আগামীকাল শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লিন টেকনোলজি ফেয়ার

Metabuild-Logo-&-Mnemonic-Finalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর মেটাবিল্ড প্রকল্পের কার্যক্রমের আওতায় আগামী ২৬-২৭ জুন “ইন্টারন্যাশনাল ক্লিন টেকনোলজি ফেয়ার” শীর্ষক মেলার আয়োজন করছে ডিসিসিআই। রাজধানীর কাকরাইলে অবস্থিত ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের ৬ষ্ঠ তলায় এ মেলা অনুষ্ঠিত হবে। আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা হতে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজিত এ মেলায় প্রায় ৭০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবেন এবং নিজেদের উদ্ভাবিত পণ্য, প্রযুক্তি এবং ব্যবহারের কার্যপদ্ধতি প্রদর্শন করবেন। এছাড়াও উক্ত মেলায় ৩টি ব্যাংক যোগদান করবে। ব্যাংকসমূহ “গ্রীণ ব্যাংকিং” খাতে ঋণ প্রাপ্তির প্রক্রিয়া ও সম্ভাবনা বিষয়ে তথ্য উপস্থাপন করবেন, যার মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং দর্শনাথীবৃন্দ এ বিষয়ে অবগত হতে পারবেন।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো)-এর চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (¯্রডো)-এর সদস্য সিদ্দিক জোবায়ের বিশেষ অতিথি, ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি ওয়াকার আহমেদ চৌধুরী, সহ-সভাপতি ইমরান আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ উদ্বোধনী উপস্থিত থাকবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

রেমিটেন্স ১৬ বিলিয়ন ডলার ছাড়াল

dollarস্টকমার্কেটিবিড প্রতিবেদক :

রেমিটেন্স এক হাজার ৬০০ কোটি ডলার (১৬ বিলিয়ন) ছাড়িয়েছে। বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের এক সপ্তাহ বাকি থাকতেই রেমিটেন্স এই অঙ্ক অতিক্রম করল।

বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই এক অর্থবছরে ১৬ বিলিয়ন ডলার রেমিটেন্স আসেনি। ২০১৪-১৫ অর্থবছরে ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ২১ দিনে (১ থেকে ২১ জুন) ৯৭ কোটি ২৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে।

অর্থবছরের ১১ মাসে অর্থাৎ জুলাই-মে সময়ে এসেছিল এক হাজার ৫০৫ কোটি ৯০ লাখ ডলার।

সব মিলিয়ে ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৮-১৯ অর্থবছরের ১১ মাস ২১ দিনে (২০১৮ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ২১ জুন) এক হাজার ৬০৩ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

অর্থবছরের বাকি এক সপ্তাহে (২২ থেকে ৩০ জুন) আরও ২৫-৩০ কোটি ডলার রেমিটেন্স আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

আর তাতে এবার রেমিটেন্স ১৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে জানান তিনি।

রোজা ও ঈদ সামনে রেখে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠানোয় মে মাসে ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে; যা ছিল মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্টকমার্কেটিবিডি.কম/জেড

তিতাসের এমডিসহ ৩ কর্মকর্তাকে হাইকোর্টে তলব

titas-gasস্টকমার্কেটিবিড প্রতিবেদক :

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডতিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগের ক্ষেত্রে আদালতের আদেশ অমান্য করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মহাব্যবস্থাপক (জিএম) এবং উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ জুলাই তাদের সশরীরে আদালতে হাজির হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (২৫ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

২০১৭ সালের ১৮ ডিসেম্বর তিতাসে ৭৯ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এ অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগ পরীক্ষায় অনেকে অংশ নেন। তবে চূড়ান্ত ফলাফলে তাদের বাদ দেওয়া হয়। পরে কোটা অনুসরণ করে নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে কয়েকজন ২০১৮ সালের ২০ নভেম্বর একটি রিট দায়ের করেন।

ওই রিটের প্রাথমিক শুনানিতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেন হাইকোর্ট। পরে এর মধ্যে ৬৩ জনকে নিয়োগ দেয় তিতাস কর্তৃপক্ষ। তবে বাকিদের উপেক্ষা করে গত ২ এপ্রিল ১৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলে রিট আবেদকারীরা হাইকোর্টে সম্পূরক আবেদন করেন। এরই ধারাবাহিকতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের তিন শীর্ষ কর্মকর্তাকে তলব করলেন হাইকোর্ট।

