সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি

govস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। শর্ত দিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।

বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকাল ৫টার মধ্যে।

স্টকমার্কেটবিডি.কম/

করোনায় ওয়ারেন বাফেটের ক্ষতি ৫০ বিলিয়ন ডলার!

warenস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওয়ারেন বাফেট, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিনিয়োগকারী। চলমান করোনাভাইরাস মহামারীর কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনীর ব্যবসায়িক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক এই মহামারীর কারণে প্রায় ৫০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। বেশিরভাগ চলমান ব্যবসাতেই ভয়াবহ পরিস্থিতি চলছে বার্কশায়ারের। খবর রয়টার্সের।

বার্কশায়ার বলছে, তাদের ৯০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর বেশিরভাগই ‘তুলনামূলক কম থেকে শুরু করে মারাত্মক’ পর্যায়ের ক্ষতির মুখে পড়েছে।

এপ্রিলেও আয় উল্লেখযোগ্য পরিমাণ কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিনিয়োগ ফার্মটির অনেক প্রতিষ্ঠানে বেতন কমানো হয়েছে, ছাটাই করা হয়েছে কর্মীও।

বার্কশায়ার আরও জানিয়েছে, তারা এই বছরের প্রথম কোয়ার্টারে মাত্র ১৮০ কোটি ডলারের শেয়ার কিনেছে, যা প্রতিষ্ঠানটির আকারের তুলনায় কিছুই নয়। এই সময়ে প্রতিষ্ঠানটি ৬১০ কোটি ডলারের স্টক বিক্রি করেছে।

প্রতিবেদনে বলা হয়, বার্কশায়ারের এই প্রথম কোয়ার্টারে নেট ক্ষতি হয় ৪৯৭৫ কোটি ডলার।

মোট স্টক ও অন্যান্য বিনিয়োগে প্রতিষ্ঠানটির সামগ্রিক ক্ষতির পরিমাণ ৫৪৫২ কোটি ডলার। অথচ, এক বছর আগে প্রতিষ্ঠানটির ক্ষতি তো দূরের কথা, আয়ই ছিল ২১৬৬ কোটি ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

ছুটি বাড়লেও ১০ মে লেনদেন শুরুর পক্ষে ডিএসই

Brokerage-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বাড়লেও আগামী ১০ মে থেকে লেনদেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই’র পরিচালনা পর্ষদ।

করোনাভাইরাস মাহামারী ঠেকাতে সরকারি ছুটির সাথে সঙ্গতি রেখে ৫ মে হতে বাড়িয়ে ১৫ মে করা হয়েছে। আজ সোমবার গণভবন থেকে এই ঘোষণা দেন।

তিনি বলেন, ছুটি বাড়লেও সরকারী অফিস সমূহ সীমিত আকারে খোলা থাকবে ৭ মে থেকেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, আমরা তাই ১০ মে থেকে শেয়ারবাজারে লেনদেন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। তবে বাংলাদেশ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমতি লাগবে লেনদেন চালু করতে গেলে।

ডিএসইর আরেক পরিচালক শাকিল রিজভী বলেন, সরকারি বন্ধ যদি বন্ধ আরও বাড়ে আর দেশের করোনা পরিস্থিতি আরও খারাপ না হলে বন্ধের মধ্যেই ১০ তারিখ থেকে লেনদেন চালু করার চেষ্টা করছি আমরা।

এই বন্ধের মধ্যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান লেনদেন চালুর পক্ষে মত দিয়েছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

এবার সর্বনিম্ন ফিতরা ৭০, সর্বোচ্চ ২২০০ টাকা

coronavirus-jummah-prayer-030420-13স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা সর্বোচ্চ দুই হাজার ২শ টাকা হারে ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।

সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ ফিতরা চূড়ান্ত করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল।

তার আগের বছরে ছিল সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দু’দিন পরেই বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Benapolস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর দুই দিন পর করোনাভাইরাসের সংক্রমনের আশঙ্কায় আবার বন্ধ হয়ে গেছে।

একই কারণে পাঁচ সপ্তাহর বেশি সময় বন্ধ থাকার পর রোজার মাসে বাংলাদেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু দুই দিন পর ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কায় সেদেশে এর প্রতিবাদ হয়।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, “ভারত থেকে গত দুই দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনে শূন্যরেখায় লোড-আনলোড করা হয়েছে। কিন্তু ভারতে আন্দোলনের মুখে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ গেছে। ”

বন্দর ব্যবহারকারী ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতপার্থক্যের জন্যই এই বাণিজ্য বন্ধ হয়ে গেছে

ভারতের পেট্রাপোল বন্দর ব্যবস্থাপক শুভজিত মণ্ডল বলেন, “সরকারিভাবে বন্দর চালু আছে। কিন্তু বনগাঁয় আন্দোলন করায় পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। আমরা খবর রাখছি পরিস্থিতি শান্ত হলে আবার কাজ হবে।”

বেনাপোল বন্দরও সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন শুল্কভবনের কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা সেতুর দৃশ্যমান হচ্ছে ৪.৩৫ কিমি

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা আর ঝড়ো আবহাওয়ার মধ্যেও থেমে নেই পদ্মা সেতুর কাজ। এই রোদ, এই ঝড়-বৃষ্টি- এরই মধ্যে এগিয়ে চলছে বিশাল এই কর্মযজ্ঞ।

আজ সোমবার বসতে যাচ্ছে সেতুর ২৯তম স্প্যান। মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০তম পিলারের ওপর বসবে ‘৪এ’ নম্বর স্প্যানটি।

