পদ্মা লাইফের নো ডেভিডেন্ড ঘোষণা

padma lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে বিমাটি।
আগামী ২৬ সেপ্টেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৪ আগস্ট ।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ

সমস্যা সমাধানে কন্ট্রোল সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়

tanaryস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্য মন্ত্রণালয় কাঁচা চামড়া কেনা-বেচা সংক্রান্ত সমস্যার সমাধানে একটি কন্ট্রোল সেল খুলেছে।
ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে এ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আগামীকাল থেকে ৩ আগষ্ট পর্যন্ত এ কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পবিত্র ঈদুল আজহায় চামড়া সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সংক্রান্ত যে কোনো ধরনের উদ্ভুত সমস্যা-সমাধানের লক্ষ্যে বাাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেলের  মোবাইল ০১৭১১ ৭৩৪২২৫, ০১৭১৬ ৪৬২৪৮৪, ০১৭১২ ১৬৮৯১৭ ও ০১৭১৩ ৪২৫৫৯৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটিবিডি.কম/

জি কিউ বলপেনের বোর্ড সভা ৫ আগষ্ট

gq pen-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৫ আগস্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি ৩১ মার্চ ২০২০ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে

এদিন বেলা ৩টা ৩০ মিনিটে রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/ইএস

ইসলামী ইন্সুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Islami-Insu-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (এপিল-জুন ২০) কোম্পানির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৮ টাকা।

আর (জানু-জুন, ২০) এ ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮০ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের সম্বনিত মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৬৩ টাকা। যা ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৪.৮৫ টাকা।

স্টকমার্কেটিবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. পাইওনিয়ার ইন্সুরেন্স
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. গ্রামীনফোন লিমিটেড
  5. স্কয়ার ফার্মা
  6. ইস্টার্ণ ইন্সুরেন্স
  7. সোনার বাংলা ইন্সুরেন্স
  8. বীকন ফার্মাসিউটিক্যালস
  9. নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল
  10. লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসইতে ৫৮০ ও সিএসইতে ১১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.২২ পয়েন্ট বেড়ে অবস্থান বেড়ে ৪২১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৮৪ বেড়ে অবস্থান করছে ৯৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪২০ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৯০ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৮টির। আর দর অপরিবর্তিত আছে ১২৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, পাইওনিয়ার ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, গ্রামীনফোন লিমিটেড, স্কয়ার ফার্মা, ইস্টার্ণ ইন্সুরেন্স, সোনার বাংলা ইন্সুরেন্স, বীকন ফার্মাসিউটিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৯৫৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দরবেড়েছে ৯৮টির, কমেছে ৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৯৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ণ ইন্সুরেন্স ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ফেডারেল ইন্স্যূরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

federal-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ফেডারেল ইন্স্যূরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৫ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় নিজস্ব কার্যলয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ৩০ ডিসেম্বর শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। এসভায় এজিএমের তারিখ ঘোষণা করা হবে।

গত বছর এই বিমাটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোাষণা করেছিলো।

স্টকমার্কেটবিডি.কম/ইএসএ