এক লাখ পিছ টিশার্ট দিবে বিজেএমইএ

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এক লাখ পিছ টিশার্ট উপহার দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক কালাম আবদুল নাসের চৌধুরীর কাছে এক লাখ টিশার্ট হস্তান্তর করেন বিজিএমইএর সভাপতি রুবানা হক।

এ সময় বিজিএমইএর সহসভাপতি (অর্থ) এম এ রহিম, পরিচালক ইনামুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

টিশার্ট হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, জাতির জনকের জন্মশত বার্ষিকী উদ্‌যাপনে অংশগ্রহণ করতে পেরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প পরিবার অত্যন্ত গর্বিত।

স্টকমার্কেটবিডি/

মুক্ত বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে সহযোগিতা করবে থাইল্যান্ড

00-125স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় মুক্ত বাণিজ্য সম্প্রসারণে থাইল্যান্ড সহযোগিতা করবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাথে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ থাইল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক, নারীর ক্ষমতায়ন, দু’দেশের পারস্পরিক পর্যটন সম্ভাবনা, উভয় দেশের পারস্পরিক সংসদ সফরের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর হতে থাইল্যান্ড বাংলাদেশেকে সহযোগিতা করে আসছে। দীর্ঘ পথপরিক্রমায় এ সম্পর্ক আজ অত্যন্ত সুদৃঢ়। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্পিকার সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে দু’দেশের সংসদীয় সম্পর্ক জোরদারকরণের উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস এসময় নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করলে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্পিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীদের পদায়ন এবং উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করাসহ নারী অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৯ সাল থেকে নারীশিক্ষার সম্প্রসারণ, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি, বাল্যবিয়ে রোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্বের সকল নারীদের উচ্চশিক্ষা অর্জনের স্বার্থে দেশে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন ।

রাষ্ট্রদূত অরুনরাং ফতুং হামফ্রেইস স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, উভয় দেশের উন্নয়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/

এক্সপ্রেস ইন্স্যূরেন্সের আইপিও আবেদন জমা ১৩ এপ্রিল

EXPRESSস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এক্সপ্রেস ইন্স্যূরেন্স লিমিটেডের আইপিও শেয়ারের জন্য আবেদন জমা শুরু হবে আগামী ১৩ এপ্রিল। এই ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

সূত্রে জানা যায়, এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা এবং পুনমূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। যা পুনমূল্যায়ন ছাড়া ১৬.৬৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও’র মাধ্যমে উত্তোলিত মূলধনের ২০% অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের শর্ত আরোপ করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসি কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/সি

ডিএসই’র সাথে বৈঠক করলেন বিনিয়োগকারী ঐক্য পরিষদ

dse1স্টকমার্কেবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ মার্চ) করোনা আতঙ্কে দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতন হয়েছে। চলমান এ পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহ বা ১০ কার্যদিবস লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

রবিবার (১৫ মার্চ) দুপুরে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের সঙ্গে বৈঠক করে এ দাবি জানান।

তিনি বলেন, আজ আমরা দুপুর ১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত ডিএসইর এমডির সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে আমরা ১০ কার্যদিবস পুঁজিবাজারে কেনাবেচা বন্ধ রাখার দাবি জানিয়েছি। আমরা বলেছি বিএসইসিসহ আপনারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর ট্রেড চালু করুন।

‘আমরা বলেছি বাজারে সূচক ২০০ থেকে ৩০০ পয়েন্ট বাড়া বা কমে যাওয়া এটা কারো কাম্য নয়। আমরা বাজারে স্থিতিশীলতা চাই।’

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরো বলেন, ডিএসইর এমডি আমাদের বলেছেন সরকারসহ আমরা সবাই আন্তরিকভাবে বাজার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটু অপেক্ষা করেন, বাজার ঘুরে দাঁড়াবে। কাল থেকেই বাজার ঘুরে দাঁড়াবে।

স্টকমার্কেটবিডি.কম/

৫ মাস পর ভোমরা দিয়ে ভারত থেকে এল পেঁয়াজ

521219c027d95-onionস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ মাস পর ভারত থেকে পেঁয়াজ এল দেশে। আজ রবিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ নিয়ে ৯টি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। প্রতিটি গাড়িতে ২০ টন করে পেঁয়াজ রয়েছে।

ভোমরা স্থলবন্দরের তত্ত্বাবধায়ক ইমাম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা দেড়টার দিকে পেঁয়াজবাহী ৯টি গাড়ি ঢুকেছে। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে আরও কিছু পেঁয়াজের গাড়ি আসবে। এভাবে পেঁয়াজ আসা অব্যাহত থাকবে।

উৎপাদন–সংকটে পড়ে গত বছরের ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। সাতক্ষীরা ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে সর্বশেষ পেঁয়াজের গাড়ি ঢোকে গত ১০ অক্টোবর। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

কিছু দেশ বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে কিছু কিছু দেশ বাংলাদেশ থেকে তাদের ক্রয় আদেশ বাতিল করতে চাচ্ছে। করোনার জন্য তারা খুব বড় রকমের বিধিনিষেধ দিতে যাচ্ছে। এজন্য কেউ কেউ ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে। তবে আমাদের দেশের কোনো গার্মেন্টস শিল্প বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। গার্মেন্টস কর্মীদের সচেতন করা হচ্ছে। এর কিছুটা প্রভাব আমাদের অর্থনীতি ও আমদানির ওপর পড়বে।

আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও হটলাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে সকালেই আমি খবর পেলাম, ইতালি কিছু ক্রয় আদেশ বাতিল করতে চেয়েছে। বড় সমস্যা হচ্ছে, সঠিক সময়ে মাল না পাওয়ার কারণে আল্টিমেট ফাইনাল সেলার্স যারা, তারা ক্রয় আদেশ বাতিল করতে চাচ্ছে অথবা প্লেনে করে পাঠাতে বলছে।

তিনি বলেন, যেখান থেকে কাঁচামাল আনা হয় সেখানে আমরা গতি কম দেখছি। সুখের বিষয় হলো চীনে শ্রমিকরা আবার কারখানায় ফিরেছেন। তারা আবার নতুন করে শুরু করেছে। আরেকটা সমস্যা আমাদের নজরে এসেছে। কিছু কিছু দেশ তাদের ক্রয়াদেশ বাতিল করতে চাচ্ছে অথবা অন্যকোনো খানে দিয়ে দিচ্ছে। ফলে আমার মনে হয় সেখানে আমাদের কিছুটা সমস্যা হবে।

তিনি আরো বলেন, আশার কথা হলো চীনে করোনায় আক্রান্ত রোগীদের কিছুটা উন্নিত হয়েছে। নতুন করে ইউরোপে গেছে। যে উহানে সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল সেখানে অনেকটা নরমাল হয়ে গেছে। তাদের ৯০ শতাংশ লোক কাজে ফিরেছে। এ ছাড়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে পণ্য রপ্তানি শুরু করেছে আমাদের দেশে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুর রহমান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য শেখ কবির হোসেনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংক এশিয়ার বাৎসরিক বোর্ড সভা আহবান

bank_asia_logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রথম কার্যদিবসেই সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪০৯ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে। আর ডিএসই সূচক ৩১.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪৮.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ৭টির দর।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৮৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে বীকন ফার্মা ও স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

২০১৫ সালের পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে সূচক

index smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দর কমেই যাচ্ছে শেয়ারবাজারে। আজ রোববার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ২৩২ পয়েন্ট। অবস্থান করছে ৩ হাজার ৮৯৭ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ সময় পর্যন্ত কমেছে ৬১০ পয়েন্ট।

ডিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেন হয়েছে মাত্র ২১৩ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রায় সব কটির দর কমেছে। ৩৪২টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৫টির দর। অপরিবর্তিত আছে ৪টির দর।

আজ সকালে লেনদেনের শুরুতেই সূচক পড়তে থাকে। ৩ মিনিটের মধ্যে সূচক কমে ডিএসইএক্স নেমে আসে ৪ হাজার পয়েন্টের নিচে। পরে বেলা ১১টায় সূচকটি ১৭৬ পয়েন্ট হারায়। এক টানা দর পতন চলতে থাকে। বেলা ১১টা ৪১ মিনিটে উধাও হয় ২০০ পয়েন্ট। এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ ২৩২ পয়েন্ট হারায় ডিএসইএক্স।

এর আগে ২০১৫ সালের ৪ মে ডিএসইএক্স সূচকটি কমে ৩ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে।

গত কার্যদিবস (বৃহস্পতিবার) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০১ পয়েন্ট।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৬টির দর কমেছে। ৯টির বেড়েছে। অপরিবর্তিত আছে ৩টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এ

বৃটিশ আমরিকান ট্যোবাকোর শেয়ার ক্রয়ের ঘোষণা

batbcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমরিকান ট্যোবাকো লিমিটেডের এক স্পন্সর উদ্দ্যোক্তা পরিচালক সোয়া ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

টিএইচএস কিংসওয়ে ফান্ড নামে এই পরিচালক কোম্পানিটির ৫ লাখ ২৫ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে সিএসইতে ব্লক মার্কেটে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এ