প্রণোদনার ৩১৫০ কোটি টাকা ঋণের আবেদন মালিকদের

bbস্টকমার্কেটবিডি ডেস্ক :

ভাইরাস সঙ্কটে শ্রমিকদের বেতন দিতে সরকার যে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল করেছে, সেখান থেকে ঋণ নিতে আবেদন করেছেন ২ হাজার ২০০ কারখানার মালিক।

এরমধ্যে বিজিএমইএ সদস্যভুক্ত কারখানার সংখ্যা ১ হাজার ৬১৫টি; বিকেএমইএভুক্ত ৫৫০টি। বাকি ৩৫টি ইপিজেড এলাকায় অবস্থিত পোশাক কারখানা।

৪৬টি ব্যাংকের মাধ্যমে এই কারখানাগুলোর মালিকদের ৩ হাজার ১৫০ কোটি টাকা ঋণ পেতে আবেদন জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকে।

আবেদনের বিপরীতে ইতোমধ্যেই ২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি সোমবার তিনি বলেন, “২ মে ছিল আবেদনের শেষ দিন। সেই সময় পর্যন্ত মোট ২ হাজার ২০০টি আবেদন জমা পড়ে। যার বিপরীতে টাকার অঙ্কে দাবি করা হয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকা।

“ইতোমধ্যে ২০০ হাজার কোটি টাকা ছাড়া করা হয়েছে। বাকিটা দু-একদিনের মধ্যেই ছাড় করা হবে।”

তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সচিব মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, তাদের সংগঠনভুক্ত ১ হাজার ৬১৫ জন কারখানা মালিক প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ দিতে আবেদন করেছেন।

টাকার অঙ্কে কত- জানতে চাইলে তিনি বলেন, “এই মুহূর্তে বলা যাবে না। হিসাব করে বের করতে হবে।”

নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেন, “আমাদের বিকেএমইএ থেকে ৫৫০ জনের মতো আবেদন করেছেন।” টাকার অঙ্ক তিনিও বলতে পারেননি।

৪৬টি ব্যাংকের ৩ হাজার ৪৭ কোটি টাকার মধ্যে ৫৪০ কোটি টাকা চাহিদা দিয়েছে এক্সিম ব্যাংক। ১২২টি প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি দিতে এই টাকার আবেদন করেছে ব্যাংকটি।

সাউথইস্ট ব্যাংক ১৫০টি প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ৪৪০ কোটি টাকা চেয়েছে বলে জানা গেছে। অন্য ব্যাংকগুলোর তথ্য পাওয়া যায়নি। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্টকমার্কেটবিডি.কম/

পণ্য আনা-নেওয়া করা যাবে, সিদ্ধান্ত আসেনি গণপরিবহন নিয়ে

Bus-356x220স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণ ছুটিতে জরুরি সেবার জন্য সড়ক, নৌ ও রেলপথে পণ্য পরিবহনে কোনো বাধা নেই। তবে দোকানপাট ও বিপণিবিতান খোলার আদেশ জারি হলেও ক্রেতা-বিক্রেতাদের যাতায়াতের জন্য গণপরিবহন চালুর কোনো সিদ্ধান্ত হয়নি।

ব্যবসায়ী, সাধারণ ক্রেতা, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সীমিত আকারে, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেওয়া উচিত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ পরিচালনা করতে চাইছে আগামী ৮ মে থেকে। গণপরিবহন চালু না হওয়ায় এয়ারলাইনস কম্পানিগুলো বিমান পরিচালনার বিষয়ে অনীহা দেখাচ্ছে।

এসব এয়ারলাইনস কম্পানির নীতিনির্ধারকরা বলছেন, গণপরিবহন বন্ধ থাকলে যাত্রীরা এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। এসংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর নির্দেশনা এলে উড়োজাহাজ চালু করা হতে পারে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, সরকারের নির্দেশনা পেলে আকাশ, সড়ক, রেল ও নৌপথে যাত্রীবাহী পরিবহন চালু করতে চাইছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ জন্য তাঁদের প্রস্তুতিও রয়েছে। বাংলাদেশ রেলওয়ে অবশ্য এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, পণ্যবাহী নৌপরিবহন বন্ধ হয়নি। যাত্রীবাহী নৌপরিবহন সরকারের নির্দেশ পেলে চালু করা হবে। যাত্রীবাহী নৌপরিবহন চালুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘জরুরি পণ্য সরবরাহের জন্য বাংলাদেশ রেলওয়ে সেবা দিচ্ছে। যাত্রীবাহী ট্রেন চালুর জন্য আমাদের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশ পেলে আমরা তা পালন করব।’

রাজধানীসহ সারা দেশে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। এই ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে গতকাল সোমবার।

স্টকমার্কেটবিডি.কম/

করোনার লড়াইয়ে ৮শ’ কোটি ডলারের তহবিলের প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

ইইউ প্রধান উরসুলা ফন দেয়ার লায়েন

ইইউ প্রধান উরসুলা ফন দেয়ার লায়েন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাস প্রতিরোধে টিকা তৈরি, গবেষণা ও বণ্টন এবং চিকিৎসার জন্য সোমবার ৮০০ কোটি ডলারের একটি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। তাদের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন। তবে এই দলে নেই যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রাসেলসে সংবাদ সম্মেলন করে বিষয়গুলো নিশ্চিত করেছেন ইইউ প্রধান উরসুলা ফন দেয়ার লায়েন।

তহবিল গঠনের উদ্যোক্তাদের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ব্রিটেন, নরওয়ে ও সৌদি আরব। এ নিয়ে গতকাল একটি অনলাইন সম্মেলনও ডাকা হয়। জাপান, কানাডা, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কিছু দেশের নেতারা তাতে অংশ নেন। চীনের পক্ষ থেকে অংশ নেন ইইউয়ে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের এ প্রচেষ্টায় খোলা চিঠি দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। আগামী কয়েক সপ্তাহ বা মাস ধরে এ তহবিল সংগ্রহ করা হবে। বিশ্ব ব্যাংক, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও ধনী ব্যক্তিরা এই প্রচেষ্টায় যুক্ত হবেন।

ইইউ প্রধান উরসুলা বলেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আমরা করোনাভাইরাস মোকাবিলায় টিকা, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং চিকিৎসার জন্য সামগ্রিকভাবে ৮০০ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি পেয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/