শ্রমিকদের জন্য ওয়ালটনের ৭৭ কোটি টাকা সহায়তা প্রদান

walton-205164স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাস দুর্যোগের সময়ে নিজ কর্মীদের ৭৭ কোটি টাকা দিয়েছে ওয়ালটন। এছাড়া সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে সাত কোটি ৬৮ লাখ টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ২০১৮-১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির লভ্যাংশ থেকে কর্মীদের এ টাকা দেয়া হয়েছে। এছাড়া সরকারের হাসপাতালগুলোতে পিপিই দিচ্ছে প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছে ওয়ালটন।

স্টকমার্কেটবিডি.কম/

বেতন-ভাতা দিতে ঋণের তহবিল চায় ডিসিসিআই

dcciস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বৈদেশিক মুদ্রার মজুতকে কাজে লাগিয়ে একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে। যেখান থেকে স্বল্পসুদে ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারবে।

ডিসিসিআইয়ের প্রস্তাব অনুযায়ী, ওই তহবিল থেকে ঋণের সুদের হার হবে ১ শতাংশ। এ তহবিলটি গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া তারা আরও বেশ কিছু প্রস্তাব দিয়েছে।

ঢাকা চেম্বারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার প্রস্তাবগুলো তুলে ধরা হয়। ডিসিসিআইয়ের প্রস্তাবগুলো হলো, ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী উৎপাদন খাতকে আগামী ১ বছরের জন্য ঋণের সুদ মওকুফ করা, অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতকেও রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) স্কিমের আওতায় আনা এবং ব্যাংকগুলোতে যাতে তারল্য সংকট দেখা না দেয় সে জন্য আগামী ১ বছরের জন্য ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআরের ন্যূনতম হার কিছুটা শিথিল করা।

স্টকমার্কেটবিডি.কম/

টানা ধসের পর ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব শেয়ারবাজার

world-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

পতনে পতনে জেরবার বিশ্ব শেয়ারবাজার গতকাল মঙ্গলবার হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি যে মন্দায় পড়তে যাচ্ছে—এ বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন আর সন্দেহ নেই। এই অনিশ্চয়তার কারণে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান সূচক ডাও জোনস বাড়ে ১১ দশমিক ৪ শতাংশ, যা ১৯৩৩ সালের পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি। এসঅ্যান্ডপি ৫০০ এবং লন্ডনের প্রধান সূচকও গতকাল ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময়ের পর সবচেয়ে ভালো দিন দেখেছে। দুটো সূচকই বেড়েছে ৯ শতাংশ করে। এর মধ্য দিয়ে টানা কয়েক সপ্তাহ দরপতনের পর হঠাৎ করেই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার।

আইএইচএস মার্কিটের জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইউরোজোনে ব্যবসায়িক কার্যক্রম মার্চ মাসে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। কারণ, প্রায় সব এলাকায় স্কুল, কলেজ, ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে আছে। বিভিন্ন দেশ এই অর্থনৈতিক দুর্যোগ কাটাতে পুনরুদ্ধার প্যাকেজ, অর্থ সহায়তাসহ নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে তবে এসব কিছু বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে পারছে না।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নেতারা জানান, ১ লাখ ৮০ হাজার কোটি ডলারের একটি ত্রাণ প্যাকেজের বিষয়ে চূড়ান্ত আলোচনার দ্বারপ্রান্তে ছিলেন তাঁরা, যার মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। এটি নিয়ে এখনো কাজ হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও লন্ডনের মতো জার্মানির শেয়ারবাজারে গতকাল উত্থানে ছিল। জার্মানির ডাক্স সূচক ১১ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি ৪০ সূচকটিও ৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ বুধবার উত্থানে লেনদেন শুরু হয়েছে এশিয়ার শেয়ারবাজারেও।

স্টকমার্কেটবিডি.কম/

আইএমএফের কাছে সাহায্য চেয়েছে এশিয়ার এক ডজন দেশ

imfস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারী করোনাভাইরাসের বিপর্যস্ত মধ্য প্রাচ্য ও মধ্য এশিয়ার এক ডজন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছে আর্থিক সাহায্য চেয়েছে। খবর সিএনএনের।

আইএমএফের মধ্য প্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক জিহাদ আজুর এ তথ্য প্রকাশ করেছেন। তিনি তার ব্লগ পোস্টে লিখেছেন, ইরাক, সুদান ও ইয়েমেনের মতো দেশ সহিংসতাসহ নানা কারণেই এমনিতেই ভঙ্গুর অবস্থায় রয়েছে।

করোনা মোকাবেলা করা তাদের জন্য দুঃসাহসী একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও দুর্বল। বিশ্ব বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে যার কারণে মেডিকেল ও অন্যান্য পণ্য সরবরাহেও ঘাটতি তৈরি হয়েছে।

কোন কোন দেশ আইএমএফের কাছে সাহায্য চেয়ে তা তিনি উল্লেখ করেননি। তবে কিরগিজস্তানের জরুরি আর্থিক সাহায্যের অনুরোধের বিষয়ে চলতি সপ্তাহের শেষে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

tcbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সরকারি ছুটি ঘোষণা করা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারীর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে নিত্যপণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

করোনা আতঙ্কে আরো ৩ কোম্পানির এজিএম স্থগিত

 

agmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। করোনা আতঙ্কে কোম্পানিগুলোর এজিএমও স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র জানায়, কোম্পানিগুলোর এজিএম আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার‌য কারণে এজিএম স্থগিত করা হয়েছে।

এজিএমের নতুন তারিখ,সময় ও ভেন্যু পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের সামান্য পতনের সাথে কমেছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ১ পয়েন্ট কমে ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক দশমিক ০৩ পয়েন্ট কমে এক হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে ১৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১৪ কোটি ৭৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ২৫৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে ১১ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ সিএসইতে ৮১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বন্ধ করা হলো শেয়ারবাজার

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের শেয়ারবাজারে অফিশিয়াল কাজের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা বোর্ড আগামী ২৯ মার্চ রবিবার থেকে ২ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ৫দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার জন্য নোটিস আসে। এরপর ডিএসইর পর্ষদ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে করোনা প্রতিরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বার্ষিক সভা স্থগিত

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) মূলতবি ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ মার্চ বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

বিমাটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রীনডেল্টা লাইফের এজিএম স্থগিত

Green-Delta-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান গ্রীনডেল্টা লাইফ ইন্স্যূরেন্স লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়ে।  এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ মার্চ বার্ষিক সাধারণ সভাটির (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছিল।

বিমাটির এজিএমের দিন ও স্থান নির্ধারণ করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ।

স্টকমার্কেটবিডি.কম/বি