পুরান ঢাকা ভেঙে নতুন করে গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

image-163979-1554554529স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রি-ডেভেলপমেন্ট ফর্মুলা বাস্তবায়ন করে পুরান ঢাকা ভেঙে নতুন করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত “ইমারত নির্মাণে সরকারের দায়িত্ব ও নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেসে তিনি এ কথা জানান। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ঢাকা শহরের বয়স অনেক হয়েছে। পুরান ঢাকার ভবনগুলো এমনভাবে গড়ে উঠেছে, যে কারণে পুরনো ঢাকাকে রাতারাতি ভেঙে নিরাপদ ঝুঁকিমুক্ত পরিবেশসম্মত আবাসন এখনো গড়ে তুলতে পারিনি। আপাতত পুরান ঢাকাকে একেবারে ঝুঁকিহীন সব রকম ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না

তিনি আরও বলেন, পুরান ঢাকাকে নিয়ে আমরা রি-ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের আওতায় পাঁচ কাঠা জায়গার ওপর যদি তিনটি ভবন থাকে তাহলে আমরা পরিবেশসম্মত, বিল্ডিং কোড অনুযায়ী ভবন করে দেব এবং রেশিও (অনুপাত) অনুযায়ী ওই ভবন মালিকদের ফ্ল্যাট দেব।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের নতুন শহরগুলো যেমন- পূর্বাচল, ঝিলমিল, উত্তরা তৃতীয় প্রকল্প; সেখানে ৪৫ শতাংশ জায়গা ফাঁকা রেখে ভবনের অনুমোদন দিচ্ছি; যাতে একটি বাড়ি থেকে আরেকটা বাড়ির মাঝখানে বিশাল জায়গা ফাঁকা থাকে, সেখানে যেন পরিবেশদূষণ না হয়। সেখানে যেন মানুষ মুক্ত বাতাস নিতে পারে। খেলার মাঠ, পার্ক, লেক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও চিত্তবিনোদনের ব্যবস্থা করে রেখেছি।

তিনি আরও বলেন, ঢাকা শহরের অনেক ইমারত আছে, যে ইমারত এত পূর্বে হয়েছে যে, একটির সঙ্গে আরেকটি লেগে আছে, যেমন পুরান ঢাকা। সেগুলোকে রাতারাতি ভেঙে ফেলে নতুন কিছু করা সম্ভব হয়নি। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। রি-ডেভেলপমেন্ট। অর্থাৎ পুরনো ঢাকায় যদি পাঁচ কাঠা জায়গার ওপর কোথাও কোথাও তিনটা ভবন থাকে, সেগুলো ভেঙে আমরা মানসম্মত, পরিবেশসম্মত, বিল্ডিং কোড অনুযায়ী ইমারত করে দেব। বিনিময়ে জমির মালিক ওই তিনজনকে যার যা রেশিও সেই অনুযায়ী ফ্ল্যাট দেব; যাতে পুরনো ঢাকার ঘিঞ্জিমার্কা অবস্থা না থাকে, ঝুঁকিপূর্ণ অবস্থা না থাকে।

একই ভবন নির্মাণ করতে দুই ধরনের প্ল্যানের বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করে শ ম রেজাউল করিম বলেন, নতুন ট্র্যাডিশন চালু হয়েছে। ভবন নির্মাণে একটা অ্যাপ্রুভড প্ল্যান, আরেকটা থাকছে ওয়ার্কিং প্ল্যান। এ ধরনের ঘটনা আর টলারেট করতে চাই না। ভবন নির্মাণে দীর্ঘদিনের জঞ্জাল জমা হয়েছে, সেগুলো দূর করতে চাই।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিজিএমইএ নির্বাচনে রুবানা হকের প্যানেল এগিয়ে

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে এগিয়ে রয়েছে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের নেতৃত্বাধীন প্যানেল সম্মিতিল-ফোরাম। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিপুল ভোটে জয়ের পথে তিনি। শনিবার বিকাল সাড়ে ৫টায় ভোট গণনা শুরু হয়।

এদিকে, ভোটগ্রহণ শেষে বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ব্যারিস্টার নিহাদ কবীর সাংবাদিকদের জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ১৯৫৬ ভোটারের মধ্যে ১৪৯২ জন ভোট প্রদান করেছেন। ভোটের হার ৭৬ দশমিক ২৭ শতাংশ।

অন্যদিকে, রুবানা হক পূর্ণ প্যানেল নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। আর তার প্রতিদ্বন্দ্বী প্যানেল স্বাধীনতা পরিষদের প্রধান জাহাঙ্গীর আলম বলেছেন, ভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। রাজধানীর কাওরান বাজারের বিজিএমইএ ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজিএমইএর পরিচালক পদের সংখ্যা ৩৫। সমসংখ্যক এই পদের বিপরীতে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে চট্টগ্রামে শুধুমাত্র একটি প্যানেলের প্রার্থী থাকায় ঢাকায় ২৬ পরিচালক পদের বিপরীতে দুই প্যানেলের ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বাধীনতা পরিষদ চট্টগ্রামে প্রার্থী না দেয়ায় সেখানে সম্মিলিত ফোরামের ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সম্মিলিত-ফোরামের প্রার্থীরা হলেন- হলেন রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন,সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী,মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

চট্টগ্রাম অঞ্চলে এই প্যানেলের বিজয়ীরা হলেন- মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কাতারকে বাংলাদেশে বিনিয়োগে আহ্বান স্পিকারের

Speaker-pic-696x457স্টকমার্কেটবিডি ডেস্ক :

বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্র কাতারকে বাংলাদেশের বিদ্যুৎ, ওষুধ ও আইসিটি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার কাতারের দোহায় ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটন কনভেনশন সেন্টারে কাতারের শুরা কাউন্সিলের স্পিকার আহমাদ বিন আবদুল্লা বিন জায়েদ আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই স্পিকার সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের সাথে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার শিরিন শারমিন বলেন, সংসদ সদস্যদের মধ্য পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ‘উন্নয়ন বিস্ময়’ উল্লেখ করে তিনি বলেন, এক সময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। নিজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রপ্তানির দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ ।

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সফলতা নিয়ে কথা বলেন স্পিকার। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩৫০০ মেগাওয়াট। সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।

এসময় তিনি বিদ্যুৎ সেক্টরে কাতার সরকারকে বিনিয়োগ করার আহ্বান জানান।

স্পিকার বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সারাদেশে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। তিনি এর একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি ঔষধ ও আইসিটি খাতে কাতার সরকারকে বিনিয়োগ করার আহবান জানান।

কাতারের শুরা কাউন্সিলের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাণিজ্য প্রসারে কাতার বাংলাদেশে বিনিয়োগ করবেন মর্মে স্পিকারকে আশ্বস্ত করেন। তিনি দু’দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে কাতারের আগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী কাতারে অনুষ্ঠিতব্য ১৪০তম এসেম্বলির সার্বিক সফলতা কামনা করেন। তিনি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং শুরা কাউন্সিলের স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমদ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ভালুকায় ফোম কারখানায় ভয়াবহ আগুন

210339Agun_kalerkantho_picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ময়মনসিংহের ভালুকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে উপজেলা কাচিনা ইউনিয়নে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে পানি সংকটের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

স্টকমার্কেটবিডি.কম

বাণিজ্যিক ভবনে ফেয়ার সেফটি না থাকলে ব্যবস্থা: মেয়র আতিকুল

130657_bangladesh_pratidin_bdp_atiquleস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোনো বাণিজ্যিক ভবন কিংবা অফিস স্পেসে পর্যাপ্ত ফায়ার সেফটি না থাকলে ভবন মালিককে সতর্ক করার পর পদক্ষেপ না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার রাজধানীর গুলশানে নগর ভবনে অগ্নি নিরাপত্তা সচেতনে সিটি করপোরেশনের ১০টি ‘ভবন পরিদর্শন দল’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন।

এসময় মেয়র আরও বলেন, ভবন পরিদর্শন দলগুলো ডিএনসিসি এলাকায় অবস্থিত বহুতল ভবনে গিয়ে আগেই তৈরি করা একটি চেকলিস্টের মাধ্যমে ভবনের অগ্নিঝুঁকি পরীক্ষা করবে। কোনো ভবনে অগ্নি-নিরাপত্তা যথেষ্ট না থাকলে সে ভবনের প্রবেশস্থলে ওই ভবনটির অগ্নি-প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত নয়, সতর্ক থাকুন লেখা স্টিকার লাগিয়ে দেওয়া হবে।
তাছাড়া ভবনে বসবাসকারী বা ভবন মালিককে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে।
এজন্য অফিস স্পেসে চাকরিজীবীদের উদ্দেশ্যে মেয়র বলেন, ভবনে ফায়ার সেফটি আছে কিনা সেটা আপনারা সচেতন হয়ে দেখবেন। না থাকলে আমাদের কাছে অভিযোগ জানান।
অভিযোগকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। অভিযোগ জানালে আমরা সেই ভবনে তাৎক্ষণিক টিম পাঠাবো, সতর্ক করবো। তাতে কাজ না হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠান হলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলের প্রতিটিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দু’টি করে দল গঠন করা হয়েছে। ডিএনসিসি, ফায়ার সার্ভিস, বেসরকারি সংস্থা, বিভিন্ন কমিউনিটির সদস্য সমন্বয়ে প্রতিটি দলে ১০ থেকে ১৫ জন সদস্য থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৬২ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বিদায়ী সপ্তাহে পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসইতে পিই ০.৬২ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.০২ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৫.৯২ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১০ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৫২ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৭.৮৯ পয়েন্টে, বস্ত্র খাতের ১৬.২০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৯.৩২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.৭০ পয়েন্টে, বীমা খাতের ১৩.৩৭ পয়েন্টে, বিবিধ খাতের ২৬.৪৭ পয়েন্টে, খাদ্য খাতের ১২৫.৫২ পয়েন্টে, চামড়া খাতের ১৬.৩৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৩.৪৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৮৮ পয়েন্টে, আর্থিক খাতের ২১.৪২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১৯.৭৭ পয়েন্টে, পেপার খাতের ৩০.৫৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৫.৪৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৫.৭৭ পয়েন্টে, সিরামিক খাতের ১৭.৯১ পয়েন্টে এবং পাট খাতের পিই ৬৭১.২৫ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কাণ্ডারি নির্বাচিত করবেন বিজিএমইএ সদস্যরা।

আজ শনিবার সকাল আটটা থেকে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ’র কার্যালয়ে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৯৫৬ জন। তার মধ্যে ঢাকার এক হাজার ৫৯৭ এবং চট্টগ্রামে ৩৫৯ জন। পরিচালক পদে বিজয়ীরা পরবর্তীতে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

নির্বাচনে ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের বিপরীতে লড়ছেন দুই প্যানেলের ৪৪ জন প্রার্থী। মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক সম্মিলিত পরিষদ ও ফোরামের সমন্বয়ে গঠিত প্যানেলের নেতৃত্ব দেবেন। আর স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দেবেন জাহাঙ্গীর আলম।

বিজিএমইএ’র পরিচালক সংখ্যা ৩৫। আজ শুধু ঢাকা অঞ্চলের ২৬ পরিচালক পদের বিপরীতে ভোট হবে। কারণ চট্টগ্রাম অঞ্চলে নির্ধারিত ৯টি পরিচালক পদের বিপরীতে ৯ জন মনোনয়নপত্র জমা দেয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ম্যালপাসই হলেন বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট

0f584a8c256e350a375541a76848fdae-5ca7cfb134778স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডেভিড ম্যালপাসকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী পর্ষদ। আগামী মঙ্গলবার থেকে ম্যালপাস আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের দায়িত্ব পালন করবেন। শুক্রবার সর্বসম্মতিক্রমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত এই ব্যক্তিকে বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। আগামী পাঁচ বছর ম্যালপাস এ পদে বহাল থাকবেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ডেভিড ম্যালপাস বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ৬৩ বছর বয়সী ম্যালপাস প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত। ২০১৬ সালে আমেরিকার নির্বাচনে তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে ম্যালপাসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। তখনই মার্কিন প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেকে।
ম্যালপাস এর আগে বিশ্বব্যাংকের বেশ কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন। চীনের মতো মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাংককে আরও সংযমী হতে হবে বলে মন্তব্য করেছিলেন ম্যালপাস। বিভিন্ন সময়ে চীনকে ঋণ দেওয়ার বিরোধিতা করেন তিনি।

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। মেয়াদ শেষ হওয়ার আগেই গত জানুয়ারিতে পদত্যাগ করেন জিম ইয়ং কিম। কিমের পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিয়েভা।

২য় বিশ্বযুদ্ধের পর গঠিত বিশ্বব্যাংকের তহবিলের অন্যতম জোগানদাতা যুক্তরাষ্ট্র। লিখিত কোনো চুক্তি কিংবা নিয়ম না থাকলেও আমেরিকাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্ধারণ করে থাকে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাপ্তাহিক দরবৃদ্ধিতে বীমা কোম্পানির প্রাধান্য

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরবৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি কোম্পানির আটটিই বীমা খাতের। সবচেয়ে বেশি দর বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। এক সপ্তাহে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির দর বেড়েছে ২৮ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশে পর্যায়ক্রমে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (দরবৃদ্ধি ১৭ দশমিক ৬৫ শতাংশ), প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (১৭ দশমিক শূন্য ৭ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড (১৩ দশমিক ৫৯ শতাংশ), প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (১২ দশমিক ৫০ শতাংশ), রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড (১১ দশমিক ৬৭ শতাংশ), অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (১১ দশমিক ২৭ শতাংশ), এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (১০ দশমিক ১৬ শতাংশ), বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (৮ দশমিক ৪৭ শতাংশ) ও গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (৮ দশমিক ৪৪ শতাংশ)।

ডিএসইতে বৃহস্পতিবার ইউনাইটেড ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা। সমাপনী দর ছিল ৬৪ টাকা ৫০ পয়সা, সপ্তাহের শুরুতে যা ছিল ৫৩ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯ টাকা ৩০ পয়সা ও ৮৮ টাকা ২০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৬১১ কোটি টাকা

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৪৬১১ কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৪,১১,৮৫৬ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৪,০৭,২৪৫ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ১.১২ শতাংশ বা ৪৬১১ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ২০১২ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৪৪৬ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩৯.১০ শতাংশ বেশি।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৪৫.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২০.২২ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯৪৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ১২.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম