নাহী এলুমিনিয়াম কম্পোজিটের প্রতিবেদন প্রকাশ

naheeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নাহী এলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৯২ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৬০ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৯৭ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১৫.০৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

সাবেক অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক মারা গেলেন

wahedulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও এইচএম এরশাদের শাসনামালের অর্থমন্ত্রী ড. ওয়াহিদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) ৮৭ বছর বয়সে ওয়াহিদুল হকের মৃত্যু হয় বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। প্রথমে কিছুদিন তিনি বার্কেলি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন ও পরে টরেন্টো বিশ্ববিদ্যালয়ে যোগদান করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

১৯৮৮ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯০ সালের মে মাস পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. ওয়াহিদুল হক।

স্টকমার্কেটবিডি.কম/

সিঙ্গাপুর, কুয়ালালামপুরে স্থগিত হলো বিমানের ফ্লাইট

bimanস্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, করোনায় উদ্ভূত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে ৩১ আগস্ট পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত করা হলো।

পরবর্তী সময়ে কবে ফ্লাইট চালু হবে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৩৪ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১২.৫৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১০.৬৪ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ৯.৩০ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১.৩৪ পয়েন্ট বা ১২.৫৯ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৫৩ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৩.৮৬ পয়েন্টে, বস্ত্র খাতের ১৩.২৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৬.৫১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৩৫ পয়েন্টে, বীমা খাতের ১০.৫৪ পয়েন্টে, বিবিধ খাতের ১৯.৭৪ পয়েন্টে, খাদ্য খাতের ৭.৫১ পয়েন্টে, চামড়া খাতের ১৮.১৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৬.০১ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.১৯ পয়েন্টে, আর্থিক খাতের ২০.৯১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩০.৯০ পয়েন্টে, পেপার খাতের ৪৩.৫৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ৯.২৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১১.১৩ পয়েন্টে, সিরামিক খাতের ২০.৩১ পয়েন্টে এবং পাট খাতের পিই ৩১.১২ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

৪ দিনে বাজার মূলধন বেড়েছে ৯৪১ কোটি টাকা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে। একইসঙ্গে বাজার মূলধন ৯৪১ কোটি টাকার বেশি বেড়েছে। তবে এসপ্তাহে লেনদেনের পরিমাণ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ১০ হাজার ৮৩৪ কোটি টাকা আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৭৭৫ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মূলধন বেড়েছে ৯৪১ কোটি টাকা বা ০.৩০ শতাংশ।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩,৩৩৪ কোটি ৮১ লাখ টাকার। আগের সপ্তাহের ৫ দিনের গড় লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৮৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১০৭২ শতাংশ বেশি।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৩৬৫ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৬.৮৭ কোটি ৩৫ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৯৮৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৯ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮১টির শেয়ার ও ইউনিট দর। আর ১৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সিকিউরিটিজ ডিপোজিটরি প্রতিষ্ঠার লক্ষ্যে সিসিবিএল গঠন

CCBLস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান হলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার জনাব আব্দুস সালাম সিকদার৷

বাংলাদেশের শেয়ারবাজারের অটোমেশন শুরু হয় ৯০ দশকের শেষের দিকে আর্থিক প্রযুক্তি সংস্থাপনের মাধ্যমে৷ দেশের শেয়ারবাজারের অব্যাহত আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে বাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীদারগণ স্টক এক্সচেঞ্জকে আধুনিকীকরণ, সিকিউরিটিজ ডিপোজিটরি প্রতিষ্ঠার উগ্যোগ গ্রহণ করেন৷

গত বৃহস্পতিবার সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রথম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন সাবেক কমিশনার জনাব আব্দুস সালাম সিকদার৷

এর আগে সর্বশেষ গত ১৭ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগদান সম্পন্ন করে এবং ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানের জন্যে সিসিবিএল কে চিঠি প্রদান করে।

১৪ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ পরিচালনা পর্ষদের ১১ সদস্য নিয়ে প্রথম পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হয়। বাকি দুইজন শেয়ার ধারক পরিচালকের একজন ঢাকা স্টক একচেঞ্জ থেকে ও এক জন কৌশলগত বিনিয়োগকারী থেকে আসবেন এবং সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক পরবর্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন।

স্বতন্ত্র পরিচালকগণ হলেন, বিএসইসি’র সাবেক কমিশনার মোঃ আঃ সালাম সিকদার, সিডিবিএল-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. সামাদ, এফসিএ, সানোফি এর সাবেক অর্থ পরিচালক মোহাম্মদ তাজদিকুল ইসলাম এফসিএমএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, পিএইচডি, এফসিএমএ, বেসিস এর সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিন্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারেক এবং প্রথম সভায় উপস্থিত ৪ জন শেয়ারহোল্ডার পরিচালকগণ হলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, সিডিবিএল এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান৷

মোঃ আঃ সালাম সিকদার ২০১১ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন৷ তিন বছরের প্রথম মেয়াদ সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় মেয়াদে আরও চার বছর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন৷ মোঃ আঃ সালাম সিকদার বাংলাদেশ সিভিল সার্ভিস (জুডিশিয়াল) ক্যাডারের সদস্য হিসেবে সর্বশেষ বরিশালের জেলা ও দায়রা জজ থাকা অবস্থায় ২০১১ সালে অবসর গ্রহণ করেন৷ তিনি ১৯৭৯ সালে পিরোজপুর কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন৷ ১৯৮৩ সালে তিনি পিরোজপুর জেলা বারের সদস্য হিসেবে আইন ব্যবসা শুরু করেন৷ জনাব সিকদার ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (জুডিশিয়াল) ক্যাডারে সহকারী জাজ হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে সাব জাজ, অতিরিক্ত জেলা জাজ এবং জেলা হিসেবে প্রথমে বরিশাল ও পরবর্তী সময়ে ঢাকা সহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন৷ চাকরিকালে তিনি বিচার প্রশাসন, সার্ভে এন্ড সেটেলম্যান্ট, বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণসহ বেশ কিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেন৷

জনাব সিকদার একজন মুক্তিযোদ্ধা৷ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের বিহার রাজ্যে চাকুলিয়া ট্রেনিং সেন্টারে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ৯ নং সেক্টরে সক্রিয়ভাবে পাকিস্তানি মিলিটারীদের বিরুদ্ধে সন্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন৷ তিনি ৬৯ এর গণআন্দোলন এবং ছয় দফার অনুকূলে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণকে উদ্ভূদ্ধ করেন৷

বাংলাদেশের শেয়ারবাজারের অটোমেশন শুরু হয় ৯০ দশকের শেষের দিকে আর্থিক প্রযুক্তি সংস্থাপনের মাধ্যমে৷ দেশের শেয়ারবাজারের অব্যাহত আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে বাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীদারগণ স্টক এক্সচেঞ্জকে আধুনিকীকরণ, সিকিউরিটিজ ডিপোজিটরি প্রতিষ্ঠার উগ্যোগ গ্রহণ করেন৷

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শেয়ারবাজার একটি যুযোপযোগী সেন্ট্রাল কাউন্টার পার্টি গঠনের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট) বিধি, ২০১৭ প্রণীত হয়৷ উল্লেখিত বিধির অধীনে জানুয়ারি, ২০১৯ সালের সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) নামে একটি কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয়৷

স্টকমার্কেটবিডি.কম/