ঋণখেলাপি নীতিমালাটি কেন বে-আইনি নয়: হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোট ঋণের ২ শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণখেলাপি ১০ বছরের জন্য ঋণ পুনঃ তফসিলের সুযোগ পাবেন, বাংলাদেশ ব্যাংকের এমন নীতিমালা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার এ রুল দেন।

বাংলাদেশ ব্যাংকসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন মুনীরুজ্জামান।

এক রিটের ধারাবাহিকতায় এই নীতিমালার ওপর হাইকোর্ট স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আপিল বিভাগে আবেদন করেন। ৮ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ দুই মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ওই নীতিমালার সুবিধাভোগীরা নতুন করে ঋণ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত দেন দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রিট আবেদনকারী পক্ষ সম্পূরক আবেদনটি করে, যার ওপর আজ শুনানি হয়।

পরে মনজিল মোরসেদ জানান, আদালত রুল দিয়ে ৩১ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন রেখেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

এশিয়া ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৯ জুলাই

asiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া বিমাটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বাংলামোটরে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিমাটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফরচুন সুজ
  2. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ
  3. স্কয়ার ফার্মা
  4. ডরিন পাওয়ার
  5. ইউনাইটেড পাওয়ার
  6. বীকন ফার্মা
  7. ন্যাশনাল পলিমার
  8. ব্র্যাক ব্যাংক
  9. সী পাল রিসোর্ট
  10. মুন্নু সিরামিকস লিমিটেড।

শেয়ারবাজারে ৯৩ শতাংশ শেয়ারের দরই বৃদ্ধি

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৬ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৬৪ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন শেয়ারবাজারে ৯৩ শতাংশ শেয়ারের দরই বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭ পয়েন্টে। আর ডিএসই সূচক ২৫.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫টির। আর দর অপরিবর্তিত আছে ৯টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বীকন ফার্মা, ন্যাশনাল পলিমার, ব্র্যাক ব্যাংক, সী পাল রিসোর্ট ও মুন্নু সিরামিকস লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৫৪ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৪ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও সী পার্ল রিসোর্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমরা নেটওয়ার্কসের ঋণমান ‘এ+’ ও ‘এসটি-২’

aamra-networksস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের আমরা নেটওয়ার্কস লিমিটেডের ঋণমান ‘এ+’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড ।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং ।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ট্রাষ্ট ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ৩০ জুলাই

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর মহাখালীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সাউথইষ্ট ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ৩০ জুলাই

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্র্যাক ব্যাংকের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bracস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্বনিত আয় হয়েছে ১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি সম্বনিত আয় হয়েছে ২ টাকা ৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ১৭ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৩০.৬৫ টাকা, যা গত বছর ৩০ জুন ছিল ২৫.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইষ্টার্ণ ব্যাংকের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৯ জুলাই

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া ব্যাংকটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি