করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আর্থিক সংকটে থাকা সমাজের হত দরিদ্র প্রায় আড়াই হাজার পরিবারের জন্য বিএসআরএম গ্রুপের পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের নিকট খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়েছে।
গত রবিবার (২৬ এপ্রিল) সিএমপি কার্যালয়ে এসব সামগ্রী হস্তান্তর করেন বিএসআরএম গ্রুপের হেড অফ এডমিনিস্ট্রেশন এ কে এম সাইফুদ্দিন খান ও হেড অফ এইচ আর জামিল আহমেদ।
বিএসআরএম গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের ০১ দিনের বেতন সংগ্রহ করে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/