ডাটা সেন্টার ও স্টার্টআপ লিমিটেড কোম্পানি গঠনে অনুমোদন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় বাংলাদেশে ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

একই সঙ্গে এই কোম্পানি দুটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের খসড়ায়ও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাব এবং ওই কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বে সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়াই এর লক্ষ্য।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে একটি ফোরটায়ার জাতীয় ডাটা সেন্টার নির্মিত হয়েছে। এটি বিশ্বের ৭ম ফোরটায়ার জাতীয় ডাটা সেন্টার। এতে বিভিন্ন ডিজিটাল কনটেন্ট ও এ জাতীয় ডাটা সংরক্ষণ করা হবে। এখান থেকে ডাটা স্টোরেজ, ব্যাক-আপ, সার্ভিস, নিরাপত্তা, শেয়ারিং, ই-গর্ভনেন্স সার্ভিসসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

‘এর ফলে বিদেশে ডাটা সেন্টারের ওপর নির্ভরতা কমে আসবে। এতে সরকার প্রতিবছর ৩৫৩ কোটি সাশ্রয় করতে সক্ষম হবে। এছাড়া গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে সেবার মানও বাড়ানো সম্ভব হবে,’ যোগ করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

ঋণের সুদ হার কমানোর ৩ মাস সময় পেল ব্যাংকগুলো

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সকল খাতের ব্যাংক ঋণের সুদ হবে ৯ শতাংশ এবং তা বাস্তবায়ন হবে আগামী বছরের ১ এপ্রিল থেকে।

সোমবার সন্ধ্যায় গুলশানের জব্বার টাওয়ারে ব্যাংকার্স এসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, সকল ব্যাংকের আমানতের সুদের হার ৬ শতাংশ এটিও আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদনশীল খাতের ঋণের সুদ নয় শতাংশ ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের কথা।

কিন্তু সে সিদ্ধান্ত পরিবর্তন করে উৎপাদন, অনুৎপাদনসহ সব খাতের সুদ ৯ শতাংশ করা এবং তা তিন মাস পিছিয়ে বাস্তবায়নের কথা আজ জানান অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/আর

রড কারখানায় অভিযান চালানোর নির্দেশ শিল্পমন্ত্রীর

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবৈধ ও নিম্নমানের এমএস রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযান শুরুর নির্দেশনা নিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (৩০ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে দেশের উদীয়মান স্টিল শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা হয়।

শিল্পমন্ত্রী বলেন, জননিরাপত্তার স্বার্থে এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এর পাশাপাশি যেসব রড উৎপাদনকারী প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই অনৈতিকভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে, সেগুলোর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দেশীয় শিল্পের স্বার্থরক্ষায় সরকার সম্ভব সব ধরনের সহায়তা দেবে। গুণগতমানের স্টিল শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি এমএস রডের ওপর যৌক্তিকহারে মার্কিং ফি নির্ধারণের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বর্তমানে দেশের স্টিল শিল্পখাতে বিশ্বমানের রড উৎপাদিত হচ্ছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় কারখানার উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির সুযোগ রয়েছে। এক শ্রেণির অসাধু উদ্যোক্তা ভেজাল ও নিম্নমানের রড উৎপাদনের মাধ্যমে এ শিল্পের সুনাম ক্ষুণ্ন করছে বলেও তারা অভিযোগ করেন।

বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা ভেজাল খাদ্যের বিরুদ্ধে পরিচালিত অভিযানের মতো ভেজাল ও নিম্নমানের রড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও বিএসটিআই’র অভিযান জোরদারের তাগিদ দেন। একইসঙ্গে তারা স্টিল শিল্পে যৌক্তিকহারে মার্কিং ফি নির্ধারণের দাবি জানান।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন এনডিসি, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ মাসাদুল আলম মাসুদ, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি জহিরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শহিদ উল্লাহ, পরিচালক মো. আবুল কালাম, হারুনূর রশিদ, মো. কামরুল ইসলাম, আশরাফ সিদ্দিকীসহ অন্য নেতা এবং শিল্প মন্ত্রণালয় ও বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

সরকারি কর্মচারীদের গৃহঋণে সুদের হার কমল

 

 

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি কর্মচারীদের বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য গৃহঋণে সুদের হার আরও কমিয়েছে সরকার। গৃহঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করেছে। আগামী বুধবার অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এই হার আগে ছিল সর্বোচ্চ ১০ শতাংশ।

অর্থ বিভাগের উপসচিব দিল আফরোজা স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনর্নির্ধারণ করা হলো। এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী কেবলমাত্র ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনর্নির্ধারিত সুদের হার কেবলমাত্র নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আগামী ১ জানুয়ারি থেকে নতুন প্রজ্ঞাপন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৮ সালের ৩০ জুলাই অর্থ বিভাগ থেকে ‘সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং-ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা-২০১৮’ প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে এসব ঋণের সুদহারের ক্ষেত্রে বলা হয়, এ ঋণের জন্য ব্যাংক ১০ শতাংশ হারে সরল সুদ নেবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ (সুদের ওপর সুদ) নেয়া হবে না। তবে ঋণগ্রহীতাকে দিতে হবে পাঁচ শতাংশ। বাকিটা সরকারের পক্ষ থেকে পরিশোধ করা হবে ভর্তুকি হিসেবে।

নীতিমালা অনুযায়ী চাকরির গ্রেড মেনে ২০ লাখ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণ পাবেন সরকারি কর্মচারীরা। শুরুতে বেসামরিক ও সামরিক কর্মচারীদের জন্য এ সুবিধা চালু করা হলেও পরে বিচারক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও এ তালিকায় যুক্ত হন।

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনসহ সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক প্রায় এক বছর ধরে স্বল্প সুদে এ ধরনের ঋণ দিয়ে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ

20191230_17261920191230212323স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান।

রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রদূত লি জিমিং। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার। দুই দেশের মধ্যে প্রতিনিয়ত ব্যবসা ও বাণিজ্য বাড়ছে। চীন বাংলাদেশে পদ্মাসেতু, রেল, বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগ করছে। বাংলাদেশে চীনাদের বিনিয়োগের আরো সুযোগ রয়েছে।

বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চীন বিশ্বে ব্যবসার নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশেও চীনাদের বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। সে কারণে আমরা অন্যদের সঙ্গে চীনকে আরো বিনিয়োগের আহ্বান জানাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান সালাহউদ্দিন ইসলাম, বাংলাদেশ ইকনোমিক জোন কতৃর্পক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ ফজলে ফাহিম প্রমুখ উপস্থিতক ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আর

সীমান্ত এলাকাজুড়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

btrcস্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ভেতরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হলে সীমান্ত এলাকায় ইন্টারনেট সেবাও থাকবে না।

রবিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বিটিআরসি থেকে এ ব্যাপারে চারটি মোবাইল ফোন অপারেটরকে একটি চিঠি দেয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে বলা হয় ওই চিঠিতে।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বিবিসি বাংলাকে বলেন যে তাঁর মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়নি।

‘সিদ্ধান্তটি সরকারের। সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। বিটিআরসি কি নির্দেশ পেয়েছে, কি বাস্তবায়ন করছে, সেটি বিটিআরসি বলতে পারে’।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক অবশ্য এ চিঠি দেবার কথা বিবিসির কাছে নিশ্চিত করেছেন।
‘এটা একটা সিদ্ধান্ত পাওয়া গেছে উচ্চ পর্যায় থেকে। কিছুটা অসন্তোষের সৃষ্টি হয়েছে ইন্ডিয়াতে। সেটি বোধ হয় নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। তবে আমরা কিছু করিনি এখনো। প্রক্রিয়াধীন আছে – কি করতে পারি চিন্তা করছি’।

এক প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ভারতের নাগরিক পঞ্জী নিয়ে যেন কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, কেউ যেন প্রোপাগান্ডা বা গুজব রটনা না করতে পারে, সেজন্য সরকার তৎপর আছে।

কিন্তু এর সঙ্গে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের কি সম্পর্ক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্ডার বিটিএস তো, এপাশের কথা ওপাশে যায়। হয়তো কিছু প্রোপাগান্ডা করার মতো খবর সরকারের কাছে আছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে যে গুজব রটনা করতে পারে। বিটিআরসিকে বলেছে, কি করা যায়’।

বিটিএস বা বেস ট্রান্সসিভার স্টেশন ব্যবহার করেই মোবাইল ফোনে যোগাযোগ হয়।

মিস্টার হক বলেন, তারা কিছু করেননি এখনো, তবে কি করা যায় ভাবছেন তারা।

‘কি সক্ষমতা আছে। কিভাবে করবো। করলে কি প্রভাব পড়বে, মানুষের ক্ষতি হবে কি-না। সেটা ভাবছি, ভেবে সিদ্ধান্ত নিবো।’

বিটিআরসি চেয়ারম্যান বলেন, গুজব যেন না হয়, কোনো অসন্তোষ বা বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য কি করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করছেন তারা।

‘মোবাইল বন্ধ হলে মানুষের কষ্ট হবে সেটিও আমরা ভাবছি। অনেক গ্রাহকের সমস্যা হবে। সেজন্য পরীক্ষা-নিরীক্ষা করছি। কিছু করলে সাময়িক ভাবে করা হবে। পুরো নেটওয়ার্কের কিছু হবে না। গুজবের সম্ভাবনা না হলে কিছু করবো না’।

তিনি জানান যে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করলে সীমান্ত এলাকায় যে বিপুল সংখ্যক টাওয়ার আছে, সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করতে হবে।

‘আমাদের টেকনিক্যাল টিম বিষয়গুলো পরীক্ষা করে দেখছে’।

সূত্র: বিবিসি বাংলা অনলাইন

স্টকমার্কেটবিডি.কম/আর

ডিএসইতে চালু হলো নতুন সূচক (সিডিএসইটি)

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ইনডেক্স ‘সিএনআই-ডিএসই সিলেক্ট ইনডেক্স’ (সিডিএসইটি) চালু হলো। সোমবার ডিএসইর নতুন এই সূচকটির উদ্বোধন করা হয়।

সোমবার বিকেলে বৃহৎ মূলধনের কোম্পানি নিয়ে নতুন সূচকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএসইর চেয়ারম্যান ড. আবুল হাশেম। এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর শেয়ারহোল্ডররা ও কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক শিয়ে ওয়েনহাই এবং শেনঝেন সিকিউরটিজের জেনারেল ভাইস ম্যানেজার শিং জিং পিং।

জানা গেছে, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী, শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে চীনের কনসোর্টিয়ামের ব্যবসায়িক ও প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসাবে প্রাথমিকভাবে আকারভিত্তিক তিনটি (বৃহৎ, মধ্যম ও স্বল্পমূলধনী কোম্পানির) সমন্বয়ে নতুন সূচক চালু করার উদ্যোগ নেওয়া হয়।

স্ট্র্যাটেজিক পার্টনারের সাথে কাজের অংশ হিসেবে নতুন ইনডেক্স চালু করা হয়। নতুন ইনডেক্স ডিজাইন করেছে শেনঝেন স্টক এক্সচেঞ্জের সাবসিডিয়ারি কোম্পানি শেনজেন সিকিউরিটিজ ইনফমেশন কোম্পানি লিমিটেড ও ঢাকা স্টক এক্সচেঞ্জ।

বিনিয়োগকারীরা যাতে একনজরে বৃহৎ,মধ্যম ও সল্প মূলধনী কোম্পানির মূল্য হ্রাস-বৃদ্ধি দেখতে পারে, সেইজন্য এই সূচক চালু করা হয়েছে। এর ফলে বিশ্ববাজারে ডিএসই সূচকের ব্রান্ডিং এবং বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজারে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলে ডিএসইর কর্তাব্যক্তিরা দাবি করেছেন।

আগামী বুধবার থেকে ডিএসইর ওয়েবসাইটে হোমপেজে ইনডেক্সটি দেখা যাবে। বর্তমানে সূচকটিতে ৪০টি কোম্পানি রয়েছে। নতুন সূচকে কোম্পানি অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাজার মূলধন, মৌলভিত্তি ও তারল্য বিবেচনায় নেওয়া হয়েছে। এই ইনডেক্সের বেস তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৫ এবং বেস ভ্যালু ১০০০ পয়েন্ট। প্রতি ৬ মাসে সূচকটি পুর্নমূল্যায়ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

৫০ কোটি টাকার বন্ড ইস্যু করতে চায় সুহৃদ ইন্ডাস্ট্রিজ

IMG_0847স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসার পরিধি বাড়ানোর লক্ষ্যে প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা উত্তোলনের ঘোষণা দেয় শেয়ারবাজারে তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। তবে আজ অনুষ্ঠিত কোম্পানি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা প্রেফারেন্স শেয়ার ছাড়ার পরিবর্তে বন্ড ছাড়ার পক্ষে অনুমোদন দেয়। তাই কোম্পানিটি ৫ কোটি বন্ড প্রতিটি ১০ টাকায় ইস্যু করে ৫০ কোটি টাকা উত্তোলন করবে।

এদিকে কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোনাবাড়ি, গাজীপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এজিএমে ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন ও ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদিত হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা থেকে ১৫০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত ৫০ কোটি টাকা প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে বাড়ানো হবে বলে জানায়। পাশাপাশি শেয়ারহোল্ডাররা প্রেফারেন্স শেয়ার ইস্যু করে অনুমোদিত মূলধন না বাড়িয়ে বন্ড ইস্যু করে প্রয়োজনীয় ৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়। তাই কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরিবর্তে ডিবেঞ্চার বা বন্ড ছেড়ে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। এতে কোম্পানির অনুমোদিত মূলধন বাড়বে না।

কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিল সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালকবৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বুধবার

tradস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২০ আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলানগরে মাসব্যাপি এই মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে।

বরাবরের মত এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুারো (ইবিপি) যৌথভাবে মেলার আয়োজন করেছে।

ইপিবির মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বাসসকে জানান, ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। দেশীয় ও বিদেশী দর্শণার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে। মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বলে তিনি জানান।
ইপিবি সূত্র জানায়, মেলায় থাকছে মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক ও পর্যাপ্ত এটিএম বুথ। থাকছে রেডিমেড গার্মেন্ট পণ্য, হোমটেক্স, ফেব্রিক্স পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য। আরো থাকবে তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক পলিমার পণ্য, কসমেটিকস হারবাল ও প্রসাধনী সামগ্রী। থাকবে খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারি, নির্মাণ সামগ্রী ও ফার্নিচার সামগ্রী।

মেলায় সবমিলিয়ে ৪৫০টি স্টল থাকবে। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার প্যাভিলিয়ন, সাধারণ প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, প্রিমিয়ার স্টল, সাধারণ স্টল ও খাবারের দোকান। গত বছর মেলায় প্রবেশের মূল্য ৩০ টাকা থাকলেও এবছর নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। অবশ্য অপ্রাপ্তবয়স্কদের জন্য তা ২০ টাকা। এবারও অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এ্যাপোলো ইস্পাত লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরি

Apollo ispatস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত লিমিটেড এজিএম না করায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কোম্পানটি গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের নিয়ে কোনো এজিএম করেনি।

এর আগে কোম্পানিটি লেনদেন বি ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি