সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে দুই সিকিউরিটিজ হাউজকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিএসইসির ৬৭৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিকিউরিটিজ হাউজ দুইটি হলো : সাদ সিকিউরিটিজ লিমিটেড এবং সালতা ক্যাপিটাল লিমিটেড।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমন্বিত গ্রাহক হিসাবে ৩১ মে ২০১৮ তারিখ ৩ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৬০.২৯ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং রুল ৮এ(২) এর লঙ্ঘন, ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩(১) এবং ৩(২) লঙ্ঘন, পরিচালকদের ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ তারিখ মার্চ ২৩, ২০১০ এর লঙ্ঘন, বিনিয়োগকারীকে নেট ক্যাপিটাল ব্যালেন্স (৩ মাসের) এর ২৫ শতাংশের অতিরিক্ত মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৫(১) লঙ্ঘন এবং গ্রাহকের নিকট থেকে ৫ লাখ টাকার বেশি নগদ গ্রহন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮(১)(সিসি)(আই) এর লঙ্ঘন করায় সাদ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহন করেছে।
সমন্বিত গ্রাহক হসিাবে ৩১ মে ২০১৮ তারিখ ৩ লাখ ২২ হাজার ৭০২.৭৫ টাকা ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং রুল ৮এ(২) এর লঙ্ঘন, অনুমোদিত প্রতিনিধিদের নামে বিও হিসাব খুলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ট্রেডিং রাইট, এনটাইটমেন্ট সার্টিফিকেট) রেগুলেশনস, ২০১৩ এর রেগুলেশন ১৪ (৩)(iV) ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জে কমিশন (স্টক-ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রদিনিধি) বিধিমালা ২০০০ এরি বিধি ৪(২)(৪) অনুযায়ী সম্পাদিত চুক্তিপত্রে ক্লজ-৫ এর লঙ্ঘন, গ্রাহকের নিকট থেকে ৫ লাখ টাকার বেশি নগদ গ্রহণ/প্রদান করে সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮(১)(সিসি)(i) এর লঙ্ঘন, কর্মচারীর নামে হিসাব পরিচালনা ও ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১ তারিখ মার্চ ২৩, ২০১০ এর লঙ্ঘন, ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩(১) এবং রুল ৩(২) এর লঙ্ঘন এবং নন-মার্জিনেববল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ০১/১০/২০০৯ লঙ্ঘন করায় সালতা ক্যাপিটালকে ৩ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
স্টকমার্কেটবিডি.কম/এম/জেড