ডিএসইতে ২৮১ ও সিএসইতে ১৪ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৮১ কোটি ৫৬ লাখ টাকা। গত রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩০৫ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ২০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৯৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭৮টির। আর দর অপরিবর্তিত আছে ৪০ টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – রিন সাইন টেক্সটাইল, বিকন ফার্মা, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, ব্র্যাক ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস ও গ্রামীন ফোন লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৩১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৮ লাখ টাকা। গত রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে জেনেক্স ইনফোসিস ও সামিট পাওয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

সিনো বাংলার ঋণমান ‘এ’ ও ‘এসটি-৩’

sinoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এ’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (ইসিআরএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একই বছরে কোম্পানিটির দীর্ঘমেয়াদি মান নির্ধারণ হয়েছে ‘এসটি-৩’।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

২০০ টাকার নোট আসছে বাজারে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে আসছে ২০০ টাকার নতুন নোট। নতুন বছরের মার্চে এই নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

রোববার তিনি গণমাধ্যমকে বলেন, বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতই ২০০ টাকার নোট ছাড়া হবে।

প্রথম বছরে স্মারক ও প্রচলিত- দুই ধরনের ২০০ টাকার নোট থাকবে বাজারে। দ্বিতীয় বছর থেকে বাজারে স্মারক নোট ছাড়া হবে না, নিয়মিত নোট থাকবে।

প্রাথমিকভাবে ২০০ টাকার নোটের উপর ‘মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা থাকবে। তবে ২০২১ সালের পর যে নোটগুলো ছাড়া হবে তাতে আর তা আর লেখা থাকবে না।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০-২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/

রেনেটা গাজীপুর ও টাঙ্গাইলে জমি কিনবে

reneta-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেড জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গাজীপুর ও টাঙ্গাইলে জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় ১৭৩ ডেসিমল ও টাঙ্গাইল সদরে ১৩৬ ডেসিমল জমি কিনবে। এসব জমির দাম পড়বে যথ্রক্রমে ৮.৩৭ কোটি টাকা ও ৪ কোটি ৭৬ লাখ টাকা।

কোম্পানিটির কারখানা এই জমিতে সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বিডি অটোকারসের লভ্যাংশ পরিবর্তন

bdautoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বিডি অটোকারস লিমিটেডের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি গত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ঘোষিত লভ্যাংশটি ছিল ১৫ শতাংশ বোনাস। যা পরিবর্তন করেছে কোম্পানিটি।

এই কোম্পানির ৪০তম এজিএমটি গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

স্টকমার্কেটবিডি.কম/