বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর অনুরোধ অর্থমন্ত্রীর

Minister-Kamal-2-696x493স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ ফ ম মুস্তফা কামাল বিনিয়োগ উপযোগি পরিবেশের সুযোগ গ্রহণ করে বাংলাদেশে বিদ্যুৎ-জ্বালানী, তথ্যপ্রযুক্তি, পেট্রোকেমিক্যাল, ওষুধ, জাহাজ নির্মাণ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ অন্যান্য খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলাদেশে এবং অত্যন্ত আকর্যনীয় প্রণোদনার সুযোগ রয়েছে। পাশপাশি প্রতিযোগিতামূলক দক্ষ জনশক্তি, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে স্বল্প ব্যয় ও শুল্ক-কোটামুক্ত বাজার প্রবেশাধিকারের সুযোগ রয়েছে। তাই বিনিয়োগকারীরা এই সুবিধা গ্রহণ করে অধিক মুনাফা করতে পারেন।’

সোমবার রাজধানীর শেরেবাংলানগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন,ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে আঞ্চলিক যোগাযোগ,বিদেশি বিনিয়োগ এবং গ্লোবাল আউট সোর্সিংয়ের কেন্দ্রে পরিণত করেছে। দেশে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ টেকসই করতে ১’শটি অর্থনৈতিক জোন তোলা হচ্ছে।

তিনি জানান,সৌদি আরবের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দুই হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে,যা বিনিয়োগকারীরা নিজস্ব চাহিদা মোতাবেক ব্যবহার করতে পারবেন।

আগামী ৭ মার্চ সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রীর নেতৃত্বে সেদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

paramu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৩.৬৯ টাকা।

আগামী ১৫ এপ্রিল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ

ব্যবসায় পরিবেশের উন্নয়নে কাজ করবে সরকার : পরিকল্পনামন্ত্রী

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায় পরিবেশের উন্নয়ন বা ব্যবসা পরিচালনা সূচকের ইতিবাচক পরিবর্তনে সরকার বেসরকারিখাতের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন,‘ব্যবসা পরিচালনার সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নয়নে কোন বিকল্প নেই এবং এজন্য সরকার দেশের বেসরকারিখাতের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।’
সোমবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ওসামা তাসীর।

এম এ মান্নান বলেন,বৃহৎ প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে সরকার কাজ করছে।আশা করা যায়,প্রকল্পের কাজ সম্পন্ন হলে ব্যবসা ও জনজীবন গতিশীল হবে।তিনি কাংখিত প্রবৃদ্ধি অর্জনে সরকার ও বেসরকারিখাতকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশমালা প্রদানের জন্য ঢাকা চেম্বারের প্রতি আহ্বান জানান।

তিনি বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে কারিগরি শিক্ষার প্রসারের উপর গুরুত্বারোপ করে এ খাতে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।
ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন,আগামী বছরগুলোতে ডাবল ডিজিট জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ব্যবসা-বাণিজ্য সহায়ক নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত চ্যালেঞ্জসমূহ হ্রাস করে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষন করতে হবে। এজন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন,ব্যবসা পরিচালনার সূচক সহ অন্যান্য সূচকে নি¤œতর অবস্থানের কারণে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী অর্থনীতিসমূহের তুলনায় বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ছে, তাই ডুয়িং বিজনেস ইনডেক্সে বাংলাদেশের অবস্থান উন্নয়নে অবকাঠামোখাতের বিকাশে বাস্তব পরিকল্পনা গ্রহণ ও বাজেট বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব করেন।

সাক্ষাৎকালে ডিসিসিআই সহসভাপতি ইমরান আহমেদ,পরিচালক মো. রাশিদুল করিম মুন্না,হোসেন এ সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পুরস্কৃত করা হবে পাট খাতের ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে

golamস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৬ মার্চ দেশব্যাপী পালিত হবে জাতীয় পাট দিবস। ওইদিন সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে পাট খাতে অবদান রাখার জন্য এবার ১৪ ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

আজ সোমবার (৪ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, পরিবেশ বান্ধব ফসল হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাটচাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যে ব্যবহার বৃদ্ধি এবং সোনালী আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরতে দেশে তৃতীয়বারের মতো এ দিবস উদযাপিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

তিনি আরও জানান, এবার ১৪ ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে ওই মূল অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দেবেন। পরুস্কারের ১৪টি ক্যাটাগরি হচ্ছে- সেরা পাটচাষি, সেরা পাটবীজ উৎপাদনকারী, কাঁচাপাট রফতানিকারক সেরা প্রতিষ্ঠান, পাট পণ্য উৎপাদনকারী সেরা পাটকল (সরকারি), পাট পণ্য উৎপাদনকারী সেরা পাটকল (বেসরকারি), সরকারি পাটকলে সর্বোচ্চ পাট সরবরাহকারী, পাটপণ্য রফতারিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারী), বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা পাটকল (বেসরকারি), বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা উদ্যোক্তা প্রতিষ্ঠান, বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (মহিলা),বহুমুখী পাটপণ্য উৎপাদনকারী সেরা উদ্যোক্তা (পুরুষ), পাটসূতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান (বেসরকারি), সর্বোচ্চ পাটপণ্য রফতানিকারক (ট্রেডার্স), পাট শিল্পের উন্নয়ন গবেষণা ও শিক্ষা।

সাংবাদিকরা প্রশ্ন করেন- পাটখাতে সরকার এতো লোকসান দেয়, এই খাতে লাভের কোনও সম্ভাবনা আছে কিনা। প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পাটের উন্নয়নে যে কোনও ঝুঁকি গ্রহণ করতেই হবে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফারমার্স ব্যাংকে জালিয়াতি, ৯ ব্যাংকারকে তলব

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক সামছুল আলম।

দুদক সূত্র জানিয়েছে, এসব ব্যাংকারকে ৬ মার্চ বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এসব কর্মকর্তাকে যথাসময়ে দুদকে উপস্থিত হতে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

যাঁদের তলব করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ব্যাংকটির শেরপুর শাখার ৫ কর্মকর্তা। তাঁরা হলেন অপারেশনস ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম। তলব করা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লস্কর।

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তাঁর ছেলেসহ কয়েকজন ব্যাংকারকে আসামি করে এর আগে তিনটি মামলা হয়। ওই সব মামলায় গ্রেপ্তার হয়ে পিতা-পুত্র দুজনই কারাগারে আছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দুই কোম্পানি পরিদর্শনে গিয়ে কারখানা বন্ধ পেল ডিএসই

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুটি কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের কারখানা বন্ধ পেয়েছে। এসময় তাদের প্রধান কার্যালয় (হেড অফিস) বন্ধ পেয়েছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানি দুইটির কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শনে এমন চিত্র দেখতে পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বন্ধ থাকার কারনে সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের প্রধান কার্যালয় ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ। যাতে অধিকতর তদন্ত করা সম্ভব হয়নি।

সিঅ্যান্ডএ টেক্সটাইল কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে অনেকদিন হলো। নির্ধারিত সময় পার হয়ে গেলেও বিগত ৭টি প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ করেনি তারা। এ কোম্পানিটি ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে।

অন্যদিকে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং য়েরও আর্থিক হিসাব প্রকাশ বন্ধ রয়েছে। ২০১৭ সালের মার্চের পরে কোন আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি। পরিচালকদের অন্তকলহে বন্ধ রয়েছে কারখানার উৎপাদন। কয়েকবছর আগেই কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ৩৫ কোটি টাকা সংগ্রহ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড গ্রুপকে এলএনজি পাওয়ার প্লান্টের অনুমোদন

unitedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারী খাতে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে আরো ৬০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তরলকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) পাওয়ার প্লান্টের অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

গত ২৪ ফেব্রুয়ারী এই অনুমোদনটি দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-১৯৯৬ এবং বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষবিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০১৮) এর অধিনে বিওও ভিত্তিতে ২২ বৎসর মেয়াদি এ বিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে।

এই পাওয়ার প্লান্টটি চট্টগ্রামের আনোয়ারায় স্থাপিত হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

উল্লেখ্য যে, ইউনাইটেড গ্রুপ এর অধীনে বর্তমানে ১০টি বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হচ্ছে যার সর্বমোট উৎপাদন ক্ষমতা ১০০০ মেগাওয়াটের অধিক। গত ২১শে ফেব্রুয়ারী থেকে জামালপুর পাওয়ার প্লান্টে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

পাওয়ার গ্রিডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন

powerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

সূত্র জানায়, কোম্পানিটির প্রধান অফিস রাজধানীর বাড্ডায় আফতাবনগরে এক ভবনে স্থানান্তর করা হয়েছে।

আগামী থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বঙ্গজ ইন্ডাস্ট্রিজের ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা

bangasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক ২৫,০০০ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রফিকুল ইসলাম নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ২৫,০০০ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তাদের হাতে প্রতিষ্ঠানটির ৫ লাখ ৬১ হাজার ৯৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু সিরামিকস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. স্কয়ার ফার্মা
  5. প্রিমিয়ার ব্যাংক
  6. ফরচুন সুজ
  7. সিঙ্গার বিডি
  8. ন্যাশনাল টিউবস
  9. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।