স্টকমার্কেটিবিডি.কম/জেড

বাংলাদেশের পণ্য নিয়ে কাতারে প্রদর্শনী হতে যাচ্ছে

999স্টকমার্কেটিবিড প্রতিবেদক :

কাতারভিত্তিক বাংলাদেশি সংগঠন বাংলাদেশ ফোরাম কাতার দেশীয় পণ্য ও পরিষেবা নিয়ে কাতারে এক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। কাতারে বাংলাদেশিদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফোরাম কাতার এই প্রদর্শনীর কথা জানায়।

কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যৌথভাবে দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী প্রদর্শনীটি হবে। প্রদর্শনীর শিরোনাম ‘মেড ইন বাংলাদেশ’। প্রদর্শনীতে ১০০টি স্টল বসবে।

বাংলাদেশ ফোরাম কাতারের সভাপতি ইফতেখার আহমেদ বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের কাতারের বাজার ধরার জন্য অনেক সুযোগ রয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংগঠনটির সহসভাপতি ইউসুফ সাঈদ বলেন, এই প্রদর্শনী বাংলাদেশি কোম্পানিগুলোকে পণ্য ও পরিষেবা প্রদর্শনের সুযোগ করে দেবে। কাতারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সংযোগ ঘটাতে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কাতারে প্রায় ৪ লাখ অনাবাসী বাংলাদেশি রয়েছেন। তবে সেখানে বাংলাদেশের পণ্যের পরিমাণ খুব কম। বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ সেখানে পণ্য রপ্তানি করে। পাশের দেশ ভারতের নানা পণ্যও কাতারের বাজারে রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্বের ধনী দেশগুলোর একটি কাতার। সেখানে ব্যবসার অনেক সুযোগ রয়েছে। কাতার কিছু প্রতিবেশী দেশ দ্বারা অবরোধের শিকার। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতার এখন পণ্য আমদানি করছে। বাংলাদেশি পণ্যও সেখানে রপ্তানির সুযোগ রয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ীদের দ্বারা গঠিত বাংলাদেশ ফোরাম কাতার ২০১৮ সালে চালু হয়। কাতার আর্থিক কেন্দ্র থেকে নিবন্ধিত সংগঠন এটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম কাতারের সদস্য মনিরুল হুদা, ইসরাত আরা ইউনুস, কাতারি ব্যবসায়ী জাফর আলী আল-সরাফ।

স্টকমার্কেটিবিডি.কম/জেড

একনেকে ৬ হাজার ৯৬৭ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ECNEC-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ নবরুপায়নসহ ১০ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, একনেকে অনুমোদিত ১০ প্রকল্পে মোট ব্যয় হবে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে খরচ করা হবে ৬ হাজার ৬৮৬ কোটি ১৩ লাখ টাকা,বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২৪১ কোটি ৫২ লাখ এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক সহায়তা পাওয়া যাবে ৩৯ কোটি ৫৮ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, রেলের ২১ ইঞ্চিন আধুনিকরণ প্রকল্পের আওতায় রেলের ২১টি এমজি লোকোমোটিভ পুনর্বাসনের মাধ্যমে নবরূপায়ন করা হবে। এতে লোকোমোটিভগুলোর কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পাবে তেমনি চলাচলে গতিশীলতা বৃদ্ধি পাবে। এর মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ রেলওয়ের ২১টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ নবরূপায়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি ১৪ লাখ টাকা। জানুয়ারি ২০১৯ হতে জুন ২০২২ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সারাদেশে সমন্বিতভাবে সরকারি অফিস স্থাপনের নির্দেশ দিয়েছেন। এছাড়া ছোট,মাঝারি ও বড় এই তিন ভাবে ভাগ করে জেলা সদরের সরকারি অফিসগুলো যেন একই ডিজাইনের হয় সেই নির্দেশনাও প্রদান করেছেন তিনি।

একনেকে অনুমোদিত প্রকল্পসমূহ হলো-বামনডাংগা (গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪২৫ কোটি ৮১ লাখ টাকা। গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলি প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮২৮ কোটি টাকা। অফিসার্স ক্লাব,ঢাকা এর ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় হবে ২২৮ কোটি টাকা। মানিকগঞ্জ বহুতল বিশিষ্ট সমন্বিত সরকারি অফিস ভবন নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯৫ কোটি টাকা।

ঢাকাস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্পের খরচ ধরা হয়েছে ৯৮ কোটি টাকা। দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনঃনির্মাণ, কোনাবাড়ি, গাজীপুর প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি টাকা। সন্ত্রাসবাদ মোকাবেলা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের খরচ ধরা হয়েছে ৭৯ কোটি টাকা। বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ২০০ কোটি টাকা। ওয়েষ্ট জোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ৬৮৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডেনমার্ক থেকে চারটি কন্টেইনার জাহাজ পাচ্ছে বিএসসি

bsc-300x150স্টকমার্কেটিবিড প্রতিবেদক :

বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ডেনমার্ক থেকে চারটি কন্টেইনার জাহাজ পেতে যাচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন আজ মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী’র সাথে তার সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক ইয়াহইয়া সৈয়দ উপস্থিত ছিলেন।

আগামী ৬ মাসের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকপত্র (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এমওইউ স্বাক্ষরের ৩ বছরে মধ্যে  পাওয়া যাবে। চারটি জাহাজ নির্মাণে ১০০ মিলিয়ন ইউরো ব্যয় হবে। ২৫ বছর মেয়াদে এক দশমিক ৮ শতাংশ সফটলোনে জাহাজগুলো পাওয়া যাবে। প্রতিটি জাহাজ ১৫০০টি কন্টেইনার (২০ ফুটের কন্টেইনার) বহন করতে পারবে। জাহাজগুলো চট্টগ্রাম-কলম্বো এবং চট্টগ্রাম-সিঙ্গাপুর ফিডার রুটে চলাচল করবে।

বিএসসি-কে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে ১ হাজার ৫৩৭ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ছয়টি জাহাজ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে চীন আর্থিক সহায়তা দিয়েছে এক হাজার কোটি টাকা, বাকি টাকা বাংলাদেশ সরকারের। এছাড়া চীন থেকে বিএসসি’র বহরে আরো ছয়টি জাহাজ সংগ্রহ করা হবে। এজন্য প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে ২ দশমিক ৫০ কোটি মার্কিন ডলার। ইতোমধ্যে একনেকে এর অনুমোদন পাওয়া গেছে।

সংগৃহিত জাহাজগুলো হলো, এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার সমৃদ্ধি, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ে বিএসসি’র যাত্রা শুরু হয়। কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ যাবত সর্বমোট ৩৮টি জাহাজ সংগ্রহ করা হয়েছিল। বয়সজনিত কারণে এবং বাণিজ্যিকভাবে অলাভজনক বিবেচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ে ৩৬টি জাহাজ বিক্রয় করা হয়। বর্তমান বিএসসি’র বহরে আটটি জাহাজ রয়েছে। এর মধ্যে নতুন ছয়টি এবং পুরানো দু’টি।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. জেএমআই সিরিঞ্জ
  2. ইউনাইটেড পাওয়ার
  3. জেনেক্স ইনফ্রোসিস
  4. গ্লোবাল ইন্স্যুরেন্স
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. স্কয়ার ফার্মা
  7. গ্রামীনফোন লিমিটেড
  8. রানার অটোস
  9. বিবিএস ক্যাবলস
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ৪৫৩ ও সিএসইতে ৯৬ কোটি টাকা লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও সামান্য উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৮ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮০ পয়েন্টে। আর ডিএসই সূচক ০.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৩০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির। আর দর অপরিবর্তিত আছে ৫৭টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, জেনেক্স ইনফ্রোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, রানার অটোস, বিবিএস ক্যাবলস ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৮২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯৬ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭৯ কোটি ২৮ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্যাংক এশিয়া ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পণ্য বিক্রি করতে না পারায় আলহাজ টেক্সটাইলের কারখানা বন্ধ

alhazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানার উৎপাদন আগামী ৩০ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, আজ ২৫ জুন সকাল হতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি আগামী ২৪ জুলাই থেকে আবার চালু করা হবে।

উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় কারখানাটি বন্ধ করেছে কোম্পানির মালিকপক্ষ। বাজারে চাহিদা কমে যাওয়ায় তাদের পর্যাপ্ত পণ্য গোডাউনে পড়ে আছে।

এই অবস্থার কিছুদিন কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিয়ন ক্যাপিটালের ২০১৮ সালের ঋণমান প্রকাশ

unionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ঋণমান ‘এএ’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি