বাংলাদেশিদের জন্য সহজ হলো যুক্তরাজ্যের ভিসা আবেদন

093844Houses_of_Parliament_UK_umbrellaস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও উন্নত করার লক্ষ্যে কার্ড এবং অনলাইন পেমেন্ট/ট্রানজেকশন সুবিধা সংযোজন করার ঘোষণা দিয়েছে ইউকে ভিসা ও ইমিগ্রেশন (ইউকেভিআই)।

ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য হাইকমিশন থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, যুক্তরাজ্যের ভিসা আবেদনের জন্য শুধু নগদ অর্থ বা ক্যাশ জমা দেওয়ার সুযোগ ছিল। তবে ১৭ ডিসেম্বর থেকে চালু হওয়া কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধা ইউকে ভিসা আবেদনের আগের প্রক্রিয়াকে আরও উন্নত করেছে এবং পেমেন্ট করার জন্য গ্রাহকদের বিকল্প সুযোগ দিচ্ছে।

গত বছর ২৫ হাজার বাংলাদেশি প্রায় সব ক্যাটাগরিতে ইউকে ভিসা পেয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশিদের ইউকে ভিসা পাওয়া বেড়েছে শতকরা ২৬ ভাগ। এছাড়াও প্রায় শতকরা ৮৫ ভাগ বাংলাদেশি আবেদনকারী ১৫ কর্মদিবস বা তার চেয়ে কম সময়ে ইউকে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পেরেছে।

যুক্তরাজ্যে ভ্রমণের ও শিক্ষার উদ্দেশ্যে ক্রমবর্ধমান বাংলাদেশি ইউকে ভিসা আবেদনকারীদের আরও আত্মবিশ্বাস ও উৎসাহ জোগাতেই ভিসা আবেদনে কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধা সংযোজন করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ইউকে ভিসা প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যুক্তরাজ্য সরকার অবগত। এ কারণেই আমরা ইউকে ভিসা প্রক্রিয়াকে যতটা সম্ভব দক্ষ ও উন্নত করে তুলছি।

‘এই ঘোষণাটি সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের ভিসা সার্ভিসে আধুনিক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সংযোজন অর্থ আদান-প্রদানকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে গ্রাহকদের স্বস্তি দিবে। ’

এই নতুন সুবিধাটি পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য চালু করছে ইউকেভিআই’র বাণিজ্যিক পার্টনার ভিএফএস।

এই সময়ে ভিসা আবেদনকারীরা চাইলে নগদ অর্থ বা ক্যাশ টাকার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধার সংযোজন সম্পর্কে পরিকল্পনার বিস্তার ঘটাতে যুক্তরাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বাংলাদেশিদের মতামত জানতে আগ্রহী।

স্টকমার্কেটবিডি.কম/আর

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বন্ধ হচ্ছে

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন স্বাক্ষরিত প্রথম ধাপের বাণিজ্য চুক্তিকে টার্নিং পয়েন্ট উল্লেখ করে এর ফলে দু’দেশের বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার করা ওই চুক্তির প্রথমভাগে বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে কৃষি পণ্য আমদানি শুরু করবে চীন। এর মধ্যে আরও থাকবে সেবা খাতের নানা পণ্যসহ উন্নত মানের অন্যান্য পণ্য।

এর ধারাবাহিকতায় চীন থেকেও আমদানি বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার চীনের কাস্টমস বিভাগ জানায় এরইমধ্যে তারা মার্কিনপণ্যে পূর্বনির্ধারিত অতিরিক্ত শুল্কায়ন থেকে সরে এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

মুন সিনেমা হল মালিককে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবশেষে পুরান ঢাকার মুন সিনেমা হলের মালিক ইটালিয়ান মার্বেলস ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের হাতে প্রায় ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচাপতির এজলাসে দেখা যায় তাকে।

মাকসুদুল আলমকে দ্রুত জমির রেজিস্ট্রেশন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের নামে সম্পন্ন করে দিতে বলেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

মাকসুদুল আলম বলেন, আমি সন্তুষ্ট। ১৯৭২ সাল থেকে আমি অপেক্ষায় ছিলাম। আজ তার অবসান হলো।

আদালত এ বিষয়টি নিষ্পত্তি করে আদেশ দেওয়ার জন্য আগামী ৫ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা করেছেন। এদিন মাকসুদুল আলমের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি এবং সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, জানা যায়, পুরান ঢাকার ওয়াইজঘাটে একসময়ে মুন সিনেমা হলের মালিক ছিল ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড নামে একটি কোম্পানি। মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

রানার অটোমোবাইলসের ১৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

fa489deea0d190028dd49b6b975f8ee9-5df8bb725271eস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১৫ শতাংশ লভ্যাংশ ডিভিডেন্ড অনুমোদন দিলো শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। এর মধ্যে আছে ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে ১৯তম বার্ষিক সাধারণ সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন রানার অটোমোবাইলসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

