পাট ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের নির্দেশ

Jut-goodsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারীর মধ্যে বিশ্বে পাটসহ বাংলাদেশের কৃষি পণ্যের বাজারে সম্প্রসারণের পদক্ষেপ নিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “গত এক বছরে বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের রপ্তানির কী অবস্থা হল, ধারণা ছিল ম্যাসিভ ডিজাস্টার হবে, কিন্তু দেখা গেল এ সময়ে (গত বছরের তুলনায়) মাত্র ১৫ শতাংশ রপ্তানি কম হয়েছে।”

মহামারীর মধ্যে পাট রপ্তানি বেড়ে যাওয়ার তথ্য তুলে ধরে আনোয়ারুল বলেন, “আমাদের জন্য এটা একটা নতুন দিগন্ত। এ সময়ে পাট পণ্যের রপ্তানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তাই মন্ত্রিসভা থেকে বিশেষ অবজার্বেশন দেওয়া হয়েছে যে, বিশ্ববাজারে পাট ও কৃষিপণ্যের অবদান বাড়াতে হবে।

“যেহেতু বিশ্ববাজারে জুটের চাহিদা প্রচুর রয়েছে, তাই কেবিনেট থেকে বিশ্বে জুটসহ অন্যান্য কৃষি পণ্যগুলোর বাজার এক্সপ্লোর করার বিষয়ে কাজ করার জন্য বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।”

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ৩৯১ কোটি (৩.৯১ বিলিয়ন) ডলার আয় করেছে বাংলাদেশ। এর মধ্যে ১০ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার এসেছে পাট ও পাট পণ্য রপ্তানি থেকে।

আর গত ২০১৯-২০ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট ৮৮ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের চেয়ে ৮ দশমিক ১০ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম/

সোনাদিয়ায় না মাতারবাড়িতে হচ্ছে গভীর সমুদ্রবন্দর

myanmar-portস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাকৃতিক বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট না করতে মাতারবাড়ির কাছাকাছি সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

এজন্য ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’ এর খসড়া নীতিগত অনুমোদনের বিষয়ে মন্ত্রিসভা কর্তৃক ২০১২ সালের ২ জানুয়ারি গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর করার কথা ছিল। ২০১২ সালের ২ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন অনুমোদন দেওয়া হয়েছিল।

‘কিন্তু পরবর্তী সময়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সোনাদিয়ায় আর কোনো সমুদ্রবন্দর হবে না। সোনাদিয়ার খুব কাছাকাছি মাতারবাড়িতে একটা সমুদ্রবন্দর নির্মাণ চলছে। যেহেতু মাতারবাড়িতে হয়ে গেছে সেজন্য সোনাদিয়ায় যদি আরেকটি সমুদ্রবন্দর হয় তবে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের অনেক ভারসাম্য ক্ষুণ্ন হবে। ’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা যখন স্টাডিতে ধরা পড়ল তখন সরকার সিদ্ধান্ত নিল সোনাদিয়ার প্রকৃতির ক্ষতি করে সমুদ্রবন্দর করার দরকার নেই। মাতারবাড়িই মাচ মোর সুইটেবল।

‘সেজন্য এখন আর ওই আইনের কোনো প্রয়োজনীয়তা নেই বলে ওই আইন বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনসিসি ব্যাংকের উদ্দ্যোক্তা ১০ লাখ শেয়ার কিনবে

ncc1-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আব্দুস সালাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ডায়িংয়ের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি ঢাকা ডায়িং এন্ড মেনুফেকচারিং লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য বা দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে ঢাকা ডায়িং জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ব্র্যাক ব্যাংক
  4. ডেল্টা ব্র্যাক হাউজিং
  5. স্কয়ার ফার্মা
  6. ওরিয়ন ফার্মা
  7. লাফার্জ হোলসিম বিডি
  8. গ্রামীণফোন লিমিটেড
  9. আইএফআইসি ব্যাংক
  10. লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে ১১৬৬ ও সিএসইতে ৩২ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১১৬৬ কোটি টাকার উপরে হয়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকও সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৬৬ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৯০৭ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯১টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, গ্রামীণফোন লিমিটেড, আইএফআইসি ব্যাংক ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৫.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদন করবে : শিল্পমন্ত্রী

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড জাপানের মিটশুবিসি কর্পোরেশনের কারিগরি সহায়তায় মোটরগাড়ি উৎপাদন করবে। এটি হবে বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি। এ লক্ষ্যে শিল্পমন্ত্রণালয় কাজ করছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সাথে আজ সোমবার এক বৈঠকে এ কথা জানান।

শিল্পমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ শিল্প মন্ত্রণালয় এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব ব্র্যান্ডের মোটরগাড়ি উৎপাদনের লক্ষ্যে খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০২০ চূড়ান্ত করা হবে। এ নীতির আলোকে অটোমোবাইল শিল্পখাতে জাপানের কারিগরি সহায়তা প্রদানের সুযোগ উন্মক্তু হবে।
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের জাপানি বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বিএসইসি’র সাথে ডিবিএ’র সদস্যদের সৌজন্য সভা সোমবার

DBAস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এ∙চেঞ্জ কমিশনের সাথে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সকল সদস্যবৃন্দের (ডিএসই ব্রোকার) একটি সৌজন্য সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) কর্তৃক আয়োজিত উক্ত সৌজন্য সভা আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এ∙চেঞ্জ কমিশন উক্ত সৌজন্য সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এ∙চেঞ্জ কমিশনের কমিশনার খন্দকার কামালুজ্জামান, ড. শেখ সামছুদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ও মোঃ আব্দুল হালিম উক্ত সভায় অংশগ্রহন করবেন।

ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ছেলেকে ১.৭৮ কোটি শেয়ার দিবে পরিচালক বাবা

al-arafah_110114স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের স্পন্সর পরিচালক তার ছেলেকে ১ কোটি ৭৮ লাখ শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

বাদশা মিয়া নামে ব্যাংকটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ১ কোটি ৭৮ লাখ শেয়ার তার ছেলে রফিকুল ইসলামকে প্রদান করবেন। তার হাতে মোট ২ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ৬০২টি শেয়ার রয়েছে।

এসব শেয়ার তিনি তার সন্তানকে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি ফাইন্যান্সের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

bd-finaceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভার দিন পূন:নির্ধারণ করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০২০ সালের প্রথম ও দ্বিতিয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটি আজ ৩১ আগষ্ট সন্ধ্যা ৮ টায় মতিঝিলের নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

আগে ২৭ আগষ্ট কোম্পানিটি এই বোর্ড সভা আহবান করে পরে তা স্থগিত করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/