বাংলাদেশ ব্যাংকের তিন মহাব্যবস্থাপকের পদোন্নতি

ed-bg20190217182506স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের তিনজন মহাব্যবস্থাপককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী, মনোজ কুমার বিশ্বাস ও মনোজ কান্তি বৈরাগী।

রবিবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে পদোন্নতির এ খবর জানানো হয়েছে।

এর আগে এই তিন মহাব্যবস্থাপকের পদোন্নতির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়।

এই তিন কর্মকর্তাই ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। ক্যারিয়ারের অধিকাংশ সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও দেশের বিভিন্নস্থানে বাংলাদেশ ব্যাংকের অফিসে দায়িত্ব পালন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

সরকারি-বেসরকারির বিমান ভাড়া কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অভ্যন্তরীণ (ডমেস্টিক) রুটে সরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারির ভাড়া কমানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ভাড়ার ব্যাপারে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সরকারি এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের ভাড়া তুলনামূলক কম। বেসরকারি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমি বিষয়টি খতিয়ে দেখবো।

রবিবার সচিবালয়ে মন্ত্রীর নিজ দফতরে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)’র প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানের উন্নয়নে সরকারও অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রী ১০০টি ইকোনোমিক জোন বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছেন। এরইমধ্যে বেশকিছু বাস্তবায়নও হয়েছে। এজন্য দেশি-বিদেশি অনেক বিনিয়োগকারী আসছেন। হলি আর্টিজানের ঘটনার পর প্রধানমন্ত্রী খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। এজন্য দেশে-বিদেশে বাংলাদেশ প্রশংসিত হয়েছে এবং আস্থা এবং বিশ্বাসের জায়গায় আমরা ফিরে এসেছি। এ খাতটাকে আমাদের আরও উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, এখাতে কিছু সমস্যা আছে। আগামীতে এসব বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি চান এ খাতটা সাক্সেসফুল হোক।

প্রতিমন্ত্রী বলেন, কার্গো হ্যান্ডেলিংয়ে যে সমস্যা আছে সেগুলো দেখতে আমি একমাসের মধ্যে পাঁচবার বিমানবন্দর গিয়েছি। বিশেষ করে যাত্রীদের কাছ থেকে সেবার মান নিয়ে অভিযোগ আসে। আমি সেখানে নিজে গিয়েছি, একসঙ্গে কাজ করেছি। এখন ইমিগ্রেশন শেষ করে আসার সঙ্গে সঙ্গে লাগেজ পাওয়া যাচ্ছে, এটা খুব আশার কথা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ইওএস টেক্সটাইলের ৮০ শতাংশ শেয়ার কিনবে শাশা ডেনিমস

Shasha-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইতালির মালিকানাধীন শতভাগ রপ্তানিমুখী ইওএস টেক্সটাইলস মিলস লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ইওএস টেক্সটাইলের ৪০ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা ছিল কোম্পানিটির; যা ডিএসইতে প্রকাশ করা হয়েছে।

জানা যায়, ইওএস টেক্সটাইলস লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার কিনতে এরই মধ্যে ৩০ কোটি টাকা পরিশোধ করেছে শাশা ডেনিমস। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ থেকে এ টাকা পরিশোধ করা হয়। বাকী টাকা পরিশোধ করা হবে কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো থেকে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এই টাকা পরিশোধ করা হবে।

ইওএস টেক্সটাইল মিলস লিমিটেড ১৯৯৮ সালে ইতালিয়ান বিনিয়োগকারীরা স্থাপন করেন। এটি শতভাগ রপ্তানিমূখী প্রতিষ্ঠান। আর এ কারখানাটি ঢাকার সাভারে অবস্থিত।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংকের টাকা লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

fbcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধ পন্থায় ব্যাংকের টাকা লুটপাট করা ঋণখেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

রবিবার ঢাকা ক্লাবে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমরা যথেষ্ট সোচ্চারভাবে বলতে চেয়েছি দুই ধরনের খেলাপি ঋণ আছে। একটি হলো-যারা অবৈধ পন্থায় ব্যাংকের টাকা লুটপাট করেছেন,আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে যারা ব্যবসা করতে গিয়ে লোকসান করেছেন তাদের ক্ষেত্রে শিথিল করা যেতে পারে।’

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপলক্ষে এফবিসিসিআই সদস্য এসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়। এফবিসিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ফজলে ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন এসোসিয়েশনের সভাপতিবৃন্দ বক্তব্য রাখেন।

