আমানতকারীদের অর্থ পিপলস লিজিংকেই দিতে হবে : বাংলাদেশ ব্যাংক

peoplesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসায়ন হওয়া আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংকেই আমানতকারীদের অর্থ ফেরত দিতে হবে। কোম্পানি আইনে যেভাবে বলা আছে, ঠিক সেভাবেই আমানতকারীদের অর্থ ফেরত দেবে পিপলস লিজিং।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ২০১৯-২০ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডেপুটি গর্ভনর এস এম মনিরুজ্জামান।

পিপলস লিজিংসহ ৫টি আর্থিক প্রতিষ্ঠানে রাখা আমানত ফেরত না দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমানতকারীদের অর্থ পিপলস লিজিংসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। এবিষয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইনে স্পষ্ট করে বলা রয়েছে। সুতরাং অবসায়ন হওয়া আর আর্থিক সংকটে থাকা প্রতিষ্ঠানকেই গ্রাহকের অর্থ ফেরত দিতে হবে।

এ বিষয়ে গর্ভনর ফজলে কবির বলেন, পিপলস লিজিংসহ আরও বেশ কয়েকটি কোম্পানি দীর্ঘদিন ধরে অসুবিধায় ছিল। ২০১৩ সাল থেকে সমস্যায় যাচ্ছে পিপলস লিজিং। এই পরিণতিতে না পৌঁছানোর জন্য আমরা সম্ভাব্য সব রকম চেষ্টা করেছি। ‘আল্টিমেটলি পিপলস লিজিং রক্ষা করা যায়নি। কারণ আমানতকারীদের স্বার্থ আমাদের সবার আগে দেখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক নম্বর দায়িত্ব হলো আমনাতকারীদের স্বার্থ দেখা। সেটা দেখার জন্য এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তিনি বলেন, স্টেকহোল্ডারদের আমরা বলেছিলাম- আমরা খুব ইন্টারেস্টিং সিচুয়েশনের মধ্যে আছি। ২০১৮ সালে আমরা ফারামার্স ব্যাংককে ফল্ট করতে না দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে অর্থ দিয়ে বাঁচিয়ে রেখেছি। তখন অনেকেই বলেছিল এটি ঠিক হয়নি। এটা ফল্ট করতে দেওয়া উচিৎ ছিল।

‘নতুন ব্যাংক আসবে। এটা ধরে রাখার কি আছে। পিপলস লিজিংয়ের বিষয়েও একই ধরনের প্রশ্ন এসেছে। আমরা সেটা না শুনে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছি।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

দেশে উৎপাদিত দুধে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই : বিএআরসি

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) জানিয়েছে, দেশে উৎপাদিত পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার স্বাস্থ্যঝুঁকি নেই। এ নিয়ে উদ্বেগ বা কোনো উৎকণ্ঠা নেই।

বুধবার সচিবালয়ে দুধ নিয়ে অ্যান্টিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল প্রকাশ করে একথা জানায় বিএআরসির পুষ্টি ইউনিট।

বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম গবেষণা ফলাফল উপস্থাপন করেন।

এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিতি উপস্থিত ছিলেন।

বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক বলেন, পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার ভারী ধাতু ও সালফা ড্রাগ পাওয়া যায়নি। দেশে উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই।

মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ- এই কোম্পানির দুধ পরীক্ষা করেছে বিএআরসি।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

চার কোটি মানুষকে কর জালে আনতে চান এনবিআর চেয়ারম্যান

nbrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘দেশের চার কোটি লোকের কর দেওয়ার সামর্থ্য আছে। তাঁদের বেশির ভাগই স্বতঃপ্রণোদিতভাবে কর দেন না। আমরা তাঁদের কর জালে আনার উদ্যোগ নিয়েছি।’

বুধবার এনবিআরের সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভূঁইয়া এসব কথা বলেন। সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে সারা দেশে ৪০ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) বা নিবন্ধিত করদাতা আছেন। এর মধ্যে ২২ লাখ টিআইএনধারী গত বছর বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান জানান, নতুন করদাতা খুঁজে বের করতে এনবিআরের ২১৩টি দল কাজ করছে। এসব দলে কর কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আছেন। গত অর্থবছরে ৩ লাখ ৩১ হাজার ২৭২ জন নতুন করদাতা পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে ২৮ কোটি টাকা কর পাওয়া গেছে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি অর্থবছরে ৬ লাখ ৭২ হাজার নতুন করদাতা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরে আরও চার-পাঁচ লাখ নতুন করদাতা বার্ষিক রিটার্ন জমা দেবেন। যাঁরা টিআইএন নিয়েছেন এবং করযোগ্য আয় আছে, কিন্তু রিটার্ন জমা দেবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

কপারটেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু ৫ আগষ্ট

copertecস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ৫ আগষ্ট থেকে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “COPPERTECH” এবং সিএসইতে কোম্পানি কোড- ১৬০৪০ নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সুদ হারে খোলাবাজার কার্যক্রমে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক হাজার ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এলে তাৎক্ষণিক ২ শতাংশ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ ব্যাংক। এর বেশি রেমিট্যান্স এলে নথিপত্র যাচাই-বাছাই করা হবে, এরপরই টাকা ছাড় হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে এমন একটি প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বেলা সাড়ে ১১টার দিকে ২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ফজলে কবির। আগে ছয় মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার থেকে পুরো অর্থবছরের জন্য ঘোষণা করা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ১৪ দশমিক ৮ শতাংশ। গত জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশ। আর আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে ২৫ দশমিক ২ শতাংশ এবং ২০২০ সালের জুন পর্যন্ত ২৪ দশমিক ৩ শতাংশ। গত জুন পর্যন্ত সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ১ শতাংশ। নতুন মুদ্রানীতিতে নীতি নির্ধারণী সুদ হারে কোনো পরিবর্তন আনেনি।

মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির বলেন, বর্তমান মুদ্রানীতি কৌশল থেকে একটি সুবিবেচিত নীতি সুদ হারে খোলাবাজার কার্যক্রমে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। যার মাধ্যমে ব্যাংকগুলোকে তারল্য জোগান দিয়ে বা উত্তোলন করে সুদ হারের ক্ষেত্রে সরাসরি প্রভাব পড়বে। এতে মুদ্রানীতির কার্যকারিতা আরও বাড়বে। মধ্যম ও উন্নত অর্থনীতির দেশগুলোতে এমন কৌশল ব্যবহার হচ্ছে বলে গভর্নর জানান।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিলায়েন্স ইন্স্যরেন্সের ইপিএস ১.৬৮ টাকা

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৮ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৩২ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৫৪.৩৬ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ৫৫.২৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের ইপিএস ৪৯ পয়সা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪৫ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৮৫ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৩.৫৪ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২৪.০৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

স্যোসাল ইসলামী ব্যাংকের ৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৭ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কামাল উদ্দিন আহমেদ নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ৭ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে মোট ৮২,৬৫,৩১৩ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে ৪৪৭ ও সিএসইতে ১৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচক বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৪২৯ কোটি ৬৯ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮২৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৭টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিক্যালস, বীকন ফার্মা, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

এদিকে বার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭২৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সী পার্লস রিসোর্ট ও ডরিন পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ফরচুন সুজ
  2. মুন্নু সিরামিকস
  3. ইউনাইটেড পাওয়ার
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  6. স্কয়ার ফার্মা
  7. ওয়াটা কেমিক্যালস
  8. বীকন ফার্মা
  9. সুহৃদ ইন্ডাস্ট্রিজ
  10. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।