সামাজিক মাধ্যমে তথ্য না ছড়ানোর নির্দেশ বিএসইসি’র

shibli-rubayat-ul-islam_0স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের কোন শেয়ারের ভবিষ্যতে দর বাড়বে বা কমবে ইত্যাদি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়ানো ব্যক্তি বা দলকে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এক নির্দেশনায় এমন নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির ওই নির্দেশনায় বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম ও লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যত দর নিয়ে যেকোন ধরনের ভবিষ্যতবাণী, অপ্রকাশিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/

ড্রাগন সোয়েটারের বিরূদ্ধে এবার ইউরোপে মানববন্ধন

1110062125স্টকমার্কেটবিডি ডেস্ক:

রাজধানীর মালিবাগের ড্রাগন গ্রুপের একাধিক কারখানায় শ্রমিক ছাঁটাই ও পাওনা ইস্যু নিয়ে দুই বছর ধরে অসন্তোষ চলে আসছে। সর্বশেষ গত সোমবারও রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন শ্রমিকরা। এবার দাবি আদায়ে ভিন্ন পথে হাঁটছে শ্রমিক অধিকার সংগঠনগুলো।

ড্রাগনের আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের দোকানের সামনে ইউরোপের একাধিক দেশে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রমিক অধিকার সংগঠনের প্রতিনিধিরা। শ্রমিক ছাঁটাই ও পাওনা না দেওয়ার অভিযোগ তুলে জার্মানির হামবুর্গ ছাড়াও একাধিক শহর, আয়ারল্যান্ড, স্পেন ও ব্রাজিলেও তাঁরা জড়ো হওয়ার খবর শোনা গেছে।

জানা গেছে, নিউইয়র্কার, ওয়ালমার্ট, লিডলের মতো ব্র্যান্ডের পোশাক তৈরি করে ড্রাগনের কারখানাগুলো। এসব ব্র্যান্ডের খুচরা দোকানের সামনে জড়ো হয়ে বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানের কারখানাগুলোর ‘অবৈধ শ্রমিক ছাঁটাই’ বন্ধ করা ও পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।

দেশে ড্রাগনের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ইউনিয়নসের আওতাভুক্ত। জানা গেছে, এই সংগঠন থেকেই মূলত ড্রাগনের শ্রমিকদের পাওনা আদায় ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়ানো হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মইন বলেন, ‘আমরা বাধ্য হয়েছি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়নগুলোকে বলতে, যাতে বায়ারকে চাপ দেয়। এর পর কিছুদিন ধরে জার্মানি, আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন জায়গায় তারা ব্র্যান্ডগুলোর খুচরা দোকানের সামনে দাঁড়িয়েছে।’

এদিকে দেশের শ্রমিকদের পাওনাসংক্রান্ত ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে টেনে নেওয়ার বিষয়টি নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। এতে ব্র্যান্ডদের পাশাপাশি সার্বিকভাবে দেশের গার্মেন্ট পণ্য রপ্তানিকারকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ প্রসঙ্গে মঞ্জুর মইন বলেন, ‘শ্রমিক পাওনা না পেলে আন্তর্জাতিক ক্রেতারা কেন বলছে না, এ জন্য তারাও দায়ী। কারণ এখানে শ্রমিক বঞ্চিত হওয়ার সুবিধা নিচ্ছে ব্র্যান্ডগুলো।’

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন (ডিআইএফই) কর্মকর্তারা আগামীকাল (আজ বুধবার) ইস্যুটি সমাধান করবেন বলে আশ্বাস দেওয়ার পর আমরা কর্মসূচি আপাতত স্থগিত করেছি।’ সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম/

সাড়ে ১২ হাজার হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে স্বাস্থ্য অধিদপ্তর আজ এ তথ্য জানায়।

তবে লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত-তা জানা নেই বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, কোভিড এবং নন কোভিড হাসপাতালের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরে আদালত এ সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও এডভোকেট ইশরাত হাসান।

এর আগে দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে লাইসেন্স এ বিষয়ে জানতে চান হাইকোর্ট। গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দাখিল করেন।

স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বন কত শতাংশ, তথ্য দিতে পারে না বন বিভাগ: সচিব

1599037156.secretaryস্টকমার্কেটবিডি ডেস্ক:

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী অভিযোগ করে বলেছেন, আমি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে, আমাদের বন কত শতাংশ আছে সেই তথ্য আমাদের বন বিভাগও সঠিকভাবে দিতে পারে না। একেকবার একেক তথ্য দেয়া হয়, একেক তথ্যে একেকবার একেকটা আসে।

তিনি বলেন, বন কিন্তু বাড়ানোর সুযোগ নেই। আমরা সেই তথ্য নিয়েও অনেকবার তাদের সাথে সভা করেছি। তারা কিন্তু সঠিক তথ্য দিতে পারে না।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভবনে দুই দিনব্যাপী এক কর্মশালায় অংশ নিয়ে এ মন্তব্য করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব।

মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, জলবায়ুর প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়গুলো লক্ষ্য করলে দেখি যে, সেগুলোর ইনটেনসিটি কিন্তু দিনদিন বাড়ছে। একই প্রকারে সেগুলোর ফ্রিকোয়েন্সিও অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে যে ক্ষয়ক্ষতি, সেটা নিরূপণও আমাদের সঠিক পদ্ধতিতে হয় না। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি বুলবুলের সময় ফসলের যে ক্ষতি হলো, কৃষি বিভাগ তথ্য দিলো— বরিশাল বিভাগের ৫০ শতাংশ ড্যামেজ হয়ে গেছে। সেটা আমার কাছে মনে হলো না। আমি নিজে প্রত্যন্ত এলাকা ঘুরেছি। আমি বলেছি ১০ শতাংশ ক্ষতি হতে পারে। পরবর্তীতে ফসল যখন ঘরে উঠলো, কৃষি বিভাগের তথ্য হলো, যে ফসল হারভেস্ট করেছে, তা তাদের টার্গেট অতিক্রম করে গেছে! যদি টার্গেটই অতিক্রম করে গিয়ে থাকে, তাহলে ড্যামেজটা কী হলো?

তিনি আরও বলেন, অনেকগুলো ছোট ছোট বিষয় চিন্তার একটি অংশ থেকে যাচ্ছে যে, আমরা তথ্যগুলো কীভাবে সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি। এ জন্য আমাদের প্রধান অতিথি (পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান) মহোদয় বলে গেলেন, বিবিএসকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি পরিসংখ্যান তারা সংগ্রহ করবে এবং সেগুলো সরকারি যেকোনো কাজে ব্যবহার করতে হবে।

‘ক্যাপাসিটি বিল্ডিং ফর জেনারেটিং এসডিজিস ডাটা উইথ ফোকাস টু এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে বিবিএস।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের অভিঘাত প্রভৃতির অ্যাসেসমেন্ট পরিমাপের প্রাতিষ্ঠানিকীকরণের পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশ করা। এই কাজে মোট খরচ করা হবে ৩৬ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকা। ২০১৯ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে।

স্টকমার্কেটবিডি.কম/

ছেলে-মেয়েদের শেয়ার দিবেন বাবা-মা

acmeeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের দুজন স্পন্সর পরিচালক তাদের ছেলে-মেয়য়েদেরকে শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মিজানুর রহমান সিনহা নামে কোম্পানিটির এক স্পন্সর পরিচালকের হাতে থাকা ৩৫ লাখ ১৬ হাজার ৪৪৫টি শেয়ার তার মেয়ে তাসনিম সিনহাকে প্রদান করবেন। তার হাতে মোট ২ কোটি ৭ লক্ষ ৬১ হাজার ৫৬৫টি শেয়ার রয়েছে।

জাহানারা মিজান সিনহা নামে কোম্পানিটির আরেক স্পন্সর পরিচালকের হাতে থাকা ৩৫ লাখ ১৬ হাজার ৬৭২টি শেয়ার তার ছেলে তানভির সিনহাকে প্রদান করবেন। তার হাতে মোট ১ কোটি ৫ লক্ষ ১৯ হাজার ৭৪৪টি শেয়ার রয়েছে।

এসব শেয়ার তারা তাদের সন্তানদেরকে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্লক মার্কেটে ২৮৫ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানির ২৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৩৮৫টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮৫ কোটি ৬২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২৫৬ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৪ লাখ টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।

এছাড়া উত্তরা ব্যাংকের ৬ লাখ ২ হাজার টাকার, ইউনাইটেড কমার্মিয়াল ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার, শাহজিবাজার পাওয়ারের ৮ লাখ ৬৫ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকার, সী পার্লের ২২ লাখ ৯৩ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ২৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮ হাজার টাকার, রেকিট বেনকিজারের ১৯ লাখ টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ১০ লাখ ১৭ হাজার টাকার, পূবালী ব্যাংকের ২৫ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৮৯ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩০ লাখ ৭৫ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৮ লাখ ৩৬ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৬ লাখ ১৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৬ লাখ ৪০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭ লাখ ৮৫ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ ৩৬ হাজার টাকার, জিকিউ বলপেনের ৩০ লাখ ৯৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৮ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৩ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪৩ হাজার টাকার, ডেসকোর ৩৫ লাখ ৯০ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. স্কয়ার ফার্মা
  4. ওরিয়ন ফার্মা
  5. গ্রামীণফোন লিমিটেড
  6. ব্র্যাক ব্যাংক
  7. এক্সপ্রেস ইন্স্যূরেন্স
  8. লাফার্জ হোলসিম বিডি
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. ফাইন ফুডস লিমিটেড।

ডিএসই’তে লেনদেন ১২’শ কোটি টাকা ছাড়ালো

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৯১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৩৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২০১ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৭৭৭ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন লিমিটেড, ব্র্যাক ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যূরেন্স, লাফার্জ হোলসিম বিডি, লংকা বাংলা ফাইন্যান্স ও ফাইন ফুডস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৭.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ১৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

এশিয়া ইন্স্যূরেন্সের শেয়ার কিনবে সাউথইষ্ট ব্যাংক

asiaস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সাউথইষ্ট ব্যাংক নামে বিমাটির এই পরিচালক ২০ লাখ শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

সেরা ব্রোকারেজ : ১ম লঙ্কাবাংলা, ২য় ব্র্যাক ইপিএল

dse1স্টকমার্কেটবিডি ডেস্ক:

চলতি বছরের আগস্ট মাসের লেনদেনের উপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। তালিকায় শীর্ষে অবস্থান করছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, দ্বিতীয় স্থানে রয়েছে ইউসিবি ক্যাপিটাল মানেজমেন্ট লিমিটেড। তৃতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।

আগস্ট মাসে শীর্ষ ২০ ব্রোকারেজ তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো-: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, এনসিসিবি অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমআর