শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য এসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানায়, কোম্পানির আইপিও আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এই আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে।
প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার মূল্যের সমপরিমাণ বা ৫০০০ টাকা করে জমা দিতে হবে।
সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচবাবদ ব্যয় করা হবে।
২০১৯ সালে ৩০ জুন পর্যন্ত এসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদের মূল্য দেখানো হয়েছে ১৭.৩৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।
স্টকমার্কেটবিডি.কম/