গতকাল রবিবার সকাল আটটার দিকে স্প্যানটিকে লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে যাওয়া হয়েছে ১৯ ও ২০ নং পিলারের কাছে। আজ সকাল থেকে স্প্যানটিকে পিলারের ওপর বসানোর কাজ শুরু হবে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোঃ আব্দুল কাদের বলেন, সেতুর ৪.২০ কিলোমিটার এখন দৃশ্যমান হয়েছে। আজ ২৯তম স্প্যান বসে গেলে দৃশ্যমান হবে ৪৩৫০ মিটার বা ৪.৩৫ কিলোমিটার। ২৯তম স্প্যাটি বসে গেলে বাকি থাকবে মাত্র ১২টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নবেম্বরের মধ্যে সব স্প্যান খুঁটিতে বসে যাওয়ার কথা আছে। তবে দায়িত্বশীল প্রকৌশলীরা মনে করছেন নির্ধারিত সময়ের আগেই আগস্টের মধ্যে খুঁটির ওপর সব স্প্যান বসে যাবে। দ্বিতল সেতুর ওপরে থাকবে সড়কপথ আর নিচে থাকবে রেলপথ। যা এখন ক্রমেই বিস্তৃত হচ্ছে।

পুরো প্রকল্পটিই আইসোলেটেড। তাই এখানকার দেশী-বিদেশী কর্মীরা অনেকটাই নিরাপদ। তাই এখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করতে সমস্যা হচ্ছে না। বাইরের কাউকেই এখানে এখন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভেতরে করোনার স্বাস্থ্যবিধি সবই মেনে চলা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

জামানত ছাড়াই ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচী

downloadfileস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জামানত ছাড়াই নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৩ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি নিয়েছে সরকার। প্রয়োজনে এই তহবিলের পরিমাণ বাড়ানো হবে।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে দেশের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীরা তাঁদের আয় উৎপাদন কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনঃ অর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। এই স্কিমে তহবিলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা। তবে প্রয়োজনের নিরিখে বাংলাদেশ ব্যাংক তহবিলের পরিমাণ বৃদ্ধি করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ হাজার কোটি টাকার এই কর্মসূচির মূল বিষয় হলো, কোনো মর্টগেজ বা বন্ধকের প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধক ছাড়া প্রান্তিক কৃষক, ক্ষুদ্র বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রতিষ্ঠান এই নীতিমালার আওতায় ঋণ সুবিধাপ্রাপ্ত হবেন। এই নীতিমালার মাধ্যমে উপকারভোগীরা খুব সহজে ঋণ সুবিধাপ্রাপ্ত হবেন। এই ঋণে নারীরা বিশেষ সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষক, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঋণ দেবে এনজিওগুলো। ফলে এই বিনিয়োগটি হবে অত্যন্ত নিরাপদ। কারণ এ ক্ষেত্রে অর্থায়নকারী ব্যাংকের কাছে সরাসরিভাবে দায়বদ্ধ হবে আমানত গ্রহণকারী এনজিও। এই স্কিমের আওতায় ঋণের যথেচ্ছ ব্যবহারের সুযোগ নেই, কারণ এই ঋণ প্রদানের ক্ষেত্রে আমানত গ্রহণকারী এনজিওকে তাদের বিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে ঋণ সুবিধা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঋণের মেয়াদ চলাকালে ঋণগ্রহীতার কোনো সমস্যার ক্ষেত্রে এই নীতিমালায় বিমার ব্যবস্থা রাখা হয়েছে। তবে যাঁরা ঋণখেলাপি, তাঁরা এ ঋণ পাবেন না।

স্টকমার্কেটবিডি.কম/

সব ঋণের সুদ দুই মাস স্থগিত করলো কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে দুই মাস সব ধরনের ঋণের সুদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত সুদ ব্যাংকের আয় খাতে স্থানান্তরও করা যাবে না। সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল ও মে মাসের সুদ স্থগিত থাকবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ১ এপ্রিল থেকে আগামী ৩১ মে পর্যন্ত আরোপিত সুদ আদায় বন্ধ থাকবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক জুন পর্যন্ত কেউ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলেও খেলাপি তালিকায় অন্তর্ভুক্ত না করতে নির্দেশ প্রদান করে।

করোনাকালে ব্যবসায়ীদের পাশে থাকতে ঋণের সুদ আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়ে গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলার জারি করেছে। ব্যাংক কম্পানি আইনের ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

করোনা পরিস্থিতিতে শিল্প-কারখানা বন্ধ থাকায় ব্যবসায়ীদের দাবি, আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি আদায় ও শিল্প খাতে বিপর্যয় ঠেকাতে ডিসেম্বর পর্যন্ত ঋণের সুদ মওকুফ করা। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংকটে পড়েছে দেশের শিল্প খাত। ব্যবসা চলমান না থাকায় অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। আর করোনায় সংকটে পড়া শিল্প খাতকে সহায়তা করতে প্রণোদনা ঘোষণা করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, এই দুই মাসের সুদ বা আরোপযোগ্য সুদ/মুনাফা ‘সুদবিহীন ব্লকড হিসাবে’ স্থানান্তর করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঋণ বা বিনিয়োগ গ্রহীতার কাছ থেকে আদায় করা যাবে না।

সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণ ও গতিশীল রাখার জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন সব ধরনের ঋণ বা বিনিয়োগের ওপর ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত এ দুই মাসের সুদ স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোনো ব্যাংক এরই মধ্যে কোনো ঋণের সুদ আয় খাতে স্থানান্তর করে থাকলে তা রিজার্ভ এন্ট্রির মাধ্যমে সমন্বয় করতে হবে। ব্লকড হিসাবে রক্ষিত সুদ সমন্বয়ের বিষয়ে পরবর্তী সময়ে অবহিত করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/