রিং সাইন টেক্সটাইলের আবেদন চলবে আরো দুই দিন

Ring-shine-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনকারী বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড আইপিও আবেদন জমা আরো দুদিন নেওয়া হবে।

কোম্পানিটির আইপিও আবেদনের শেষদিন নির্ধারণ করা হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। আজ ৮ ও ৯ সেপ্টেম্বর এই আবেদন করা যাবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আবেদনের প্রেক্ষিতে কোম্পানির আইপিও আবেদন আগামী ২৫ আগস্ট থেকে শুরু হয়েছে। আর এটা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকায় রিং সাইন টেক্সটাইল লিমিটেড যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির ভারিত গড়হারে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং পুনমূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা।

উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম এডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম