গ্রামীণফোন থেকে বিটিআরসির পাওনা আদায়ে উপর নিষেধাজ্ঞা

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবি করা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে এই সময়ের মধ্যে ওই পাওনা আদায় করা যাবে না।

আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।

গত ২ এপ্রিল ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনা দাবি করে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে মামলা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। গত ২৮ আগস্ট নিম্ন আদালত এই আবেদন না-মঞ্জুর করেন। পরে এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন।
এই আপিল শুনানির জন্য গ্রহণ করে দুই মাসের জন্য গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ে নিষেধাজ্ঞা দিলেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৫ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. ন্যাশনাল টিউবস
  2. মুন্নু স্টাফর্লাস
  3. স্কয়ার ফার্মা
  4. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  5. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  6. গ্রামীণফোন লিমিটেড
  7. বিকন ফার্মা
  8. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  9. ওয়াটা কেমিক্যাল
  10. মুন্নু সিরামিকস।

পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হলে বিপর্যয় নামবে অর্থনীতিতে: স্থানীয় সরকার মন্ত্রী

tajul-islam-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, দেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয় ৮০ শতাংশের বেশি। এ রপ্তানি কখনো বাধাগ্রস্ত হলে আমাদের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সেমস গ্লোবাল আয়োজিত তিন দিনব্যাপী ২৬তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৪টিরও বেশি দেশের ২৬৭টি কোম্পানির ৩শ’র বেশি স্টল অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে প্রবেশ করা যাবে প্রদর্শনীতে।

এসময় তিনি আরও বলেন, এখন থেকেই আমাদের রপ্তানির বিকল্প বাজার তৈরির চিন্তা করতে হবে। বাংলাদেশ থেকে আরও অনেক ধরনের পণ্য রপ্তানি হলেও সেগুলো বেশি এগোতে পারছে না।

তাজুল ইসলাম বলেন, শুধু কৃষি খাতই নয়, শিল্পায়নও হবে। এসব শিল্প কারখানায় কর্মসংস্থানের জন্য গ্যাস ও বিদ্যুতের প্রয়োজন হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কপারটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আহবান

copertecস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ অক্টোবর বেলা ৪টায় রাজধানীর মহাখালীতে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেফার্ড ইন্ডাস্ট্রির বোর্ড সভা আহবান

shepardস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রি  লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৪ অক্টোবর বেলা ৪টায় রাজধানীর উত্তরায়  নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনশেষে কমেছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩১৩ কোটি লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১১ কোটি ৪৩ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩২৪ কোটি ৫৭ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : ন্যাশনাল টিউবস, মুন্নু স্টাফর্লাস, স্কয়ার ফার্মা,
সোনার বাংলা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীণফোন, বিকন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল এবং মুন্নু সিরামিক।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫১১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

স্টকমার্কেটবিডি.কম/বি

চীনের ইরান থেকে তেল কেনা অব্যাহত : চিন্তায় আমেরিকা

oilস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে চীন। এ ঘটনায় আমেরিকা মারাত্মকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউজ বারবার চীনকে ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য সর্তক করছে।

গতমাসে আমেরিকা চীনের পাঁচজন ব্যবসায়ী এবং ছয়টি প্রতিষ্ঠানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে।

এরমধ্যে চীনের কস্কো শিপিং কর্পোরেশনের দুটি শাখা রয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের অভিযোগ- তারা আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন পরিচালনা করছে।
ইরানের উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে চীন সবসময় নাকচ করে আসছে।

বেইজিং বলছে, এর মাধ্যমে আমেরিকা বলদর্পিতা চাপিয়ে দিয়েছে অথচ ইরানের সঙ্গে বাণিজ্য করার অধিকার তাদের বৈধ এবং আইন সম্মত।

চীনের ওপর চাপ প্রয়োগে সফল না হতে পেরে এখন আমেরিকা বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ করছে যে, তারা জাহাজের ট্রান্সপোন্ডার বন্ধ করে রাখছে যাতে চীনা জাহাজগুলোর অবস্থান নির্ণয় করা না যায়। সূত্র : পার্সটুডে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ: ওবায়দুল কাদের

obaidul-quader-sm-en20170615130453স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সালের জুনের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৮৪ শতাংশ। সেতুর আর্থিক অগ্রগতি ৭৫ দশমিক ৮৪ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৪ শতাংশ।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১ এর ভিজিটরস সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘২০২১ সালের জুনের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই। তবে পদ্মা নদী খুবই আনপ্রেডিক্টেবল। একইসঙ্গে নদীতে তীব্র স্রোত থাকে এবং প্রচুর পলি বহন করে। এতে করে পিয়ারে স্প্যান বসানো সম্ভব হয় না। সিডিউল অনুযায়ী কাজ শেষ করা কঠিন হয়ে পড়ে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মূল সেতুর সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২টি পিয়ারের মধ্যে ৩২টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

কহিনূর কেমিক্যালসের বোর্ড সভা ২৪ অক্টোবর

kohinurস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ  শিল্প খাতের কোম্পানি কহিনূর কেমিক্যালস  লিমিটেডের বোর্ড সভা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৪ অক্টোবর বেলা ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে  নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বিচ হ্যাচারির রেজিস্টার্ড অফিস পরিবর্তন

BEATCH-SMBDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার  ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর বাংলামোটর হতে মহাখালি ডিওএইচএস এলাকায়  স্থানান্তর করা হয়েছে।

২০ অক্টোবর হতে  সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