এ বছরের ৩০ জুন সমাপ্ত হিসাববর্ষের জন্য পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ ডিভিডেন্ড সুপারিশ করে। সেটি অনুমোদন দেওয়া হলো বার্ষিক সভায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল হক চৌধুরী, সিএফও নজরুল ইসলাম, কোম্পানি সচিব মিজানুর রহমানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে অবস্থানরত বিদেশি ব্যবসায়ীদের তথ্য চেয়েছেন হাইকোর্ট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বৈধ ও অবৈধভাবে ক’জন বিদেশি বাংলাদেশে কাজ (চাকরি ও ব্যবসা) করছেন তার তথ্য চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব বিদেশি কি পরিমাণ অর্থ নিচ্ছেন এবং বাংলাদেশ কি পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে তারও হিসাব চাওয়া হয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এনজিও ব্যুরো এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) ৬০ দিনের মধ্যে এই তথ্য হাইকোর্টে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনজুর নাহিদের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রুলে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও তাদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওয়ার্ক পারমিট ছাড়া থাকা বিদেশি কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। বেপজা, এনজিও ব্যুরো এবং বিডাসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে জামিন বাতিল

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ আত্মসাতের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে আপিল আদালতে তাদের জামিন হলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

একইসঙ্গে তাদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিদের জামিনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। অন্যদিকে, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

স্টকমার্কেটবিডি.কম/আর

২০২০ সালের মধ্যে ফাইভ-জি চালু হবে : মোস্তাফা জব্বার

mostafaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২০ সালের মধ্যে ফাইভ-জি চালু করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে প্রধান অতিথির বক্তব্যে এই আশা প্রকাশ করেন মন্ত্রী।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল শব্দটি বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি। তিনি বলেন, ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করার চিন্তা করছি আমরা। এই নিয়ে কাজ এগিয়ে চলেছে। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। দেশ এগিয়ে চলেছে, দেশে উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আইইবি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। সভ্যতা বিকাশের ক্ষেত্রে প্রকৌশলীরা তাদের ভূমিকা রেখেছে। চতুর্থ শিল্পবিপ্লবের সময় তাদের ভূমিকা আরও বেড়ে যাবে। এজন্য তাদের সেইরকমভাবে গড়ে তুলতে হবে বলেও তিনি জানান।

আইইবি সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আইইবি’র কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

 

 

একনেকে ৩২২৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় তিন হাজার ২২৬ কোটি ৭৫ লাখ টকা ব্যয় সম্বলতি ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শেরে বাংলা নগর পরিকল্পনা কমিশনে এনইসি’র মিলনায়তনে প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

একনেকের অনুমোদিত প্রকল্পগুলো হলো-
১. প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-৩ (নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চরিশ্বর ইউনিয়নের ভাষানচরে) বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকের আবাসন এবং ডিপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প।
২. খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যশষ্যের পুষ্টিমান নিশ্চিত করার লক্ষে প্রিমিক্স কার্নেল মেশিন ও ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প।
৪. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প।
৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প দিঘলিয়া, আড়ুয়া, গাজিরহাট ও তেরখাতা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ প্রকল্প।
৬. সিরাজগঞ্জ-গাজীপুর, ধুনট-শেরপুর এবং সিরাজগঞ্জ-ধুনট মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উত্তীর্ণকরণ প্রকল্প।
৭. রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প।
৮. রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প।
৯. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এমপি হোস্টেলের আনুষঙ্গিক স্থাপনার নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্প।

একনেক সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পমন্ত্রী এম এ মান্নান, সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, এসএমই সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃয়ায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী মো. শাহাবুদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশে দারিদ্র্যের হার কমেছে ২০.৫ শতাংশ : এম এ মান্নান

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে দারিদ্র্যের হার কমেছে বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশে দারিদ্রের হার ২০.৫ শতাংশে নেমে এসেছে, সংখ্যায় যা ৩ কোটি ২৮ লাখ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ অর্থবছরের আলোকে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আগের অর্থ বছরে দারিদ্র্যের হার ছিল ২১.৮ শতাংশ। তিনি বলেন, হতদারিদ্র্যের হারও কমেছে। চলতি অর্থবছরে এই হার ১০.৫ শতাংশ যা আগের অর্থবছরে ছিল ১১.৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. রিন সাইন টেক্সটাইল
  2. বিকন ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. স্ট্যান্ডার্ড সিরামিকস
  5. ব্র্যাক ব্যাংক
  6. খুলনা পাওয়ার কোম্পানি
  7. জেনেক্স ইনফোসিস
  8. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  9. ন্যাশনাল টিউবস
  10. গ্রামীন ফোন লিমিটেড।