পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি

obaidul-quader-sm-en20170615130453স্টকমার্কেটবিডি ডেস্ক :

পদ্মা সেতুর টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘সেতুর নির্মাণপ্রক্রিয়া এগিয়ে চলেছে। কিন্তু টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগেই কীভাবে আগাম কথা বলব? পদ্মা সেতুর টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

মহাসড়কে টোল আরোপের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘যাত্রীবাহীসহ সব গাড়িকেই টোল দিতে হবে। পৃথিবীর সব দেশেই রাস্তা ব্যবহারে টোল দিতে হয়। কোন মহাসড়কে কত এবং কোন গাড়ির জন্য কত টাকা টোল ধার্য হবে, সে বিষয়টি একটি নিয়মের মধ্যে আনা হচ্ছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কাজ করছে।’

ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো চার, ছয় ও আট লেনের বা নতুন করে নির্মাণ করা মহাসড়ক, আপাতত সেগুলোতেই টোল আরোপের চিন্তাভাবনা করা হচ্ছে। বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

সরকারের কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা

181049sadharan-bima-corporationস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি কোষাগারে ২০১৮ সালের লভ্যাংশের ৫০ কোটি টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাতে লভ্যাংশের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।

চেক গ্রহণ করে অর্থমন্ত্রী বলেন, আশা করি আগামীতে সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকার লভ্যাংশ প্রদান করবে।

এর জবাবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে সাধারণ বীমা করপোরেশন ৪০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বীমা ও পুনঃবীমা খাতে ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ড্রিমলাইনার ‘রাজহংস’ আসছে ১৪ সেপ্টেম্বর

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’ আগামীকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নয়, বহরে যুক্ত হচ্ছে শনিবার (১৪ সেপ্টেম্বর)।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

নিশ্চিত করে বলেছেন, শনিবার বিকেলে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ড্রিমলাইনারটি অবতরণ করবে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর তাহেরা খন্দকার জানিয়েছিলেন, ১২ সেপ্টেম্বর আসছে নতুন ড্রিমলাইনার ‘রাজহংস’। সময় পেছানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বোয়িং কর্তৃপক্ষ ড্রিমলাইনারটির উইংয়ের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। এ কারণে উড়োজাহাজটির জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ‘

জানা গেছে, ‘রাজহংস’ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

টেকনাফ-উখিয়ায় অনির্দিষ্টকালের জন্য থ্রিজি ও ফোরজি বন্ধ

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনায় থ্রিজি ও ফোরজি সেবা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করেছে মোবাইল ফোন অপারেটরগুলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ থাকবে।

গত সোমবার মোবাইল ফোন অপারেটরগুলোকে এ নির্দেশনা দেয় বিটিআরসি। নির্দেশনা পেয়ে গতকাল মঙ্গলবার থেকে মোবাইল ফোন অপারেটরগুলো এই সেবা বন্ধ রেখেছে।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন, সোমবার এ নির্দেশনা দেওয়ার পর অপারেটররা মঙ্গলবার থেকে তা কার্যকর করছে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর টেকনাফ ও উখিয়ায় প্রতিদিন বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তার আগের দিন বিটিআরসির আরেক নির্দেশনায় রোহিঙ্গারা যাতে মোবাইল ফোনের সুবিধা না পায়, তা সাত দিনের মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছিল সব মোবাইল অপারেটরকে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কমিউনিটি ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু

Comunutyস্টকমার্কেটবিডি ডেস্ক :

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ব্যাংকটির উদ্বোধন করেন।

বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন এই ব্যাংকটির লক্ষ্য বিভিন্ন কমিউনিটির সদস্যদের কাছে পৌঁছানো এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করা। ২০১৮ সালের ১ নভেম্বর লাইসেন্স পাওয়ার পর এই ব্যাংকটি ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করলো। ছয়টি শাখা দিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। দুটি ঢাকার গুলশান ও মতিঝিল এলাকায়, একটি চট্টগ্রামের আগ্রাবাদ, একটি গাজীপুরের শ্রীপুর মাওনা, একটি নারায়ণগঞ্জের পঞ্চবটি এবং হবিগঞ্জের নোয়াপাড়ায়।

