সর্বশেষ সপ্তাহে উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে এসপ্তাহে লেনদেনের পরিমাণ বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯৭ হাজার ৫৬৪ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬১৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন কমেছে ১০,৯৫০ কোটি টাকা বা ২.৭৫ শতাংশ।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১১২ কোটি ৮৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫.৪৯ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪৭ কোটি ৪৭ লাখ টাকার।
ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪২২ কোটি ৫৭ লাখ টাকার। আগের সপ্তাহের ৪ দিনের গড় লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৩.২১ শতাংশ কম।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫২.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩৮.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৯৪ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ২৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির শেয়ার ও ইউনিট দর। আর একটি শেয়ারের কোনো লেনদেন হয়নি।
স্টকমার্কেটবিডি.কম/জেড/এম