রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংক সোনালী ও রূপালী ব্যাংকের এমডি অদল-বদল করছে সরকার। এই দফায় আরেকটি ব্যাংক অগ্রণীর এমডি আগের জনই থাকছেন।
সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) হতে যাচ্ছেন আতাউর রহমান প্রধান। তিনি এখন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।
আতাউরকে সোনালী ব্যাংকে পাঠিয়ে এই ব্যাংকটির এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে রূপালী ব্যাংকের এমডি করা হচ্ছে।
অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলামকে একই ব্যাংকের এমডির দায়িত্বেই থাকবেন।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তিন এমডির মেয়াদ তিন বছর করে বাড়িয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পঠানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাব অনুমোদন হলে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।
স্টকমার্কেটবিডি.কম/জেড