মিসর থেকে আসছে বড় চালান, দাম কমবে পিয়াজের

piazস্টকমার্কেটবিডি ডেস্ক :

মাসখানেক সময় ধরে অস্থিতিশীল হয়ে আছে দেশের পিয়াজের বাজার। কখন কত দামে বিক্রি হচ্ছে তা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সকালের দাম পাল্টে যাচ্ছে বিকেলেই। আর দাম পরিবর্তনের ঝোঁকটা বরাবরই ঊর্ধ্বমুখী।

এক বাজারের সঙ্গে অন্য বাজার, এমনকি পাশাপাশি দোকানেও পিয়াজের দামে হেরফের চলছে। যে যেভাবে পারছে ক্রেতার পকেট কেটে নিচ্ছে। আর দামে এই সমন্বয়হীনতা খোদ ব্যবসায়ীরাও স্বীকার করছেন।

অথচ বাজারে স্থিতিশীলতা আনতে প্রশাসনিক উদ্যোগও চোখে পড়ার মতো নয়।

তবে আশার কথা হলো, মিসর থেকে আসছে পিয়াজের বড় চালান। ছয়-সাত দিনের মধ্যেই সেই চালান দেশে এলে কমবে পিয়াজের দাম।

ভোক্তা-ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পিয়াজের দাম নিয়ে নৈরাজ্য চললেও সরকার বাজারে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করতে পারছে না। নিয়মিত কঠোর অভিযান চললে পিয়াজের বাজার এতটা লাগামহীন হতো না।

স্টকমার্কেটবিডি.কম/

‘পেঁয়াজের বাড়তি দামের বোঝা কিছু দিন বইতে হবে’

tipuস্টকমার্কেটবিডি ডেস্ক :

পেঁয়াজের বাড়তি দামের বোঝা ভোক্তাদের আরও কিছু দিন বইতে হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, পেঁয়াজের বাজার শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে লেদারটেক বাংলাদেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের বেশি দাম নিচ্ছেন।

তবে সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবারের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমদানি নির্ভর না থেকে আত্মনির্ভরশীল হতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্রোকার হাউজ বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ করা হবে

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকের টাকা আত্মসাৎ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেডের নিবন্ধন সনদ বাজেয়াপ্ত করা হবে। যা পরবর্তীতে বিক্রি করে গ্রাহকদের পরিশোধ করা হবে। এলক্ষ্যে শীঘ্রই করণীয় ব্যবস্থা নিতে ডিএসইকে নির্দেশ প্রদান করবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আত্মসাতের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুযায়ি মামলা দায়ের করার জন্য ডিএসইকে নির্দেশ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসইসির ৭০৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কমিশনের নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের নতুন স্থাপিত কাস্টমার কমপ্লেইন্ট অ্যাড্রেস মডিউলে শাহ সগিরের বিরুদ্ধে ৪৮টি অভিযোগ করা হয়েছে। এর বেশিরভাগই আইপিও’র জন্য জমা দেওয়া টাকা ফেরত না পাওয়া। যা উদ্ধারে কমিশন ডিএসই ও ডিবিএ-কে গত ১৭ অক্টোবর চিঠি প্রদান করে। এক্ষেত্রে গ্রাহকের সম্পদ রক্ষায় কার্যকরি ভূমিকা রাখার আহ্বান করা হয়। তবে এখন পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি। তবে কমিশনের নির্দেশ ডিএসই একটি পরিদর্শন পরিচালনা করে। এতে গ্রাহকদের বিপুল অংকের টাকা আত্মসাতের চিত্র বেরিয়ে আসে।

উপরিক্ত অনিয়মের কারনে বিএসইসি শাহ মোহাম্মদ সগীরের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৩(১এ) অনুযায়ি, গ্রাহকের পাওনা পরিশোধের ব্যবস্থা নিতে ডিএসইকে নির্দেশ প্রদান করা হবে। এই আইনে ব্রোকারেজ প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বাজেয়াপ্ত করে, তা বিক্রির মাধ্যমে গ্রাহকদের পাওনা পরিশোধে করার ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়েছে। এছাড়া আত্মসাতের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুযায়ি মামলা দায়ের করার জন্য ডিএসইকে নির্দেশ দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ফাইন্যান্সের ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

united-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ১০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৩তম কমিশন সভায় এই বন্ড অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, এই বন্ডের মেয়াদ হবে ৪ বছর। এর বৈশিষ্ট হচ্ছে- জিরো কুপন বন্ড। বন্ডটি ৪ বছরে পূর্ণ অবসায়ন হবে যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যাক্তিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে সম্ভব্য অবকাঠামো ও এসএমই প্রকল্পে বিনিয়োগের জন্য অর্থায়ন করবে।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করছে এমটিবিএল ক্যাপিটাল লিমিটেড এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড কাজ করছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ন্যাশনাল টিউবস
  2. সোনারবাংলা ইন্স্যুরেন্স
  3. নর্দার্ণ জুট মেনুফেকচারিং
  4. ব্র্যাক ব্যাংক
  5. বৃটিশ আমেরিকান ট্যোবাকো
  6. ভিএফএস থ্রেড ডাইং
  7. স্টাইল ক্রাফট
  8. ওয়াটা কেমিক্যাল
  9. স্ট্যান্ডার্ড সিরামিক
  10. প্রিমিয়ার ব্যাংক।

শেষদিনে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) মূল্য সূচকের মিশ্রাবস্থা ছিল । তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪৩ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৫৮ কোটি ১৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৪৭ কোটি ২৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবস,  সোনারবাংলা ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট মেনুফেকচারিং, ব্র্যাক ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, ভিএফএস থ্রেড ডাইং, স্টাইলক্রাফট, ওয়াটা কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক এবং প্রিমিয়ার ব্যাংক।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/

রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার কিনবে কুমুদিনী হ্যান্ডিক্রাফট

Reliance-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্স্যুরেন্স  লিমিটেডের এক করপোরেট উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।  বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কুমুদিনী হ্যান্ডিক্রাফট  নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ২,৭৬,৩৯৯ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ব্যাংকের শেয়ার কিনবে নামরিন এন্টারপ্রাইজ

prime-bank-limited1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের এক করপোরেট উদ্যোক্তা ৪ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।  বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, নামরিন এন্টারপ্রাইজ  নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৪ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

পাওয়ার গ্রিডের বাৎসরিক বোর্ড সভা আহবান

powerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি পাওয়ার গ্রিড লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৬ নভেম্বর   বেলা ৬টায় রাজধানীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

রতনপুর স্টিলসের লভ্যাংশ ঘোষণা

RSRMস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি রতনপুর স্টিলস  মিলস   লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৫৮ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৯.৪৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৯ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