তাকাফুল ইন্স্যূরেন্সের বোর্ড সভা স্থগিত

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যূরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা স্থহিত করা হয়েছে। মঙ্গলবার  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, ৩১ মার্চ বেলা সাড়ে ৫টায় রাজধানীতে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ৫ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ছুটিতে ব্যাংকে লেনদেন দুপুর ১২টা পর্যন্ত

bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিনের সাধারণ ছুটি ঘোষণা করলেও এ সময়ে ব্যাংকের সব শাখা খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ব্যাংকার ও অন্যান্য কর্মীদের অবশ্য অফিস করতে হবে দুপুর দেড়টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে। নতুন সময়সূচী কার্যকর হবে রোববার থেকে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। কর্মীদের অফিস করতে হয় ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের সমকালকে বলেন, ব্যাংকের সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে সাধারণ ছুটিকালীন সময়ে সীমিত সময়ে লেনদেন চলবে।

সরকার আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরের দু’দিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

স্টকমার্কেটবিডি.কম/

দুটি কোম্পানির সাথে স্কয়ার ফার্মার চুক্তি

square20181220175653স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন এ ঔষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালস দুটি ঔষুধ কোম্পানির সাথে চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

যাদের সাথে চুক্তি হয়েছে সেই কোম্পানি দুটি হলো- রেনেটা অনকোলজি লিমিটেড ও এ্যাপেক্স ফার্মা লিমিটেড।

এই চুক্তির আওতায় এদের কিছু ঔষুধ স্কয়ার ফার্মা তৈরি করবে।

চাহিদা বাড়ায় এসব ঔষুধ তৈরি করতে পারছে না কোম্পানিগুলো এই চুক্তি করেছে স্কয়ার ফার্মার সাথে।

স্টকমার্কেটবিডি.কম/বি

১৪৮ কোটি ডলারের অর্ডার বাতিল পোশাক শিল্পে

bgmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি আকারে ছড়াতে থাকা নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৪ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ সংক্রমণের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকখাতেও। বাতিল হচ্ছে একের পর এক অর্ডার।

তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের প্রভাবে ভয়াবহ অবস্থা দেশের পোশাকখাতে। বিভিন্ন দেশ থেকে ক্রেতারা তাদের ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। মোট এক হাজার ৮৯টি কারখানায় এক দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার (সাড়ে ১২ হাজার কোটি টাকা) বাতিল হয়েছে। বড় ধরনের সংকট তৈরি হয়েছে এ খাতে।

রোববারে (২২ মার্চ) দিনগত রাতে গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, ভয়াবহ অবস্থা চলছে আমাদের তৈরি পোশাক খাতে। বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সমস্ত ক্রেতারা তাদের সমস্ত ক্রয়াদেশ (অর্ডার) আপাতত বাতিল করছেন। তারা বলেছেন স্থগিত, তবে আমাদের জন্য স্থগিত ও বাতিল একই জিনিস। এ পরিস্থিতি উদ্বেগের।

বার্তায় ড. রুবানা বলেন, আমাদের ক্ষতির পরিমাণ হিসাব করতে একটি ওয়েবপোর্টাল করেছি। সেখানে চার হাজার কারখানার মধ্য থেকে এক হাজার ৮৯টি কারখানাকে ক্ষতিগ্রস্ত হিসেবে এন্ট্রি করেছি। যেখানে ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি অর্ডার বাতিল হয়েছে। যার আর্থিক পরিমাণ এক দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এসব কারখানার মোট শ্রমিকের সংখ্যা ১২ লাখ।

স্টকমার্কেটবিডি.কম/আর

রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে রিজার্ভ চুরি সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা খারিজ হয়ে গেছে বলে জানিয়েছে মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ।

সোমবার (২৩ মার্চ) ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইনকোয়ারার’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত ২০ মার্চ ওই মামলা খারিজ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানায়। ওই ঘোষণায় বলা হয়, নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট ২০ মার্চ মামলাটি খারিজ করে।

৪ বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় দায়ের করা ওই মামলায় রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ওই ব্যাংকের বেশ কয়েক শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

করোনা রোধে জাহাজ আমদানি স্থগিত, কোয়ারেন্টিনে ৫টি

westr marinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজভাঙা বা পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য জাহাজ আমদানি স্থগিত করা হয়েছে। আজ সোমবার থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে। এতে এ সময় জাহাজ আমদানির জন্য কোনো অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হবে না।

শিল্প মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোয়ারেন্টিন করা পাঁচটি জাহাজ আগামী দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থান করবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে গতকাল রোববার বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনকে নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এতে কর্মস্থলে বাইরের মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যানিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ব্যতীত অন্য কোথাও না যাওয়া, ক্যানটিনে একত্র হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্য বিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আর

বিডিংয়ের সময় করোনায় আক্রান্ত ডেল্টা হাসপাতাল

deltaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইপিও পক্রিয়ায় থাকা ডেল্টা হাসপাতালের বিডিং দিন দিনের প্রথম দিন আজ চলছে। এরি মধ্যে এই হাসপাতালটি আক্রান্ত হয়ে পড়েছে করোনা ভাইরাস দ্বারা।

রাজধানীর টোলারবাগে কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধকে চিকিৎসা সেবা দেওয়া এক চিকিৎসক এ রোগে আক্রান্ত হয়েছেন; কোয়ারেন্টিনে আছেন ওই হাসপাতালের পরিচালক।

শনিবার টোলারবাগের ওই বৃদ্ধের মৃত্যুর পর তার চিকিৎসায় নিয়োজিত ওই হাসপাতালের চার চিকিৎসক, ১২ জন নার্স ও তিনজন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। তাদেরই একজন পরীক্ষায় ‘করোনাভাইরাস পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন।

আক্রান্ত ওই চিকিৎসক বর্তমানে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে আছেন।

টোলারবাগের বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ওই চিকিৎসকের শারীরিক সমস্যা ধরা পড়ে শনিবার সকাল থেকে। রোববার দুপুরের দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

তিনি ডেল্টা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টোলারবাগের সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধকে চিকিৎসা দিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা এখনও হোম কোয়ারেন্টিনে আছেন।

নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে ২৭ জন আক্রান্ত এবং দুইজনের মৃত্যু খবর রবিবার জানিয়েছিল আইইডিসিআর।

তবে রাতে টোলারবাগে ৭৬ বছর বয়সী আরেক বৃদ্ধের মৃত্যু হয়, আগের দিন মারা যাওয়া বৃদ্ধের ঘনিষ্ঠজন ছিলেন।

পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা আফরোজ লাকী গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় বৃদ্ধেরও করোনাভাইরাস পজিটিভ ছিল বলে আইইডিসিআর নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে আইডিসিআরের বক্তব্য জানা যায়নি।

উল্লেখ্য, ডেল্টা হাসপাতালের বিডিং শুরু হয় গতকাল রবিবার থেকে, এই বিডিং বুধবার বেলা ৫টা পর্যন্ত চলবে। আর এই কোম্পানির রেজিষ্টার্ড ও শেয়ার অফিস হিসাবে টোলারবাগের এই হাসপাতালের নতুন ভবনের একটি ফ্লোরকে ব্যবহার করে আসছিল ডেল্টা হাসপাতাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/আর

সন্তানদের শেয়ার দিবে সমরিতার পরিচালক

somoritaস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সমরিতা হসপিটাল লিমিটেডের একজন পরিচালক সন্তানদের শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্থান্তর করবেন তারা। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

এবিএম হারুণ নামে কোম্পানির একজন পরিচালক ১ লাখ শেয়ার তার কন্যা মুনজারিন শাহনাজ নোভেরা ও পুত্র আতিকুল বাশারকে দিবেন। তার হাতে মোট ১৭ লাখ ৫ হাজার ৩৫৪ শেয়ার রয়েছে।

তারা এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএস

সেন্ট্রাল ফার্মার লাইসেন্স স্থগিতাদেশ তুলে নিল

Central-Pharma-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মা লিমিটেডের কয়েকটি ঔষুধ উৎপাদনের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এখন থেকে কোম্পানিটি নিজস্ব কারখানায় এসব ওষুধ উৎপাদন করবে। সম্প্রতি এই আদেশ তুলে নেয় ডিরেক্টোর জেনারেল অফ ড্রাগ এডমিনিষ্টারেশ।

এর আগে গত ৫ মার্চ জানানো হয়, কোম্পানিটি কয়েকটি ঔষুধ কারখানায় উৎপাদন বন্ধ করে রেখেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. মুন্নু স্টাফলার্স
  2. এ্যাপেক্স ফুটওয়্যার
  3. ওরিয়ন ফার্মা
  4. ওরিয়ন ইনফিউশন
  5. ফার কেমিক্যালস
  6. লিন্ডে বিডি
  7. ন্যাশনাল টিউবস
  8. সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড।