মসজিদে গ্যাস বিষ্ফোরণে নিহতের পরিবারের পাশে সাইফ পাওয়ার

IMG-20200915-WA0003স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নারায়নগঞ্জ পশ্চিম তল্লা জামে মসজিদে গ্যাস বিষ্ফোরণ ঘটনায় নিহত মোঃ আবুল বাসার মোল্লা এর পরিবারকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম হিসেবে সাইফ পাওয়ার গ্রুপের মাসিক ভিত্তিতে পরবর্তী ০২ বছরের জন্য আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে।

গত ৪ সেপ্টেম্বর তারিখ নারায়নগঞ্জ পশ্চিম তল্লা জামে মসজিদে এক অনাকাঙ্খিত গ্যাস বিষ্ফোরণ ঘটনায় মোঃ আবুল বাসার মোল্লা ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই অপূরণীয় ক্ষতিতে সাইফ পাওয়ার গ্রুপের সকল সদস্য অত্যন্ত মর্মাহত এবং মৃত আবুল বাসারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

সাইফ পাওয়ার গ্রুপ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক ও বৈশ্বিক সংকটে সরকারকে সহায়তা করে চলছে। উদাহরণ সরূপ কভিড-১৯ মহামারি মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে ২ কোটি টাকা নগদ প্রদান সহ বিভিন্ন সরকারী হাসপাতাল ও প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার এবং পিপিই সামগ্রী প্রদান কর্মসূচী উল্লেখ যোগ্য। এছাড়াও আর্তমানবতার সেবায় এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি সর্বদা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে থাকে।

গত ৭ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় “আব্বায় মাস শেষে টাকা পাঠাইতো, এখন পাঠাইবে কে” শিরোনামে প্রকাশিত খবরটি সাইফ পাওয়ার গ্রুপের কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষনিকভাবে পরিচালনা পর্ষদের সকল সম্মানীত সদস্যবৃন্দ মৃত আবুল বাসারের পরিবারের পাশে দাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক আপনার পরিবারের আনুসঙ্গিক সাংসারিক খরচ মেটানো এবং সন্তানদের শিক্ষা কার্যক্রম নির্বিগ্নে পরিচালনার নিমিত্তে মাসিক ভিত্তিতে পরবর্তী ০২ বছরের জন্য মৃত আবুল বাসারের স্ত্রী তাজিয়া বেগমকে ২৫০০০(পঁচিশ হাজার) টাকা অনুদান হিসেবে তার ব্যক্তিগত এ্যাকাউন্টে প্রদান করা হবে।

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে সাইফ পাওয়ারটেক লিমিটেডের মহাখালিস্থ খাজা টাওয়ার সেল্স অফিসে চেক হস্তান্তর অনুষ্ঠানে গ্রুপের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন মৃত আবুল বাসার মোল্লার স্ত্রী তাজিয়া বেগমকে ২৫০০০ টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ার গ্রুপের সম্মানীত পরিচালক, তরফদার মোঃ রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও মেজর সিরাজুস সালেকীন (অবঃ), গ্রুপের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোঃ হাসান রেজা, গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এডমিন, মেজর ফারুখ আহমেদ খান (অবঃ), সাইফ পাওয়ার ব্যাটারী ডিভিসনের হেড অফ ফিন্যান্স এন্ড এ্যাকাউন্ট, মোঃ হেলাল উদ্দিন শিকদার ও এজিএম, কর্ড মোঃ নাজমুল করীম।

নারায়নগঞ্জ পশ্চিম তল্লা জামে মসজিদে গ্যাস বিষ্ফোরণ ঘটনায় নিহত মোঃ আবুল বাসার মোল্লার পরিবারের পাশে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম হিসেবে সাইফ পাওয়ার গ্রুপ কর্তৃপক্ষের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার বিষয়টি একটি বিড়ল দৃষ্টান্ত। এই মহতি উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরকে দুস্থ মানবতার পাশে দাড়ানোর উৎসাহ যোগাবে।

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টার্ণ হাউজিংয়ের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ehl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১২ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬২.৪৭ টাকা।

আগামী ৫ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৮ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

 

একনেকে ৫৩৪ কোটি টাকা ৪ প্রকল্প অনুমোদন

ECNECস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা খরচে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৪৪০ কোটি ৯৮ লাখ এবং বিদেশি ঋণ ৯৩ কোটি ৪০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও অর্থমন্ত্রী গণভবন থেকে একনেক সভায় অংশ নেন। সংশ্লিষ্ট বাকি মন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অবস্থান করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।

পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যরা একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

একনেকের আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): রাজউক (প্রথম সংশোধিত)’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্প এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প।

আজকের একনেক সভায় আরও অংশ নেন- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকে শেয়ার ক্রয়ের ঘোষণা

uttara-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বদরুন্নেসা শারমিন নামে এই পরিচালক ১ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

এশিয়া ইন্স্যূরেন্সের ৯ লাখ শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত

asiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এশিয়া ইন্স্যূরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্যোক্তা তার সন্তানকে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিমাটির উদ্যোক্তা মোহাম্মদ জামাল উল্লাহ তার কাছে থাকা ১৮ লাখ ৮২ হাজার ৭৯৩টি শেয়ারের মধ্য থেকে ৯ লাখ ৪১ হাজার ২৯৩টি শেয়ার তার পুত্র ওয়ালিদ মোহাম্মদ সামিউলের কাছে উপহার হিসাবে হস্তান্তর করবেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ব্র্যাক ব্যাংক
  4. ওরিয়ন ফার্মা
  5. ওরিয়ন ইনফিউশন
  6. মুন্নু সিরামিকস
  7. এক্সপ্রেস ইন্স্যূরেন্স
  8. ডেল্টা ব্র্যাক হাউজিং
  9. ইউনাইটেড পাওয়ার জেনারেশন
  10. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

দিনশেষে লেনদেন কমলেও সূচকের উত্থান

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন দিনশেষে সেখানে সূচকও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেনের পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১০০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৬১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১১৪৮ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৪টির। আর দর অপরিবর্তিত আছে ৫৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু সিরামিকস, এক্সপ্রেস ইন্স্যূরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমান কটন ফাইবার্স ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

‘এক ব্যক্তি কোম্পানি’ খোলার সংশোধন আইন সংসদে উপস্থাপন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগকে আরো এগিয়ে নিতে ‘এক ব্যক্তি কোম্পানি’ খোলার সুযোগ রেখে কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন,২০২০ আইনটি জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

গতকাল সোমবার চলমান অধিবেশনে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।

এর আগে এই সংশোধন আইনটির খসড়ার চুড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সে সময় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনের সংজ্ঞা অনুযায়ী, ‘এক ব্যক্তির কোম্পানি’ হল সেই কোম্পানি, যার বোর্ডে সদস্য থাকবেন কেবল একজন।

পরিচালক এবং প্রধান ব্যক্তি একজন থাকেন বলে এ ধরনের কোম্পানি পর্ষদ সভা করা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নিয়মের ছাড় পাবে।

‘এক ব্যক্তির কোম্পানি- এটা আমাদের পারসেপশনে ছিল না। এটা আমাদের কাছে বিভিন্ন দিক থেকে প্রস্তাব এসেছে যে এক ব্যক্তিকে কোম্পানি হিসেবে নিবন্ধন করা হলে অনেক বিনিয়োগ আসবে।’

‘এ ধরনের কোম্পানির শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে হস্তান্তরকারীর ব্যক্তিগত উপস্থিতি এবং কমিশনের মাধ্যমে হস্তান্তর দলিলে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে।’

‘কোম্পানি উঠে গেলে পাওনাদারদের ঋণ পরিশোধে অগ্রাধিকার দিতে হবে। আমরা দেখেছি যখন কোম্পানি উঠে যায় তখন পাওনাদাররা ঘোরে।’

কোম্পনি আইন সংশোধন করে অনলাইনের মাধ্যমে নিবন্ধনের বিধান রাখা হচ্ছে।

বর্তমান আইনে ১৪ দিনের নোটিসে বোর্ড মিটিং করার বিধান ছিল, সেটাকে এখন ২১ দিন করা হচ্ছে।

‘এক ব্যক্তির কোম্পানি খোলার সুযোগ এবং ২১ দিনে বোর্ড মিটিংয়ের ব্যবস্থা রাখায় বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে আমাদের পয়েন্ট বেড়ে যাবে.’

২০১৮ সালের ২৬ নভেম্বর কোম্পানি আইন সংশোধন প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এখন এই আইন সংশোধনীর প্রস্তাব মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পাওয়া তা পাসের জন্য সংসদে তোলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/