প্রণোদনার ঋণ ফেরতের নিশ্চয়তা চায় ব্যাংক মালিক ও নির্বাহীরা

abbস্টকমার্কেটবিডি প্রতিবেদেক :

কোভিড-১৯ মহামারীর আর্থিক ক্ষতি মোকাবিলায় সরকারের প্রায় লাখ কোটি টাকার পণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা মালিকদের সংগঠন বিএবি এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।

তবে এই প্যাকেজের পুরোপুরি বাস্তবায়ন নিয়ে সংশয়ে আছেন তারা। বিতরণ করা ঋণের টাকা ফেরত পেতে তাই সরকারের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন তারা। আর এজন্য সরকারের কাছে একটি ‘ঋণঝুঁকি নিশ্চয়তা কর্মসূচি’ গঠনের দাবি জানিয়ে বিএবি ও এবিবি।

সেইসঙ্গে আগামী জুন পর্যন্ত চলতি ঋণের কিস্তি না দিলেও খেলাপি হিসেবে গণ্য না হওয়ার যে নিশ্চয়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই সুযোগটি আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে ব্যাংক খাতের দুই সংগঠন।

মঙ্গলবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে এক ভিডিও সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এতে অংশ নেন।

বুধবার এবিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড-১৯ মহামারীর আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তার বাস্তবায়ন এখনও শুরু হয়নি। মোটা দাগে এ প্যাকেজের অর্থায়ন ও বাস্তবায়ন- দুটোই করবে ব্যাংক খাত। ক্ষুদ্র থেকে বৃহৎ-সব খাতকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। সুদের প্রায় অর্ধেক সরকার বহন করলেও বাকি অর্ধেক যারা ঋণ নেবে, তাদেরই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএবি ও এবিবি শুরুতেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ৯৮ হাজার ৬১৯ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করাকে সরকারের সময়োচিত পদক্ষেপ বলে প্রশংসা করে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) ৫ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নামিয়ে আনা এবং রেপোর হার ৬ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত ব্যাংক খাতে তারল্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে বলেও সংগঠন দুটি স্বীকার করে।

আবার এও জানায় যে, ব্যাংক থেকে মানুষের নগদ টাকা তোলার চাপ বেড়েছে এবং ব্যাংকের আমানত প্রবাহও কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনবিআরের প্রাক বাজেট আলোচনা, প্রস্তাবনা আসছে ই-মেইলে

NBR-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ এলেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। কারণ তখন থেকেই শুরু হয় ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সংস্থাটির রাজস্ব সংলাপ, তথা প্রাক বাজেট আলোচনা। এমনকি প্রতিদিন সকাল-বিকেল দুদফা করে অংশীজনদের সঙ্গে এনবিআরের রুদ্ধদার বৈঠক চলে। সেই বৈঠকে কোন কোন খাতে রাজস্বের কী কী পরিবর্তন আসবে সে বিষয়ও কিছুটা নির্ধারণ হয়ে থাকে। কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এর কারণে গত ২৬ মার্চ থেকে সারাদেশে চলছে লকডাউন। ফলে এনবিআরের প্রাক বাজেট আলোচনা আপাতত বন্ধ। যার কারণে নেই কর্মকর্তাদের ব্যস্ততা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথা বলে জানা গেছে, এবার করোনার কারণে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কোন বৈঠক হবে না। তবে ব্যবসায়ী অংশীজনদের যেসব প্রস্তাবনা রয়েছে সেগুলো ই-মেইলে নেওয়া হচ্ছে। মানে বৈঠকে পরিবর্তন এসেছে।

বাজেট আলোচনা বিষয়ে জানত চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান বাজেট সমন্বয়কারী আবু নূর রাশেদ আহমেদ সারাবাংলাকে বলেন, ‘আগে বৈঠকে আলোচনা হলেও প্রতিটি ব্যবসায়ী সংগঠন বা অংশীজনরা একটি লিখিত দিতেন। সেটা নিয়ে আমরা কাজ করতাম। পাশাপাশি তাদের সঙ্গে আমাদের আলোচনাও হতো। কিন্তু এবার করোনার কারণে আমরা সেটি করতে পারেনি। তবে প্রথম দিকে কিছু সংগঠনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে যখন থেকে বৈঠক বন্ধ করা হলো তখন ই-মেইলে প্রস্তাবনাগুলো নিয়ে আমরা পলিসি বিভাগে দিয়ে দিচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫০-৬০টি ব্যবসায়ী সংগঠনের প্রস্তাবনা পেয়েছি। এটি বলা যায় ভালো। তবে এফবিসিসিআই এখনও তাদের প্রস্তাবনা দেয়নি। তারা বলেছে, দ্রুতই তাদের প্রস্তাবনাগুলো দিয়ে দেবে। ধারণা করছি এই মাসের মধ্যে আমরা পেয়ে যাব।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘অনেকেই প্রস্তুতি নিতে পারেননি। ই-মেইলে প্রস্তাবনা দেওয়ার সময় সীমা ছিলো ১৯ এপ্রিল। অপরদিকে বাজেট যেহেতু জুনে এরপরও এফবিসিসিআই’র প্রস্তাবনার জন্য আমরা কয়েকদিন অপেক্ষা করব। কেননা এফবিসিসিআই যেহেতু সব ব্যবসায়ী সংগঠনগুলোর সেন্ট্রালবডি। অপরদিকে যদি কারও প্রস্তাবনা বাদও থাকে তবুও আমরা এফবিসিসিআই’র প্রস্তাবনাকে গুরুত্ব দেবো।’

এদিকে এনববিআর বলছে, আগামী ২০২০–২১ অর্থবছরের বাজেটের মূল ভিত্তি হচ্ছে করোনায় যেসব ক্ষতি হয়েছে সেটি কীভাবে পুষিয়ে নেওয়া যায়। আমরা এটি নিয়েই মূলত কাজ করছি। কোনো ব্যবসায়ী সংগঠন যেন শেষ না হয়ে যায় সেটিই আমাদের লক্ষ্য। আমরা সবগুলো বিষয় নিয়ে কাজ করছি। অন্যান্য বাজেট আর এবারের বাজেট ভাবনা এক নয়।

সাধারণত অন্যান্য বছর সারাদেশ থেকে দুই শতাধিক সংগঠনের বাজেট প্রস্তাব পায় এনবিআর। গত ১৯ মার্চ থেকে এনবিআর মাসব্যাপী প্রাক–বাজেট আলোচনা শুরু করেছিল। মাত্র দুদিন আলোচনা হওয়ার পর করোনার কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

শুধু তাই নয়, করোনাভাইরাসের প্রভাব দেশের বাণিজ্যে আঘাত আসার আগেই বেশ মন্দাভাব ছিল রাজস্ব আহরণে। ফলে সরকারের পরিচালন ব্যয় মেটানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকঋণ নির্ভরতা বাড়তে থাকে। এ অবস্থার মধ্যেই আসে করোনাভাইরাসের (কোভিড-১৯) ছোবল। বলা যায়, সারাদেশ যখন লকডাউন তখন দেশের অর্থনৈতিকখাত মন্দায় গিয়ে পৌঁছে। সেইসঙ্গে করোনার কারণে আমদানি-রফতানি কমতে থাকায় রাজস্ব আয়ের গতি আরও কমার আশঙ্কা দেখা দিয়েছে।

এনবিআর বলছে, ব্যবসায়ীরা ভালো থাকলে রাজস্বের গতি ভালো থাকে। আর ব্যবসায়ীরা খারাপ থাকলে মন্দা থাকে রাজস্ব আহরণে গতি। ফলে এনবিআর এখন একটা খারাপ সময় পার করছে।

এদিকে চলতি ২০১৯-২০ অর্থবছরের রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৪ হাজার ৬৯ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে এনবিআর ১ লাখ ২৬ হাজার ৫৭১ কোটি ৫৩ লাখ টাকা আদায় করতে পেরেছে। এ হিসাবে জানুয়ারি মাস পর্যন্ত রাজস্ব ঘাটতি রয়েছে ৩৭ হাজার ৪৯৭ কোটি ৯৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন একটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। আজ বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের (VIPB Balanced Fund) এর প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা। আর বাকী ৯ কোটি টাকা উত্তোলন করা হবে বিনিয়োগকারীদের কাছ থেকে। ফান্ডের ইউনিট বিক্রি করার মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। মোট ইউনিট সংখ্যা ১ কোটি।

এই ফান্ডের উদ্যোক্তা (Sponsor) ও ব্যবস্থাপক (Fund Manager) হিসেবে আছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আর ফান্ডের কাস্টোডিয়ান হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড

স্বতন্ত্র পরিচালকদের জন্য প্যানেল তৈরি করবে বিএসইসি

 

 

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল তৈরি করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এই প্যানেল থেকে নিজ নিজ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারবে কোম্পানিগুলো।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে স্বতন্ত্র পরিচালকদের ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করে সে আলোকে প্যানেলটি তৈরি করা হবে।

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলে এ বিষয়ে উদ্যোগ নেবে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারের সংকট কাটিয়ে উঠতে অর্থমন্ত্রীর কাছে ডিবিএর ৬ প্রস্তাব

 

 

Brokerage-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের মহামারিতে দেশের অর্থনীতির অন্যান্য খাতের ন্যায় শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগসহ ৬টি দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিরাজমান মন্দার কারনে শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে দূর্বল হয়ে পড়েছে। ব্রোকারেজ হাউজসহ শেয়ারবাজারের অন্যান্য অংশীজনরা ব্যবসা পরিচালনা করতে প্রায় ব্যর্থ। এছাড়া কোভিড-১৯ এরফলে দেশের অন্যান্য সকল ব্যবসা-বানিজ্যের পাশাপাশি শেয়ারবাজারেও এর বিরূপ প্রভাব পড়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় শেয়ারবাজারকে সচল ও গতিশীল রাখতে ডিবিএ ৬টি প্রস্তাব পাঠিয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে-

১. ব্রোকারেজ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান করা।

২.শেয়ার লেনদেনের উপর প্রদেয় ব্রোকারদের অগ্রিম আয়কর শিথিল করা।

৩.বিদ্যমান মার্জিন সুবিধাভোগী বিনিয়োগকারীদের জন্য পূণঃবিনিয়োগের ব্যবস্থা করা।

৪.মার্জিন একাউন্টে লোনের বিপরীতে আরোপিত সুদ ১ বছরের জন্য স্থগিত করা।

৫.অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ প্রদান করা।

৬.ব্রোকার কর্তৃক প্রদেয় সিডিবিএল ফি ও চার্জ থেকে পূর্ণ অব্যাহতি প্রদান।

স্টকমার্কেটবিডি.কম/আর

ক্ষুধার্ত মানুষের পাশে নোমান হাওলাদার

nnnস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। এই অমিয় বাণী বুকে ধরে করোনাকালে সঙ্কটময় মুহুর্তে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে দেশের স্বনামধ্যন্য ব্যবসায়ী শিল্পগোষ্ঠী নাহী গ্রুপের চেয়ারম্যান ও বিবিএস গ্রুপের পরিচালক নোমান হাওলাদার।

করোনার আঘাতের শুরু থেকেই ভোলার মানুষের পাশে রয়েছে বিবিএস ও নাহী গ্রুপ। গত ২৫মার্চ থেকে ভোলায় চিকিৎসা ও করোনা সুরক্ষা সামগ্রীসহ ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

গ্রুপ দুটির পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও স্বল্প আয়ের সাড়ে তিন হাজার পরিবারকে পুরো রমজান মাসের বাজার ঘরে পৌঁছে দেয়া হবে।

এর আগে প্রাথমিকভাবে এই শিল্পগ্রুপের পক্ষ থেকে হত-দরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, হাফ লিটার ভোজ্য তেল ও ১টি সাবানসহ বিপুল পরিমাণ সেবা প্যাক সরবরাহ করা হয়।
করোনা আঘাতে বিপর্যস্ত মানুষ।

স্থবির অর্থনৈতিক কর্মকান্ড। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা। খেটে খাওয়া এসব মানুষের জন্য সেবার দরজা খুলে দিয়ে পাশে দাঁড়িয়েছে বিবিএস ও নাহী গ্রুপ।

‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত বিশিষ্ট শিল্পপতি ও গ্রুপ দুটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার, সিআইপি বলেন, ‘জাতির ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় কোনো দায়িত্ব হতে পারে না। বিবিএস এবং নাহী গ্রুপ আন্তরিকভাবে সেই ক্ষুদ্র প্রচেষ্টাই অব্যাহত রেখেছে।’ অতীতেও হত-দরিদ্র মানুষের পাশে প্রসারিত হৃদয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে এই শিল্পগোষ্ঠী।

স্টকমার্কেটবিডি.কম/

২৫০০ পরিবারের জন্য ত্রাণ দিল বিএসআরএম গ্রুপ

1-24স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আর্থিক সংকটে থাকা সমাজের হত দরিদ্র প্রায় আড়াই হাজার পরিবারের জন্য বিএসআরএম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের নিকট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।

গত রবিবার (২৬ এপ্রিল) সিএমপি কার্যালয়ে এসব সামগ্রী হস্তান্তর করেন বিএসআরএম গ্রুপের হেড অফ এডমিনিস্ট্রেশন এ কে এম সাইফুদ্দিন খান ও হেড অফ এইচ আর জামিল আহমেদ।

বিএসআরএম গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের ০১ দিনের বেতন সংগ্রহ করে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

করোনার বিরূদ্ধে লড়াইয়ে বিবিএস ক্যাবলস

Newspaperস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিবিএস কেবলস্ লিমিটেড। এবার স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক সেবাদানকারী প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল ২৫ এপ্রিল বিবিএস কেবলস্ লিমিটেড দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হাসপাতাল, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক সেবাদানকারী প্রতিষ্ঠান থানা ও অন্যান্য সরকারি অফিস প্রতিনিধির নিকট স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম( পিপিই, মাস্ক এবং হ্যান্ড গ্লোভস) হস্থান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএস কেবলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার, পরিচালক ইঞ্জিঃ মোহাম্মাদ বদরুল হাসান এবং ইঞ্জিঃ মোহাম্মাদ রুহুল মজিদসহ অন্যান্ন পরিচালকগন।

স্টকমার্কেটবিডি.কম/

বন্দরের ২ হাজার শ্রমিককে খাবার দিল সাইফ পাওয়ারটেক

saif-power-tech-chattogram-portস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক দূরত্ব মেনে চট্টগ্রাম বন্দরে কর্মরত দুই হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এতে প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্দরের সিসিটি ইয়ার্ডে সামাজিক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।

এ সময় সাইফ পাওয়ারটেকের চিফ অপারেটিং অফিসার (সিওও) ক্যাপ্টেন তানভির হোসাইন, লে. কমান্ডার (অব.) তাফসির, মি. আমির, মি. মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন এ বিষয়ে বলেন, ‘জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ে থাকা লেসিং বিভাগের এবং ডেলিভারি বিভাগের দুই হাজার শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। প্রতিটি পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিকদের আয়-রোজগার একেবারেই শূণ্য। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবো।’

তিনি আরও বলেন, ‘জরুরি আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে বন্দরে আমাদের কার্যক্রম চলছে। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক, গ্লাভস ব্যবহার, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জ্বর মেপে টার্মিনালে ঢোকানো, মেডিক্যাল টিমের সার্বক্ষণিক উপস্থিতি, যাতায়াত ব্যবস্থা ও নাশতা প্রদানসহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করেছি।’

স্টকমার্কেটবিডি.কম/