২০৫০ সালের মধ্যে তলিয়ে যেতে পারে মুম্বাই

184554_bangladesh_pratidin_mumbai-travelস্টকমার্কেটবিডি ডেস্ক :

দ্রুত গতিতে বেড়ে চলেছে সমুদ্রের পানির স্তর। আর এর জেরে ২০৫০ সালের মধ্যে একাধিক শহরে পড়তে চলেছে ভয়ঙ্কর প্রভাব। মুম্বাই শহরও এ তালিকায় রয়েছে। সম্প্রতি এই বিষয়ে এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

নিউ জার্সির সায়েন্স অর্গানাইজেশন ক্লাইমেট সেন্টার গবেষণাটি চালিয়েছে।

গবেষণা অনুযায়ী, পানির স্তর বাড়ার কারণে প্রায় ১৫ কোটি মানুষের উপর প্রভাব পড়তে চলেছে। এমন পরিস্থিতি আসতে চলেছে যে তাদের কাছে থাকার ঘর পর্যন্ত থাকবে না।

এমন বেশ কয়েকটি শহর রয়েছে যা পুরোপুরি পানির নিচে ডুবে যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যমে এই বিষয়ে তথ্য পাওয়া গেছে। যা সঠিক বলে মনে করছেন তারা। এখনও পর্যন্ত যত গবেষণা হয়েছে সেগুলোর মধ্যে এ গবেষণাটি সঠিক বলেও দাবি করছেন তারা।

নতুন গবেষণায় ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ভেসে যাবে বলে মনে করা হচ্ছে।

পানিরস্তর বাড়ার জেরে একাধিক এলাকা পানিতে তলিয়ে যাবে।

আন্তর্জাতিক স্তরে কর্মরত এক মাইগ্রেশন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন ভারতের এখন থেকে মানুষকে রিলোকেট করা শুরু করে দেয়া উচিত।

এশিয়ার সবচেয়ে বড় গ্রোথ ইঞ্জিন সাংঘাইও পুরোপুরি পানির তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি আশপাশের শহরও ডুবে যাওয়া সম্ভাবনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সারাদেশে ইলিশ ধরা শুরু বৃহস্পতিবার থেকে

66666666666স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের নদ-নদী থেকে ইলিশ ধরার ওপর গত ৯ অক্টোবর শুরু হওয়া সরকারের নিষেধাজ্ঞার সময় শেষ হলো বুধবার (৩০ অক্টোবর)।

এর ফলে আগামীকাল, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে আবারও শুরু হবে নদীতে ইলিশ ধরা। বাজারে উঠবে রুপালি ইলিশ। নদীতে থাকবে না কোনও অভিযান।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদী থেকে ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/

জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় কাতার

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় কাতার। কাতারের সঙ্গে এলএনজি সরবরাহের সমঝোতা স্মারকের আরও কিছু বিষয় সংযুক্ত করতে চায় তারা।

এর মধ্যে পায়রা ও মাতারবাড়িতে এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং টার্মিনাল করার বিষয়টিও রাখার অনুরোধ করেছে। এর বিপরীতে বাংলাদেশে সরবরাহ করা এলএনজির দর কমানোর বিষয়টি বিবেচনার অনুরোধ জানায় বাংলাদেশ। বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে কাতার।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ সারিদা আল কাবির বাংলাদেশের প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন ৮ সদেস্যের প্রতিনিধি ছিল। বাংলাদেশের প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমিন, পরিচালক (প্ল্যানিং) আইয়ুব খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে নসরুল হামিদ বলেন, ‘দু’দেশের জ্বালানি খাতের বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বাংলাদেশে এটাক প্রথম সফর। তারা আমাদের দেশে যে গ্যাস সরবরাহ করবে তা আরও নিরবচ্ছিন্নভাবে সরবরাহে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিএফআইইউতে ৪ শতাধিক ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলমান ‘শুদ্ধি অভিযান’ শুরুর পর জব্দ করা চার শতাধিক ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিবরণী ও প্রকৃত আর্থিক লেনদেনের তথ্য জরুরি ভিত্তিতে দুদকে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্র চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সংস্থার বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক সাইদ মাহবুব খান স্বাক্ষরিত চিঠি আজ বুধবার বিএফআইইউর মহাব্যবস্থাপক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দুদকে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসংক্রান্ত অনুসন্ধান ও মামলা চলমান আছে।

বিভিন্ন সূত্র দুদক জেনেছে, অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত চার শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দুদকের অনুসন্ধান ও তদন্তের স্বার্থে জব্দ হওয়া হিসাবগুলোর বিবরণী ও লেনদেনসংক্রান্ত তথ্য পর্যালোচনা জরুরি।

তাই দুদকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ওই সব তথ্য জরুরিভাবে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

prime-textiles-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস   লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায়  ৩০ জুন ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৪৮.৪৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন ২৮ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

নর্দার্ণ জুটের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭.১৬ টাকা । গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.০৩ টাকা । এ হিসাবে চলতি বছরের ১ম প্রান্তিকে কোম্পানির মুনাফা অনেকটা বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৭.৮৯ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ৮০.৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

এসকে ট্রিমসের শেয়ার অফিস পরিবর্তন

SK-Trims-স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির হেড অফিস ও শেয়ার অফিস রাজধানীর উত্তরায় স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটির অফিস উত্তরা ১০ নম্বর সেক্টরে নেওয়া হয়েছে।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

  1. স্টাইল ক্রাফট
  2. ন্যাশনাল টিউবস
  3. স্ট্যান্ডার্ড সিরামিকস
  4. মুন্নু জুট স্টাফলার্স
  5. সোনারবাংলা ইন্স্যুরেন্স
  6. মুন্নু সিরামিকস
  7. জেএমআই সিরিঞ্জ
  8. ওয়াটা কেমিক্যালস
  9. নর্দার্ণ জুট ম্যানুফেকচারিং
  10. প্রিমিয়ার ব্যাংক।