গণভবনে ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. মুস্তফা কামাল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন এবং পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বাংলাদেশ কমিউানটি ব্যাংকের বিষয়ে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপনা করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুইয়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিদায়ী কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উপস্থিত পুলিশ সদস্য এবং কমিউনিটি ব্যাংকের গুলশান শাখার সঙ্গে মতবিনিময় করেন। সূত্র: বাসস।

স্টকমার্কেটবিডি.কম/

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি ১১.৫৩ শতাংশ বেড়েছে

garmentsস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইতিবাচক ধারাতেই আছে। চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশটিতে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৫৩ শতাংশ। এই সময়ে রপ্তানি হয়েছে ৩৫৬ কোটি ৭৯ লাখ ডলারের তৈরি পোশাক।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের কারণে এক বছর ধরে মার্কিন ক্রেতাদের ক্রয়াদেশ বেশি আসছে বাংলাদেশে। গত বছর ৫৪০ কোটি ডলারের পোশাক রপ্তানির বিপরীতে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬৫ শতাংশ। চলতি বছরের ৭ মাস শেষে সেটি বেড়ে সাড়ে ১১ শতাংশে দাঁড়িয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে শীর্ষ পাঁচ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের। শীর্ষে আছে ভিয়েতনাম, তাদের প্রবৃদ্ধি ১৩ শতাংশের মতো।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) দেওয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪ হাজার ৮৮৭ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৬ শতাংশ বেশি।

বাণিজ্যযুদ্ধ চললেও চলতি বছরের প্রথম ৭ মাসে চীনের পোশাক রপ্তানি ২ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। দেশটি রপ্তানি করেছে ১ হাজার ৪৪৬ কোটি ডলারের পোশাক। তাদের বাজার হিস্যা ৩২ দশমিক ২৬ শতাংশ। চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৮০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। তাদের বাজার হিস্যা বর্তমানে ১৫ দশমিক ২৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রে তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। তারপর চতুর্থ সর্বোচ্চ রপ্তানি করেছে ভারত, ২৬২ কোটি ডলারের পোশাক। ভারতের পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া ইন্দোনেশিয়া ২৫৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। তাদের প্রবৃদ্ধি দশমিক ৩৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

আর্গন ডেনিমসের বাৎসরিক বোর্ড সভা ১৮ সেপ্টেম্বর

Argon-denims-1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় রাজধানীর খিলক্ষেতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ইভিন্স টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা ১৮ সেপ্টেম্বর

Evince-Textile-220x140স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের বোর্ড সভা আগামী ১৮ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর খিলক্ষেতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নো ডেভিডেন্ট প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

  1. ন্যাশনাল টিউবস
  2. জেএমআই সিরিঞ্জ
  3. বীকন ফার্মা
  4. মুন্নু সিরামিকস
  5. স্টাইল ক্রাফট
  6. মুন্নু স্টাফলার্স
  7. ভিএফএস থ্রেডস
  8. ওয়াটা কেমিক্যালস
  9. আইপিডিসি
  10. স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকের পতন হয়েছে। দিনশেষে বেশির ভাগ শেয়ারের দরই কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০২ কোটি ৪২ লাখ টাকা। গত সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪০৭ কোটি ৩ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। আর ডিএসই সূচক ১৪.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮৮টির। আর দর অপরিবর্তিত আছে ২৮টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ন্যাশনাল টিউবস, জেএমআই সিরিঞ্জ, বীকন ফার্মা, মুন্নু সিরামিকস, স্টাইল ক্রাফট, মুন্নু স্টাফলার্স, ভিএফএস থ্রেডস, ওয়াটা কেমিক্যালস, আইপিডিসি ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৯২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৪৫ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড