যথাসময়ে আমদানি ব্যয় পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা : বাংলাদেশ ব্যাংক

port-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যথাসময়ে আমদানি ব্যয় পরিশোধ না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে নির্দেশনা দেয়।

ওই নির্দেশনায় বলা হয়, অনেক ব্যাংক নির্দিষ্ট সময়ে আমদানি মূল্য পরিশোধ করছে না। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই যথাসময়ে ঋণপত্রের বিপরীতে আমদানি দায় পরিশোধের জন্য কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দেশে কার্যরত বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো কোনো তফসিলি ব্যাংক আমদানি ঋণপত্রের বিপরীতে বিলের মূল্য পরিশোধে অনাকাঙ্ক্ষিত দেরি করছে। আমদানি মূল্য পরিশোধ না করা বা অনাকাঙ্ক্ষিত বিলম্ব করার ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এছাড়া বিলম্বের জন্য সুদ পরিশোধসহ ঋণপত্রের বিদেশি ব্যাংকের কনফার্মেশন (নিশ্চিতকরণ) বাবদ ব্যয় বৃদ্ধি আমদানিকে ব্যয়বহুল করছে। ব্যয় বৃদ্ধি প্রত্যক্ষভাবে বৈদেশিক লেনদেন ভারসাম্যে অধিক নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।

তাই যথাসময়ে আমদানি দায় পরিশোধে সব অনুমোদিত ডিলার ব্যাংকের শাখাগুলোকে নির্দেশনা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। যথা নিয়মে আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার শাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

রানার অটোমোবাইলসের ৬ মাসের আয় ২.২৮ টাকা

runnerস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৭ পয়সা।

চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৮২ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৩.৬১ টাকা। যা গত ২০১৯ সালের ৩০ জুনে ছিল ৬৫.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড পাওয়ারের ৬ মাসের আয় ৬.০২ টাকা

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৬২ পয়সা।

চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮ টাকা ৪৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫২.২৬ টাকা। যা গত ২০১৯ সালের ৩০ জুনে ছিল ৫৭.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

কুইন সাউথ টেক্সটাইলের ৬ মাসের আয় ৫৬ পয়সা

qstml logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩২ পয়সা।

চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৬ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.২৪ টাকা। যা গত ২০১৯ সালের ৩০ জুনে ছিল ১৭.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ফার কেমিক্যালসের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

far camস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৮ পয়সা।

চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩২ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪২.৯৮ টাকা। যা গত ২০১৯ সালের ৩০ জুনে ছিল ৪২.০৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

সালভো কেমিক্যালসের ৬ মাসের আয় ২৪ পয়সা

salvoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।

চলতি বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৯) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২৬ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৩৯ টাকা। যা গত ২০১৯ সালের ৩০ জুনে ছিল ১২.১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/