৫০০ কোটি টাকার ওপর ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেয়ার সমালোচনা করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা বলেছি যদি ঋণখেলাপিদের জন্য ৫০০ কোটি টাকার ওপর আলাদা স্লাপ তৈরি করা হয়,তাদের জন্য যদি ২০ বছরের ঋণ রিশিডিউল করা হয়,তাহলে আমার ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য কেন করা হচ্ছে না’। এ বিষয়টি এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে পরিস্কারভাবে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন,ব্যাংকের সুদহার অসহনীয় পর্যায়ে চলে গেছে।প্রধানমন্ত্রীসহ সকলের কাছে বিষয়টি এফবিসিসিআই উপস্থাপন করছে।এটা (সুদহার) কোনোভাবেই ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য যথেষ্ট নয়। যে কারণে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এফবিসিসিআইয়ের বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে মহিউদ্দিন বলেন,‘সবক্ষেত্রে ভ্যাটের হার ১৫ শতাংশ থাকবে না। এনবিআর একটি বিষয় মেনে নিয়েছেন ভ্যাট সবক্ষেত্রে ১৫ শতাংশ থাকবে না। এটি বিভিন্ন হার হবে।’

তিনি বলেন, ২৮ হাজার টাকা প্যাকেজ ভ্যাট। আমার কাছে রিপোর্ট আছে অনেকে এই ২৮ হাজার টাকা না দিয়ে, অসাধু ইন্সপেক্টরদের সঙ্গে হ্যান্ডশেক (হাত মেলানো) করছেন। দয়া করে এগুলো বন্ধ করুন। যেখানে অন্যায় করা হবে,সেখানেএফবিসিসিআই আপনাদের পাশে থাকবে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব।
ফিস ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি মোল্লা শামসুর রহমান (শাহীন) বলেন, আমরা ৫-৭ শতাংশ সুদহারে ব্যাংকঋণের জন্য যুদ্ধ করছি।

পিকেএসএফের দায়িত্ব দারিদ্র্য বিমোচন করা।তাই এফবিসিসিআইয়ের সদস্য সংগঠনগুলোর সদস্যদের পিকেএসএফের ঋণ দেয়ার ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে।
পাইকারি ভোজ্যতেল এসোসিয়েশনের সভাপতি হাজী মো. আবুল হাসেম এফসিসিআইয়ের মাধ্যমে স্বল্প সুদহারে ব্যাংক ঋণের ব্যবস্থা করার আহবান জানান।

অনুষ্ঠানে ফজলে ফাহিম বলেন, সরকারি ব্যাংকগুলো এক অঙ্ক সুদহারে উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলোর সুদহার এখনো এক অঙ্কে নামেনি। আমরা এটার জন্য কাজ করছি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের ৫৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’-এর অঙ্গ প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কো¤পানি লিমিটেড’-এর পরিচালক এবং মহাব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের ৫৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কো¤পানি লিমিটেড’-এর পরিচালক মহিউদ্দিন আহমেদ এবং মহাব্যবস্থাপক মোহাম্মাদ শাহেদের বিরুদ্ধে পার¯পরিক যোগসাজশে এ কোম্পানীর বিভিন্ন ব্যাংক হিসাব হতে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনপূর্বক তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান যথাক্রমে ‘পিরামিড এক্সিম লিমিটেড’ এবং ‘গুডউইন’ নামক কোম্পানীর বিভিন্ন ব্যাংক হিসাবে অবৈধভাবে অর্থ জমা করার অভিযোগ পেয়েছে দুদক।

কমিশনের অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) এমন অভিযোগ আসলে দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গত ২৮ জানুয়ারি কমিশনের উপ-পরিচালক এসএম সাহিদুর রহমান এবং মোহাম্মাদ মাহমুদুর রহমানের সমন্বিত এনফোর্সমেন্ট টিম যথাক্রমে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড-এ অভিযান চালিয়ে হিসাবের অনুসন্ধান করে।

দুদক টিম কোম্পানির পরিচালক ও তাঁর স্ত্রীর পিরামিড এক্সিম লিমিটেড কোম্পানির নামে গত তিন বছরে বিভিন্ন ব্যাংকে সর্বমোট ৪৩ কোটি টাকার বেশি এবং মহাব্যবন্থাপক মোহাম্মদ শাহেদের ব্যক্তিমালিকানাধীন গুডউইন কোম্পানির নামে গত তিন বছরে প্রায় ১৪ কোটি টাকা জমা এবং উত্তোলনের প্রাথমিক প্রমাণ পায়।
এ ঘটনা উদঘাটনের পর গত ৬ ফেব্রুয়ারি দুদকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের মাধ্যমে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।

দুদক এনফোর্সমেন্ট অভিযানের প্রধান মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানের অর্থ কোনোভাবেই ব্যক্তিগত হিসেবে স্থানান্তরের সুযোগ নেই। এ দুর্নীতির অনুসন্ধান শেষে শিগগিরই দুদক আইনি ব্যবস্থা গ্রহন করবে। পুরো অনুসন্ধান প্রক্রিয়া কঠোরভাবে মনিটর করা হচ্ছে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচক কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৯৩২ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার, প্রিমিয়ার ব্যাংক, মুন্নু সিরামিকস, ভিএফএস থ্রেডস, নূরানী ডায়িং, বেক্সিমকো লিমিটেড, এসকে ট্রিমস ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬০২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও বিএসআরএম লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  2. ফরচুন সুজ
  3. ইউনাইটেড পাওয়ার
  4. প্রিমিয়ার ব্যাংক
  5. মুন্নু সিরামিকস
  6. ভিএফএস থ্রেডস
  7. নূরানী ডায়িং
  8. বেক্সিমকো লিমিটেড
  9. এসকে ট্রিমস
  10. এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

জেএমআই ১৫৪.১ টাকা প্রিমিয়ামে নিপরোকে শেয়ার দিবে

JMI-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওসাকাভিত্তিক নিপরো করপোরেশনের অনুকূলে ১ কোটি ১১ লাখ নতুন শেয়ার ইস্যু করে মোট ১৮২ কোটি ১৫ লাখ টাকা বিনিয়োগ গ্রহণের পরিকল্পনা অনুমোদন করেছেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গতকাল অনুষ্ঠিত নবম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নিপরোর জন্য প্রতিটি শেয়ারের দর নির্ধারিত হয়েছে ১৬৪ টাকা ১০ পয়সা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে প্রিমিয়াম দাঁড়াচ্ছে ১৫৪ টাকা ১০ পয়সা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে নতুন বিনিয়োগ গ্রহণ করবে কোম্পানিটি।

ইজিএম শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, ১৫৪ টাকা ১০ পয়সা প্রিমিয়ামে ১ কোটি ১১ লাখ শেয়ার ইস্যুর পর কোম্পানির পরিশোধিত মূলধন হবে ২২ কোটি ২১ লাখ টাকা, বর্তমানে যা ১১ কোটি টাকা। অর্থাৎ নিপরো করপোরেশন হতে যাচ্ছে কোম্পানির অর্ধেকের বেশি শেয়ারের মালিক।

নতুন অংশীদারদের কাছ থেকে পাওয়া মূলধন কোম্পানির অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, আংশিক ব্যাংকঋণ পরিশোধে খরচ করা হবে। কিছু অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহার করা হবে। শেয়ার ইস্যুর প্রক্রিয়াগত ব্যয় নির্বাহেও এ তহবিলের আংশিক খরচ হবে।

নিপরো করপোরেশন আগে থেকেই জেএমআই গ্রুপের একাধিক তালিকাবহির্ভূত কোম্পানির ব্যবসায়িক অংশীদার। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিটির অংশীদারিত্বেও আসার প্রক্রিয়ায় রয়েছে তারা। বিশ্বের ৫৭টি দেশে ওষুধ, মেডিকেল ইকুইপমেন্ট, মেডিক্যাল ও সার্জিক্যাল ডিভাইস উৎপাদন এবং বাজারজাতের ব্যবসায় নিযুক্ত রয়েছে নিপরোর ৯১টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট খাতে গবেষণা ও উদ্ভাবনেও যথেষ্ট বিনিয়োগ করে জাপানি গ্রুপটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপাত্ত অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেএমআই সিরিঞ্জেস। বার্ষিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭১ টাকা ২৭ পয়সা।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০১৮ এ কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৯৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জে

সিভিও পেট্রোর শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

CVO_logo2স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেডের দুই জন শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন দিয়েছেন। র্বরিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মনসুর আলম নামে এক উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ১৫ হাজার বিক্রি করলেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১১ লাখ ৯৯ হাজার ১৩৬টি শেয়ার ছিল।

আরেক পরিচালক শামছুল আলামিন প্রতিষ্ঠানটির ১৫ হাজার ৫টি বিক্রি করলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উদ্যোক্তারা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক-পাবলিক মার্কেটে ক্রয় বিক্রয় সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

intracoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস সেলিম হুদা ও মো: রিয়াদ এই দুই উদ্যোক্তা পরিচালক য্রথাক্রমে ১,০৪,৬৩২ ও ৪৮,৫৭৩টি করে শেয়ার বিক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি