স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের জন্য ঘোষিত এই লভ্যাংশ নিয়ে বিনিয়োগকারীরা সন্তুষ্ট বলে জানিয়েছে।
বিনিয়োগকারীদের মতে, শেয়ারবাজারে একটি মন্দা সময় যাচ্ছে। এ সময় বড় একটি কোম্পানির ভালো লভ্যাংশ ঘোষণা সূচককে একদিনের জন্যও হলেও ইতিবাচক ধারায় আনবে।
ফেসবুকে এক প্রতিক্রিয়ায় আলামিন নামে এক বিনিয়োগকারী বলেন, বিএসইসির নতুন নতুন আইনে কোম্পানি এখন লভ্যাংশ দিতে ভয় পাচ্ছে। এ সময় ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ইউনাইটেড পাওয়ারের মালিকপক্ষ নিজেদের সাহস প্রকাশ করেছেন।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৯ সালের জন্য ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেট ইপিএস) ১৬.০৮ টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬২.৮৪ টাকা।
আগামী ৫ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ সেপ্টেম্বর।
স্টকমার্কেটবিডি.কম/এম