বিনিয়োগকারীদের স্বার্থেই আইপিও পদ্ধতিতে পরিবর্তন

dse-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিনিয়োগকারীদের স্বার্থে সময়ের সাথে সাথে লিস্টিং পদ্ধতির প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন৷ নব্বই দশকের শুরুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত হওয়ার পর এই কাজ শুরু হয়েছে।

ডিএসই ট্রেনিং একাডেমীর ২ দিনব্যাপী আয়োজিত (৩ থেকে ৪ সেপ্টেম্বর) “ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও): প্রসেসেস এন্ড প্রসিডিউরস ” শীর্ষক কর্মশালার সমাপনী দিনে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন এসব কথা বলেন।

ইমন বলেন, আগে আইপিওতে গুটি কয়েকজন আবেদন করতেন৷ ওইসময় কিভাবে আবেদন করা যায়, তা জানতে পারলেই চলবে বলে মনে করা হত। কিন্ত এখন আইপিও প্রক্রিয়া কি, কিভাবে আসছে, রিক্যুয়ারমেন্ট কি, কার্যক্রম কি, আইন এর কাঠামো কি, মূল্য নির্ধারণ পদ্ধতি কি, লেনদেন কিভাবে হবে, এর কার্যপ্রণালী কি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হয়। এসব সম্পর্কে জ্ঞান থাকাটা সময়োপযোগী বিষয়৷ আর বিনিয়োগকারীরা সেই জ্ঞান আহরন করতে পারছে পাঠদান কর্মসূচি বা ট্রেনিং এ অংশগ্রহণের মাধ্যমে।

তিনি আরো বলেন, ৮০’র দশকে যখন শেয়ার বেচাকেনা হতো, তখন এইসব কাঠামোগত বিষয়, আইন ও নিয়ন্ত্রক সংস্থা ছিল না ৷ তবে এখন নিয়ন্ত্রক সংস্থার পরামর্শে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন ধরণের শিক্ষামূলক কার্যক্রম প্রদান করছে। এতে অংশগ্রহনকারীর জ্ঞান-ভান্ডার সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন। আগে বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের যে সমস্ত প্রকাশনা ছিল, সেগুলো পড়ার বা বোঝার মতো জ্ঞান ছিল না৷ এখন সকলের জন্য সেই দরজা উন্মুক্ত। পেপার পরে, অনলাইন এ তথ্য পেয়ে, ওয়েবসাইট ও নিয়ন্ত্রক সংস্থা ও এক্সচেঞ্জের আইন সবই পাওয়া যায়। যা থেকে সহজেই যেকোনো প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যায়।

এখন যারা ক্যাপিটাল মার্কেট এ আসছেন, তারা সত্যিকার অর্থে জ্ঞান অর্জন, ট্রেনিং ও পড়াশোনা করে আসছেন বলে জানান ডিএসইর এই পরিচালক। তিনি বলেন, এখন শেয়ারবাজারে প্রবেশ পথে জ্ঞান অর্জন ও প্রাপ্তির সুযোগ থাকছে। আরো সৌভাগ্যের বিষয় হলো, যারা ট্রেনিং দিচ্ছেন, তারা স্টক এক্সচেঞ্জ ও কমিশনের আইন কানুন সম্পর্কে ওয়াকিবহাল।

পরিশেষে তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালিত ট্রেনিংগুলো খুবই কার্যকর হবে৷ একটি বৃহৎ গোষ্ঠির জ্ঞান অর্জন সম্ভব, যদি সবাই সবগুলো ট্রেনিং এ অংশগ্রহণ করে৷ ট্রেনিং থেকে প্ৰাপ্ত অভিজ্ঞতা জেনে, শুনে ও বুঁঝে নিজেকে বাজারের সাথে সম্পৃক্ত করা জরুরী৷

সবশেষে প্রশিক্ষনাথীদের মাঝে সনদ বিতরন করেন ইমন৷ এসময় উপস্থিত ছিলেন বিএসইসির পরচিালক মোঃ রেজাউল করিম, ডিএসই’র ট্রেনিং একাডেমীর ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/

অভিন্ন সুনীল অর্থনৈতিক বেষ্টনি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

pmস্টকমার্কেটবিডি ডেস্ক :

সমুদ্রের তলদেশের অনাবিষ্কৃত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলে অভিন্ন টেকসই সুনীল অর্থনৈতিক বেষ্টনি গড়ে তুলতে ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুনীল অর্থনীতিকে সামনে রেখে সমুদ্রে অব্যবহৃত ও এর তলদেশে অ-উন্মোচিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এ অঞ্চলে যার যার টেকসই উন্নয়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার সুযোগ রয়েছে।’

‘সমুদ্র সম্পদ ব্যবহার করে আমরা দারিদ্র্য বিমোচন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টি করতে পারি,’ যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইওআরএ ব্লু ইকোনমি বিষয়ক মন্ত্রিপর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওআরএ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, একীভূত টেকসই সুনীল অর্থনীতির সর্বোচ্চ সুফল পেতে অংশীজনদের মধ্যে সহযোগিতা ও সমন্বয়ের বিকল্প নেই।

তিনি বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান জানাই এ সম্মেলনেই যেন আমরা সম্মিলিতভাবে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট-১৪ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি।’

শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘খেয়াল রাখতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে যেন সমুদ্রের সুস্থ পরিবেশ বিঘ্নিত না হয়।’

‘তাই আমাদের সুনীল অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সুনীল চিন্তাও করতে হবে এবং সে লক্ষ্যে সমন্বিত, লাভজনক ও সর্বোপরি সমুদ্র সংরক্ষণমূলক নীতি নির্ধারণ ও সে অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করতে হবে- বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আইওআরএ মেরিটাইম সুরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগে সহায়তা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহায়তা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় ও সর্বোপরি সুনীল অর্থনীতির সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করেছে। তথাপি, নানাবিধ সীমাবদ্ধতার কারণে অন্যান্য অঞ্চলের তুলনায় আমরা কিছু ক্ষেত্রে পিছিয়ে আছি।

তিনি বলেন, আপনারা ইতোমধ্যেই আঞ্চলিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র শাসন, সম্পদ উন্মোচন ও আহরণের টেকসই পদ্ধতি, নৌপরিবহন, পারস্পরিক যোগাযোগ স্থাপনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আইওআরএ সদস্যদের মধ্যে যে কর্মতৎপরতা ও উদ্যম সৃষ্টি হয়েছে তা নিকট ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

২০১৭ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আইওআরএ লিডার্স সামিটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেখানে আমরা আইওআরএর নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সুনীল অর্থনীতির উন্নয়নে কাজ করার এবং সমুদ্রযান চলাচলের স্বাধীনতায় সম্মান দেখানোর অঙ্গীকার করেছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী ১ অক্টোবর দুই বছরের জন্য আইওআরএর সহ-সভাপতি এবং ১ অক্টোবর ২০২১ থেকে পরবর্তী দুই বছরের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। এ গুরুদায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ‘সুনীল অর্থনীতির বিকাশ ও উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে এবং সকলের কল্যাণ নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’

প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদের গুরুত্ব উপলব্ধি করেই জাতির পিতা ১৯৭৪ সালে সর্বপ্রথম ‘সমুদ্র অঞ্চলের সীমা নির্ধারণ, সমুদ্র সীমানায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা ও সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণের জন্য ‘দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট, ১৯৭৪’ প্রণয়ন করেন।

তিনি বলেন, এই আইনটি জাতিসংঘ কর্তৃক ঘোষণার আট বছর আগেই বাংলাদেশে কার্যকর হয়। যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এ সম্পর্কে ততটা ধারণাই ছিল না।

সরকার প্রধান বলেন, সমুদ্রকে কেন্দ্র করে গড়ে উঠা শিল্পগুলো যেমন- পণ্য পরিবহন, মৎস্য শিল্প, জ্বালানি ও খনিজ সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি, সমুদ্র বন্দর, পর্যটন, মেরিন জেনেটিক রিসোর্সেস, মেরিন বায়োটেকনোলজি ইত্যাদি বর্তমানে বিশ্ব অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে।

তিনি বলেন, বৈশ্বিক বাণিজ্যের ৯০ শতাংশ ও তেল পরিবহণের ৬০ শতাংশ এ সাগর-মহাসাগর দিয়েই হচ্ছে। বিগত ১৫ বছরে সমুদ্র বাণিজ্যের পরিমাণ ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম/

যমুনা ব্যাংকের ৭৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৭৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মিসেস তাসনিম মাহমুদ নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ৭৫ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা উত্তর সিটিতে ৩০৫৭. ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

budgetস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুলশানে নগরভবনে এ বাজেট ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মধ্যমে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটা মেয়রের দায়িত্বে আসার পর তার প্রথম এবং এই মেয়াদের শেষ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা। অন্যান্য আয় ৯ কোটি টাকা, সরকারি অনুদান (থোক) থেকে ১০০ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি টাকা, সরকারি অথবা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে এক হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা।

এ বছর বাজেটের পরিমাণ ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা। এ বছর মশা নিয়ন্ত্রণে ব্যয় ৩২ কোটি টাকা বেড়েছে। গত বছর এ খাতে ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা।

এ বছর মশা নিয়ন্ত্রণে বাজেট ধরা হয়েছে ৪৯ কোটি ৩০ লাখ টাকা।।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইরানে ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীন

7777777777স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের ভেতরে ২০১৬ সালে যে ২৫ বছরের বিনিয়োগ চুক্তি হয়েছিল তা হালনাগাদ করে বিনিয়োগের মাত্রা ৪০ হাজার কোটি ডলার ঠিক করা হয়েছে। শিল্প সংক্রান্ত মাসিক প্রকাশনা পেট্রোলিয়াম ইকোনোমিস্ট-এ খবর দিয়েছে।

গত মাসের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ চীন সফর করেন এবং শেষ সময় এ চুক্তি হালনাগাদ করা হয়। সে সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং স্টেট কাউন্সিলর ওয়াং ই ইরান ও চীনকে ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনার’ বলে অভিহিত করেছিলেন।
নতুন চুক্তির ফলে বিশ্বে তেল ও গ্যাসক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক তেল ও গ্যাস শিল্পে একটা বড় পরিবর্তন আসবে। চীন ও ইরানের মধ্যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো মার্কিন ডলার ব্যবহৃত হবে না। চীন যে চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তার ভেতরে ২৮ হাজার কোটি ডলার ইরানের তেল গ্যাস এবং পেট্রোকেমিক্যাল শিল্পের উন্নয়নে ব্যয় করা হবে। বাকি ১২ হাজার কোটি ডলার ইরানের পরিবহন এবং ম্যানুফ্যাকচারিং অবকাঠামো গড়ে তোলার কাজে ব্যয় করা হবে। বিনিয়োগের বেশিরভাগ অর্থ প্রথম পাঁচ বছরে ব্যয় করা হবে। এরপরে ধাপে ধাপে প্রয়োজন অনুসারে বাকি অর্থ বিনিয়োগ করা হবে।

পেট্রোলিয়াম ইকোনমিস্টকে সারাবিশ্বের জ্বালানি শিল্প প্রকাশনার ক্ষেত্রে খুবই সম্মানজনক একটি ম্যাগাজিন হিসেবে গণ্য করা হয় এবং খুবই মূল্যবান বিশ্লেষণ এতে প্রকাশিত হয়ে থেকে। সূত্র : পার্সটুডে।
স্টকমার্কেটবিডি.কম/এ

শেষদিনে লেনদেন, সূচক ও শেয়ার দরে উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও উত্থান হয়েছে। দিনশেষে বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেশ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৫ কোটি ৫১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৭টির। আর দর অপরিবর্তিত আছে ৬৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইউনাইটেড পাওয়ার, আইপিডিসি, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, খুলনা পাওয়ার, মুন্নু স্টাফলার্স, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, স্টাইল ক্রাফট ও সিলকো ফার্মা লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৬৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৭ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. ইউনাইটেড পাওয়ার
  2. আইপিডিসি
  3. ফরচুন সুজ
  4. মুন্নু সিরামিকস
  5. খুলনা পাওয়ার
  6. মুন্নু স্টাফলার্স
  7. ডরিন পাওয়ার
  8. ন্যাশনাল টিউবস
  9. স্টাইল ক্রাফট
  10. সিলকো ফার্মা লিমিটেড।

স্টেকহোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠক বিকালে

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্টেকহোল্ডারদের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে বিএসইসি ছাড়াও স্টেকহোল্ডারদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নেতারাও উপস্থিত থাকবেন।

বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের সংশোধনী ও চলমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্যাংক এশিয়ার ১ কোটি ৩৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

asia.smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ১ কোটি ৩৫ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোর্শেদ সুলতান চৌধুরী নামে এই উদ্দ্যোক্তা প্রতিষ্ঠানটির ১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ১৩৫ বিক্রয় করবেন। তার হাতে মোট ১,৪০,৭৮,১৩৫ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে ব্লক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার কন্যাকে দিবে বাবা

central-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক আবু তাহের চৌধুরী ৮ লাখ শেয়ার তার কন্যা জাহানারা আরজুর কাছে হস্থান্তর করবে। তার নিকট বিমাটির ৯,৩২,১৩৬টি শেয়ার রয়েছে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এ