এসেছে। অ্যাকর্ড অ্যালায়েন্স ও ন্যাশনাল ইনেশিয়েটিভ কারখানাগুলো পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ৯০ ভাগের বেশি কারখানা পরিদর্শ সম্পন্ন হয়েছে। তৈরি পোশাকের কারখানাগুলো সংস্কার করা হয়েছে নতুন নতুন গ্রিন কারখানা গড়ে উঠেছে। শ্রমিকদের মজুরি সময়োপযোগী করা হয়েছে। একারণে তৈরি পোশাকের উৎপাদন খরচ বেড়ে গেছে। এজন্য এ পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করা দরকার।

স্টকমার্কেটবিডি/বি/এম

ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক ৭শ কোটি টাকার বন্ড অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিডেটকে ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিএসইসির ৬৭৪তম কমিশন সভায় কোম্পানিটিকে ফুললি রিডেম্বরল নন-কনভার্টেবল মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ডের অনুমোদন করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে ৭০০ কোটি টাকার ফুললি রিডেম্বরল নন-কনভার্টেবল মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের অনুমোদন করা হয়েছে। বন্ডটির মেয়াদ হবে সাত বছর।

বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, ফুললি রিডেম্বল এবং আনস্ক্রিনড, আনলিস্টেড সাব অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে পূর্ণ অসায়ন হবে। যা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক টায়ার-টু ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

এ বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

জেনেক্স ইনফোসিসের প্রথমার্ধের ইপিএস ০.৯৭ টাকা

genexস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে লেনদেনের অপেক্ষায় থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ০.৯৭ টাকা এসেছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে জেনেক্স ইনফোসিসের ইপিএস ০.৯৭ টাকা এসেছে। আর গত বছর একই সময়ে ইপিএস ছিল ০.৯৮ টাকা।

এসময় কোম্পানিটির সাবসিডিয়ারি কোম্পানিসহ সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা । যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৬ কোটি ১ লাখ টাকা।

২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জেনেক্স ইনফোসিসের সমন্বিতভাবে নিট মুনাফা হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা বা ইপিএস ০.৪৭ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৩ কোটি ৭ লাখ টাকা বা ০.৫০ টাকা।

এদিকে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় কোম্পানিটির প্রথমার্ধে ইপিএস হয় ০.৭৩ টাকা এবং ২য় প্রান্তিকে হয় ০.৩৬ টাকা।

কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৬.৯৫ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৫.২৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গোল্ডেন হ্যাভির ২০১৮ সালের ঋণমান প্রকাশ

creditস্টকমার্কেবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের গোল্ডেন হ্যাভি কেমিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে । সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আর্গস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে রাজস্ব আদায় বেড়েছে ১২৬ শতাংশ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানুয়ারি মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ১২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জানুয়ারিতে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ টাকা। যার পরিমাণ ডিসেম্বর ছিল ১৪ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ১৮ কোটি ২২ লাখ টাকা বা ১২৬ শতাংশ।

জানুয়ারিতে আদায় হওয়া রাজস্বের মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ৩৪ লাখ টাকা আদায় হয়েছে। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৮ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন থেকে রাজস্ব আদায় ১৩ কোটি ৬৪ লাখ টাকা বেড়েছে।

এদিকে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে জানুয়ারিতে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা। ডিসেম্বরে এ খাত থেকে আদায় হয়েছিল ৫ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারিতে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে রাজস্ব আদায় বেড়েছে ৪ কোটি ৫৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. মুন্নু সিরামিকস
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. সিঙ্গার বিডি
  7. বাংলাদেশ শিপিং করপোরেশন
  8. পাওয়ার গ্রিড
  9. বারাকা পাওয়ার
  10. বার্জার্স পেইন্টস লিমিটেড।

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনে বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেক কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৬ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৮৮৯ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.০২পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৪টির। আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার ব্যাংক, সিঙ্গার বিডি, বাংলাদেশ শিপিং করপোরেশন , পাওয়ার গ্রিড, বারাকা পাওয়ার ও বার্জার্স পেইন্টস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৭৭৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ১৪ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এমারেল্ড ওয়েলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

emarold-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি