বাংলাদেশের বিপুল সম্ভাবনা দেখছে ব্রিটেন ও ইতালি

PID-8021স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ মন্ত্রী মার্ক ফিল্ড ও ইতালির নতুন রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।

রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারা।

প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন ব্রিটেনের ফরেন ও কমনওয়েলথ অফিসের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মিনিস্টার অব স্টেট মার্ক ফিল্ড। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, দুই অতিথির সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, ব্রিটেনের মন্ত্রী পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

মার্ক ফিল্ড বলেন, “বাংলাদেশের বিপুল সম্ভবনা রয়েছে। আমাদের দুই দেশের সম্পর্ক আরও জোরদার হচ্ছে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশের শিক্ষাখাতে তাদের আগ্রহের কথাও তুলে ধরেন মার্ক ফিল্ড।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, “এটা বড় একটি চাপ।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যেকার চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় ব্রিটেন ও সেদেশের তার জনগণের সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি।

ব্রিটিশ উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে উল্লেখ করে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশটির সমর্থনের প্রশংসা করেন।

গণতন্ত্রের জন্য নিজের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বেসরকারি খাতকে সম্প্রসারণ করেছে এবং বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার যাতে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো চাপ দেওয়া উচিত।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন উপস্থিত ছিলেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইতালির দূত এনরিকো নানজিয়াটা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করতে কাজ করবেন বলে জানান।

তিনি বলেন, বাংলাদেশের অনেক সম্ভাবনা আছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে হবে। এক্ষেত্রে দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সম্পর্ক জোরদার করতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর জন্য একটা পার্লামেন্টারি গ্রুপ করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশে টেক্সটাইল ও অন্যান্য প্রযুক্তির ওপর একটি ট্রেনিং সেন্টার করতে ইতালির আগ্রহের কথা জানান তিনি।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, “উনি হচ্ছেন বিশ্বের বহু দেশের অনুপ্রেরণার উৎস।”

প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশের চামড়া খাতে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, সারা পৃথিবীতে ইতালির চামড়াজাত পণ্যের সুনাম রয়েছে। তারা গুণগতমানের প্রতি নজর রাখে। বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

পেট্রো বাংলার ওয়েবসাইট হ্যাকড

petro-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রীয় জ্বালানি বিপণন কোম্পানি পেট্রো বাংলার ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকাররা।

রবিবার বিকাল ৫টার পর থেকে পেট্রোবাংলা ডটওআরজি ডটবিডি ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে চলে যায়।

যোগাযোগ করা হলে সরকারি কোম্পানিটির এক কর্মকর্তা জানান, বিকাল ৫টার পর থেকে তাদের ওয়েবসাইট হ্যাকড হয়ে যায়। বর্তমানে এর সার্ভার অফ করে রাখা হয়েছে। সোমবার অফিস চালু হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

জ্বালানি তেল, গ্যাস, কয়লাসহ অন্যান্য জ্বালানি আমদানি, উৎপাদন ও বিপণনের একক নিয়ন্ত্রক সংস্থা পেট্রো বাংলা।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির লেনদেন

block-mস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (০৭ এপ্রিল) ব্লক মার্কেটে ১৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোটি ২৯ লাখ ৭২ হাজার ৬৮৪টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার অর্থাৎ ২ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে সালভো কেমিক্যালের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৩ লাখ ৩ হাজার টাকার লেনদেন হয়েছে আরডি ফুডের।

এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ লাখ ৩৬ হাজার টাকার, এটলাস বাংলাদেশের ৪৭ লাখ ১৯ হাজার টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৯৭ লাখ ১ হাজার টাকার, বিকন ফার্মার ২২ লাখ ৭৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৬ লাখ ৪৪ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯৬ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৫ লাখ ৭৯ হাজার টাকার, ফরচুন সুজের ২৮ লাখ ১৬ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২৫ লাখ ২০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮২ লাখ ৮৩ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ১ কাটি ৯ লাখ ২ হাজার টাকার, সুহৃদের ১০ লাখ ৪৪ হাজার টাকার, সোনাবাংলা ইন্স্যুরেন্সের ১১ লাখ ৩১ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আদালতের নির্দেশে ২৫ কোটি টাকা পেল আলহাজ টেক্সটাইল

alhazস্টকমার্কেটবিডি ডেস্ক :

উচ্চ-আদালতের নির্দেশে আলহাজ টেক্সটাইল মিলসকে ২৫ কোটি টাকা প্রদান করেছে অগ্রনী ব্যাংক। গত ২ এপ্রিল ব্যাংকটি থেকে ২৫ কোটি টাকার পে অর্ডার প্রদান করা হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৪ জানুয়ারী অর্থ নিয়ে চলমান মামলায় আলহাজ টেক্সটাইল মিলসের পক্ষে রায় দেন উচ্চ-আদালত। কোম্পানিটিকে ৫৫ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংককে নির্দেশ দেন উচ্চ-আদালতের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিস রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ।

তবে গত ১০ মার্চ উচ্চ-আদালতের আপীল বিভাগ ব্যাংকটিকে ৪ এপ্রিলের মধ্যে ২৫ কোটি টাকা প্রদান করতে নির্দেশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাহাজ শিল্পের জন্য সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন,সমুদ্রগামী জাহাজ শিল্পে করসহ অন্যান্য অসঙ্গতি পরীক্ষা করে যৌক্তিক পর্যায়ে তা নির্ধারণ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করা হবে।

দেশের আমদানি রপ্তানিতে সমুদ্রগামী জাহাজ শিল্পের অবদানের কথা উল্লেখ করেন তিনি বলেন,দেশীয় এ শিল্পের প্রসারে সরকারের নীতি সহায়তা অব্যাহত থাকবে।
শিল্পমন্ত্রীর সংগে বাংলাদেশ ওশানগোয়িং শিপওনার্স অ্যাসোসিয়েশনের (বিওজিএসওএ) একটি প্রতিনিধিদলের আজ রোববার শিল্প মন্ত্রণালয়ে এক বৈঠককালে তিনি (মন্ত্রী) এ কথা বলেন।

এ সময় বিওজিএসওএ’র নেতৃবৃন্দ সেবা শিল্প হিসেবে বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ শিল্পের অনুকূলে রপ্তানিমুখী অন্যান্য শিল্পের মত আর্থিক সুবিধা ও প্রণোদনা প্রদানের আহবান জানান।

তারা বলেন, শিল্প মন্ত্রণালয় ১৯৯৪ সালে বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা দিলেও অদ্যবধি এ খাত আর্থিক সুবিধা ও প্রণোদনা পায়নি।
নেতৃবৃন্দ,তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের অনুরূপ উৎসে কর, ডিউটি ড্র-ব্যাক, ইউডিএফ লোন, প্যাকিং লোন সুবিধাসহ নগদ প্রণোদনার জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে শিল্প সচিব মোঃ আবদুল হালিম, বিওজিএসওএ’র সভাপতি আজম জে চৌধুরী, সহ-সভাপতি মোস্তফা কামাল ও শেখ বশির উদ্দিন, সেক্রেটারি জেনারেল রিয়ার অ্যাডমিরাল (অব.) এ এস এম আব্দুল বাতেন ও সদস্য মোঃ শাহজাহান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমুদ্রকেন্দ্রিক অর্থনীতি বা ‘ব্লু ইকোনোমি’র প্রসার, সমুদ্র পথে পণ্য আমদানি- রপ্তানিতে ফ্রেইট চার্জ খাতে দেশীয় জাহাজের হিস্যা বৃদ্ধিসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।

বৈঠকে বিওজিএসওএ’র নেতারা বলেন, সরকারের নীতি সহায়তা ও প্রণোদনা পেলে দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ শিল্পখাত দ্রুত বিকশিত হবে। বর্তমানে সমুদ্র পথে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ফ্রেইট চার্জ বাবদ খরচের ৯০ শতাংশেরও বেশি বিদেশি জাহাজ মালিকরা নিয়ে যাচ্ছে। দেশীয় সমুদ্রগামী জাহাজ মালিকদের আয়করসহ অন্যান্য সুবিধা দিয়ে বছরে ফ্রেইট চার্জ বাবদ কমপক্ষে আড়াই বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় সম্ভব। তারা এ শিল্পের বিকাশে সরকারের নীতি সহায়তা কামনা করেন।

প্রতিনিধিদলের সদস্যরা আরও বলেন, মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কোনো ট্যাক্স আরোপ না করলেও জাহাজ আমদানির ক্ষেত্রে শতকরা ৫ ভাগ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করেছে। ফলে এ শিল্পের উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া, টেক্সটাইলসহ অন্যান্যখাতে কর্পোরেট ট্যাক্স ১৫ শতাংশ নির্ধারিত থাকলেও এ শিল্পখাতে তা ৩৫ শতাংশ ধার্য করা হয়েছে।

তারা সমুদ্রগামী জাহাজ শিল্পের ক্ষেত্রে বিদ্যমান ট্যাক্সসহ অন্যান্য বৈষম্য দূর করতে আসন্ন বাজেটে কার্যকর প্রস্তাব প্রেরণের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির সুবিধা কাজে লাগাতে শিল্প মন্ত্রণালয় পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করছে। জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙ্গা ও শিপ রিসাইক্লিং কার্যক্রমকে সরকার নীতি সহায়তা দিচ্ছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সমুদ্রগামী জাহাজ শিল্পের প্রসারেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। এ লক্ষ্যে নতুন শিল্পনীতিতে প্রয়োজনীয় নির্দেশনা থাকবে বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

রমজানে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার সুপারিশ সংসদীয় কমিটির

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ক্ষেত্রে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বয় সভা করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভেজালমুক্ত খাদ্য অভিযান জোরদার করতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। এছাড়া ধান, গম ও অন্যান্য খাদ্যশস্যের সরকারি ধার্যমূল্য যাতে কৃষক পায় সে জন্য তদারকি জোরদার করতে পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে বিদেশি চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।

কমিটি পরামর্শ দিয়েছে, দেশে যাতে কোনও ধরনের কৃত্রিম খাদ্য সংকট তৈরি না হয় সেজন্য চালের যে হিসাবের কথা বলা হয় গুদামে চালের সেই পরিমাণ মজুত আছে কিনা বা সরবরাহ করা হচ্ছে কিনা, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখতে হবে।
বৈঠকে খাদ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও বেগবান করার ক্ষেত্রে যে জনবল সংকট রয়েছে তা নিরসনে শূন্যপদে দ্রুত নিয়োগ শেষ করারও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আব্দুল হাই, আয়েন উদ্দিন, আতাউর রহমান খান ও আঞ্জুমান সুলতানা অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ডরিন পাওয়ারের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

DOREEN-POWERস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেম লিমিটেডের চলতি বছরের তৃর্তীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১১ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৯ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর মহাখালি কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ

9e445d6bf3e08fb9d0fda96e4dd7796c-5ca9d9078aa14স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান রুবানা হক। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
গতকাল শনিবার বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম প্যানেল।

এই প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ফরচুন সুজ
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. মুন্নু সিরামিকস
  6. ইষ্টার্ণ ক্যাবলস
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. বিএটিবিসি
  9. ন্যাশনাল পলিমার
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ২৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৫১ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, গ্রামীনফোন লিমিটেড, মুন্নু সিরামিকস, ইষ্টার্ণ ক্যাবলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, ন্যাশনাল পলিমার ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৬৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক ও সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড