এনওসি বন্ধ করে জোরপূর্বক অর্থ আদায় করতে চায়: গ্রামীণফোন

grameenস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণফোনের সংবাদ সম্মেলনত্রুটিপূর্ণ অডিটের দাবিকৃত অর্থ আদায়ে বিভিন্ন ধরনের অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া স্থগিত করে অর্থ আদায়ের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কৌশলের প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপারেটরটি জানায়, বিটিআরসির এই চরম সিদ্ধান্তটি কোনোভাবেই গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে নেওয়া হয়নি। বরং এ সিদ্ধান্তে গ্রাহকদের স্বাধীনভাবে সেবাগ্রহণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে মানসম্পন্ন ফোন-কল, ইন্টারনেট ব্রাউজিং, ডিজিটাল মিডিয়া ও সামাজিক মাধ্যম ব্যবহারের অধিকারকে খর্ব করছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, ব্যবসায়িক কোন্দল নিরসনের উপায় হিসেবে কখনোই গ্রাহকদের স্বার্থ, জাতীয় অর্থনীতি কিংবা দেশের ভাবমূর্তিকে জিম্মি করা উচিত নয়। নিয়ন্ত্রক সংস্থার এহেন কর্মকাণ্ডের মাধ্যমে অন্যান্য পক্ষের ওপর যে প্রভাব পড়েছে, তা সত্যিই দুঃখজনক।

মাইকেল ফোলি আরও বলন, নীতিগত, পদ্ধতিগতভাবে এবং বস্তুনিষ্ঠতার আলোকে এই অডিটের প্রতিবাদ করার আমাদের আইনত অধিকার রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের বলপূর্বক টাকা আদায়ের কৌশল নজিরবিহীন এবং এরূপ আচরণ এই বিরোধপূর্ণ অডিটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তিনি জানান, সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন অনুমোদন স্থগিত করার ফলে বিনিয়োগ বন্ধ হচ্ছে। এই সিদ্ধান্তে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনা অনুযায়ী নেটওয়ার্কের বিস্তার কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে এবং দেশের ডিজিটালাইজেশনের অগ্রযাত্রায় তা বাধাস্বরূপ।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত অডিটের নীতিগত ও পদ্ধতিগত অসংখ্য ত্রুটিবিচ্যুতি তুলে ধরেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রাইড শেয়ারিং সেবা অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে : ওবায়দুল কাদের

obaidul-quader-sm-en20170615130453স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, ১ জুলাই থেকে ঢাকা মহানগরীতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধন দেয়া শুরু হয়েছে। এর মাধ্যমে মহানগরীতে যাত্রী সাধারণের চলাচল আরও সহজতর হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার’র ভারত ও দক্ষিণ এশিয়ার জননীতি বিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে গণপরিবহনের সংকট নিরসনে সরকারের নানামুখী উদ্যোগের একটি হচ্ছে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়ন। এ সেবায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যাত্রী স্বার্থ অগ্রাধিকার দিয়ে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করে ওবায়দুল কাদের বলেন, রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।
কাদের বলেন, সেবা প্রদানকালে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিককালে বিচ্ছিন্নভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি দলে অন্যান্যর মাধ্যে উবার’র কর্মকর্তা ইরাবতি ডেমেল ও জুলকার কাজী ইসলাম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

মাইডাস ফাইন্যান্স ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

midasস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স লিমিটেড ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৮ জুলাই থেকে প্রতিষ্ঠানটি দুই স্টক এক্সচেঞ্জে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ায় এ ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

bni-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৯ সালের ৩০ জুন শেষ হওয়া কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এসএমই ফর্মে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে ইস্যু ম্যানেজার ও ডিএসই

IMG_6414স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিএসই এসএমই প্লাটফর্মে নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে কাজ করার জন্য ডিএসই’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বোর্ড রুমে ইস্যু ম্যানেজারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে কর্পোরেট গভর্ন্যান্সের মানোন্নয়নের পাশাপাশি এসএমই প্লাটফর্মের তালিকাভুক্তির ক্ষেত্রে বিভিন্ন করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

২৩ ও ২৪ জুলাই ডিএসই’র ইস্যু ম্যানেজারদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একই সাথে ডিএসই’র এসএমই প্লাটফর্মকে কিভাবে যুগোপযোগী ও কার্যকর করা যায় সে বিষয়ে মতামত গ্রহণ করা হয়। উপস্থিত প্রতিনিধিবৃন্দ ডিএসই এসএমই প্লাটফর্মের কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তারা ডিএসই’র এসএমই প্লাটফর্মের নতুন নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ৩০ এপ্রিল ২০১৯ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় অর্থমন্ত্রী জনাব আ. হ. ম. মুস্তফা কামাল, এমপি প্রধান অতিথি হিসেবে “ডিএসই এসএমই প্লাটফর্ম” এর উদ্বোধন করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

শাহজালালে আসছে নতুন ড্রিমলাইনার ‘গাঙচিল’

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নতুন ‘গাঙচিল’ আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আগামী ৭ আগস্ট এই তৃতীয় ড্রিমলাইনারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, আজ বিকেলে দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৫টি। আগামী সেপ্টেম্বরে ড্রিমলাইনারটি বিমান বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তাহেরা খন্দকার জানান, উড়োজাহাজটি আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্রতিনিধি দল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি ও অপারেশন্স সেন্টারে গেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ম্যানেজার (জনসংযোগ) তাসমিন আক্তার আজ বাসসকে জানান, গাঙচিলে আসন সংখ্যা থাকছে ২৭১টি। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফুয়াং ফুডসের ২০১৮ সালের ঋণমাণ প্রকাশ

fuwanস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফুয়াং ফুডস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফা। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত ফুয়াং ফুডসের দীর্ঘমেয়াদি ঋণমাণ বিবিবি২’এসেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩১ মে চলতি ২০১৯ পর্যন্ত আর্থিক তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ন্যাশনাল লাইফ
  3. বাংলাদেশ শিপিং
  4. ফরচুন সুজ
  5. স্কয়ার ফার্মা
  6. বীকন ফার্মা
  7. সিঙ্গার বিডি
  8. ভিএফএস থ্রেডস
  9. ব্র্যাক ব্যাংক
  10. ডরিন পাওয়ার লিমিটেড।

ডিএসইতে ও সিএসইতে বেড়েছে লেনদেন-সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৮০ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৯৬পয়েন্ট কমে বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১২.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল লাইফ, বাংলাদেশ শিপিং, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, বীকন ফার্মা, সিঙ্গার বিডি, ভিএফএস থ্রেডস, ব্র্যাক ব্যাংক ও ডরিন পাওয়ার লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৮৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৮ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক ও ডরিন পাওয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৮২ হাজার ৪১৭ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন পর্যন্ত ৮২ হাজার ৪১৭ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। ৪ জুলাই থেকে শুরু হওয়া ২২৭টি ফ্লাইটে তারা সৌদি আরবে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২০টি ও সৌদি এয়ারলাইনস ১০৭টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে ফ্লাইট চলবে ৫ আগস্ট পর্যন্ত।

হজ অফিস সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে হজ হতে পারে ১০ আগস্ট। এ বছর ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। হজ শেষে দেশে ফিরতে ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এ বছর বড় কোনও ধরনের ঝামেলা হয়নি। আমরা আশাবাদী বাকি ফ্লাইটগুলো নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছবে।

এদিকে সৌদি আরবে ১৪ জন হজযাত্রী মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও দুই জন নারী। হজ অফিস সূত্র এ তথ্য জানিয়েছে। সর্বশেষ ২৪ জুলাই মো. জাহাঙ্গীর হোসেন নামে ৬৮ বছর বয়সী একজন (পাসপোর্ট নম্বর EA0620631) মক্কার আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তার বাড়ি নাটোরে।

স্টকমার্কেটবিডি.কম/জেড