খাদ্য উৎপাদন আরও বাড়াতে সব ধরনের প্রচেষ্টা চলছে: কৃষিমন্ত্রী

razzakস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলা করতে হলে খাদ্য উৎপাদন আরও অনেক বাড়াতে হবে।

আগামীর ফসল আমন ও রবি মৌসুমে বীজ, সার, সেচ প্রভৃতিতে যাতে কোন সমস্যা না হয়, সংকট তৈরি না হয় সেজন্য সব ধরনের প্রচেষ্টা চলছে।

কৃষিমন্ত্রী আজ সোমবার তার সরকারি বাসভবন থেকে আমন ও রবি শস্য উৎপাদন বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থাপ্রধানদের সাথে অনলাইন সভায় যোগ দিয় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মহামারি করোনার করাল গ্রাসে আজ পুরো পৃথিবী বিপর্যস্ত।

ইতিমধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে।
এর ফলে কোন কোন দেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষও হতে পারে।

এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে ও অন্যান্য ভিডিও কনফারেন্সে বার বার কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিচ্ছেন। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশনা দিয়েছেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী করোনার দুর্যোগ মোকাবিলা করার জন্য দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির বর্তমান ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বেগবান ও ত্বরান্বিত করতে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী করোনার দুর্যোগ মোকাবিলা করার জন্য দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির বর্তমান ধারা শুধু অব্যাহত রাখা নয়, তা আরও বেগবান ও ত্বরান্বিত করতে কৃষি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, আমন আবাদের এরিয়া বাড়ানোর সুযোগ খুব একটা নেই। তবে উন্নতমানের জাত ও মানসম্পন্ন পর্যাপ্ত বীজ সরবরাহ এবং গবেষণা পর্যায়ে বিভিন্ন জাতের ঘোষিত হেক্টর প্রতি ফলন ও কৃষকের মাঠে উৎপাদিত হেক্টর প্রতি ফলনের পার্থক্য কমিয়ে এনে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে রিট

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।

রিট আবেদনে আগুনে পুড়ে ৫ জন রোগীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং নিহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া ৫ জন রোগীর মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন হত্যা মামলা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ জনস্বার্থে আজ সোমবার এ রিট আবেদন দাখিল করেন।

রিট আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/

ডেল্টা হসপিটালের শেয়ার প্রতিষ্ঠানগুলো পাবে ১১ টাকায়

deltaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) প্রক্রিয়াধীন ডেল্টা হসপিটাল লিমিটেডের শেয়ার দর ১১ টাকা করে প্রতিষ্ঠানের জন্য নির্ধারন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিডিংয়ে এ শেয়ার ১১ টাকা সর্বনিম্ন দরে দর প্রস্থাব করে একাধিক প্রতিষ্ঠান। বিডিংয়ে কোম্পানিটির মোট ৩২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ারের দর প্রস্তাব করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

সর্বোচ্চ ৪৬ টাকাও দর প্রস্তাব করা হয়। তবে সর্বনিম্ন প্রস্তাবিত দর ১১ টাকায় নেমে আসে। তবে সবচেয়ে বেশি দর প্রস্তাব পড়ে ১৫ টাকায়।

১৫ টাকায় মোট ১৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব পেশ করেছে। এই দরে ২০ শতাংশের বেশি শেয়ার প্রস্তাব করা হয়। আর দ্বিতীয় অবস্থানে ৮ শতাংশ শেয়ারের দর ছিল ১৪ টাকায়।

এখন নিয়মানুযায়ী ৪৬ টাকা দর প্রস্তাবকারী প্রতিষ্টানকেও ১১ টাকায় শেয়ার দিবে ডেল্টা হসপিটাল। উক্ত প্রস্তাবকারী যে পরিমাণ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে তাকে সেই হারেই শেয়ার দিতে হবে। আর এসব শেয়ারের দর পড়বে ১১ টাকা।

অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই শেয়ার দর আসবে এই কাট অফ প্রাইস বা ১১ টাকার চেয়ে ১০ শতাংশ কম দরে।

ডিএসই সূত্র জানা যায়, কোম্পানিটি অতিসত্বর কাট অফ প্রাইস নির্ধারণ করে আবেদন করবে। যা বিডিংয়ের পরের তিন দিনের মধ্যে করার কথা ছিল। সাধারণ ছুটির কারণে এখন কোম্পানিটি অতিরিক্ত সময় পাচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় সম্প্রতি কোম্পানির বিডিং অনুষ্ঠিত হয়। গত ২২ মার্চ বিকাল ৫ টা হতে ২৫ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত এই বিডিং চলে।

বিডিংয়ে মোট ৮৮ টি প্রতিষ্ঠান নিজেদের সুবিধামত দর প্রস্তাব করে। এসব প্রতিষ্ঠান নির্ধারিত দরে ডেল্টা হসপিটাল লিমিটেডের শেয়ার পাবে।

স্টকমার্কেটবিডি.কম/

মুন্নু সিরামিকস ও মুন্নু স্ট্যাফলার্সের বোর্ড সভা আহবান

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি মুন্নু সিরামিকস লিমিটেড ও মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের চলতি বছরের তৃতীয়  প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০১৯-২০২০ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টা ও সাড়ে ৩ টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিগুলোর এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মেট্রো স্পিনিংয়ের বোর্ড সভা ৭ জুন

metrস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানী উত্তরায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ম্যাকসন স্পিনিংয়ের বোর্ড সভা ৭ জুন

maksonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং মিলস  লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানী উত্তরায় অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইসলামিক ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

islami fস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক  ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেণ্ট  লিমিটেডের বোর্ড সভা আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। এ বোর্ড সভায় কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে বেলা ৩ টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে গত বছরের লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. স্কয়ার ফার্মা
  2. বেক্সিমকো ফার্মা
  3. গ্রামীনফোন লিমিটেড
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  6. সিলভা ফার্মা
  7. মুন্নু সিরামিকস
  8. ওরিয়ন ফার্মা
  9. সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস
  10. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

সূচক কমলেও লেনদেন অনেকটা বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচকের পতন হলেও লেনদেন অনেকটা বেড়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.১৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৩.৪৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেনের পরিমাণ ছিল ১৪৩ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭০টির। আর দর অপরিবর্তিত আছে ২৩০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, সিলভা ফার্মা, মুন্নু সিরামিকস, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মাসিটিউক্যালস ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লিন্ডে বিডি ও ভিএফএস থ্রেড ডায়িং  লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফরচুন সুজের বোর্ড সভা ৬ জুন

fortuneস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৬ জুন আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি