বিমান বাংলাদেশ ও সাউদিয়ার ফ্লাইটে যাত্রী পরিবহনসীমা শিথিল

113202Untitled-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীতে দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরার টিকেট সংকটের মধ্যে বিমান বাংলাদেশ ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী পরিবহনের সর্বোচ্চ সীমা শিথিল করা হয়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে সৌদি আরবে গমনের জন্য অপেক্ষমাণ বাংলাদেশিদের দুরবস্থা নিরসনে ফ্লাইটে যাত্রী বহনের সর্বোচ্চ সীমা (প্রশস্ত বিমানের জন্য ২৬০, অপ্রশস্ত বিমানের জন্য ১৪০) ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের ক্ষেত্রে ২৪ অক্টোবর পর্যন্ত শিথিল করার গ্রহণ করেছে।

এক্ষেত্রে স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে বিধি শিথিলের সুযোগ নিয়ে বিমান সংস্থা দুটি অপেক্ষমান যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে বেবিচক।

সৌদি আরব ফিরে যাওয়ার টিকেট পাওয়া নিয়ে হাজার হাজার প্রবাসীরা ভোগান্তিতে রয়েছেন। টিকেটের জন্য তারা প্রতিদিন বিমান ও সাউদিয়ার কার্যালয়ে ভিড় করছেন। টিকেট না পেয়ে তারা বিক্ষোভ দেখিয়ে পুলিশের লাঠিপেটার শিকারও হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

“মিউচুয়্যাল ফান্ডের খারাপ অবস্থার জন্য বিএসইসিও দায়ী”

abu ahmedস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে মিউচুয়্যাল ফান্ডের যে দূরবস্থা এর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আবু আহমেদ।

তিনি বলেন, মিউচুয়্যাল ফান্ডের সঠিক র‌্যাংকিং এবং তদারকি না করতে পারলে তাদের অবস্থা ভালো করা মুশকিল। এই জন্য বিএসইসিকে দায়িত্ব নিতে হবে।

সোমবার বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত ” ইনভেস্টর প্রটেকশন: ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন বিজনেস অ্যান্ড রিলেটেড ডিসক্লোজার” শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেমিনারটি আয়োজন করে। আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, ওয়ার্ল্ড ব্যাংকের কনসাল্টেন্ট হোসেন সামাদ, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিএসইসির ৪জন কমিশনার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান মন্ত্রীর

TRACস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের ১২ অক্টোবর থেকে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং দপ্তর প্রধানের সঙ্গে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

সড়ক পরিবহন আইন সংশোধনসহ কয়েকটি দাবি জানিয়ে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বলেছে, এসব দাবি মেনে না নেওয়া হলে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন বন্ধ রাখা হবে।

শনিবার চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের বিভাগীয় সমন্বয় সভা থেকে এই হুমকি দেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, “সম্প্রতি পরিবহন মালিকদের একটি অংশ বিশেষ করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ২ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বলে শুনেছি। মালিক সমিতির কোনো দাবি থাকলে তা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি।

“অতীতে অনেক বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আমি ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনিও বসতে রাজি। কোনো দাবি থাকলে আলোচনা হবে। করোনাকালে জনভোগান্তি ও দেশের পণ্য পরিবহনকে জিম্মি করা প্রত্যাশিত নয়।”

দেশ ও অর্থনীতির স্বার্থে পণ্য পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির উদ্দেশে তিনি বলেন, “আপনারা আলোচনায় বসুন, যৌক্তিক কিছু থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে বিষয়টির সমাধানের পথ খুঁজে বের করুন।”

স্টকমার্কেটবিডি.কম/

ভোক্তা অধিকারের অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

1601904880.Vokta_BGস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীসহ সারাদেশে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দিনব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১০৫ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন সারাদেশে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদা, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১০৫ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকিকালে চাল ও পেঁয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই সঙ্গে অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার জন্য ভোক্তা সাধারণকে অনুরোধ করা হয়।

রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট বাজার ও শিয়া মসজিদ বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যেকোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

 

দেশের ৩ বিমানবন্দর উন্নয়নে আসছে ৫৬৬ কোটি টাকার প্রকল্প

Qatar airস্টকমার্কেটবিডি ডেস্ক :

যশোর, সৈয়দপুর, শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ের সারফেস অ্যাসফল্ট কংক্রিট ওভার-লেককরণ করতে ৫৬৬ কোটি ৭৬ লাখ নয় হাজার টাকা ব্যয় করবে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর মাধ্যমে রানওয়েতে নিরাপদ প্লেন ওঠা-নামা নিশ্চিত করা হবে।

প্রকল্পের আওতায় যশোরে ২৮০, সৈয়দপুর ২১০ ও শাহ মখদুম বিমানবন্দরে ২৭০ মিলিমিটার পুরুত্বে অ্যাসফল্ট ক‌ংক্রিট ওভার-লেককরণ করা হবে। বিমানবন্দরগুলোর এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং (এজিএল) সিস্টেমের আপগ্রেডেশন, রানওয়ে সাইড-স্ট্রিপসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রতিটি বিমানবন্দরের জন্য পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন একটি করে আধুনিক অগ্নিনির্বাপক গাড়ি কেনা হবে।

‘যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে অ্যাসফল্ট উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এমন উদ্যোগ নেওয়া হবে। কয়েকধাপে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা শেষে প্রকল্পটি একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) জনেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে বলেন, প্রকল্পের আওতায় তিনটি বিমানবন্দরের রানওয়ের পাশাপাশি টার্মিনাল উন্নয়ন করা হবে। দেশের মধ্যেই যেকোনো ওয়েতে মাঝারি মানের বিমানগুলো উড়তে পারবে। আমরা সিলেট বিমানবন্দর উন্নয়ন করেছি। ফলে সরাসরি লন্ডনে ফ্লাইট চালু হয়েছে। দেশের আর্থিক উন্নয়ন হচ্ছে। আন্তর্জাতিকের পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রী বাড়ছে। এসব কথা মাথায় রেখেই প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, নানা কারণে প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। যশোর, সৈয়দপুর ও শাহ মখদুম বিমানবন্দর অধিক পুরাতন। ফলে রানওয়ের বিটুমিনাস কারপেটিংয়ের আয়ু শেষ হয়ে গেছে। রানওয়ে সারফেস থেকে নুড়ি পাথর ওঠে আসাসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিমানবন্দরগুলো অধিক সংখ্যক প্লেনের রিপিটেড লোড বহন উপযোগী হয়ে নির্মিত নয়। এসব বিবেচনায় প্রকল্পটি নির্বাচন করা হয়েছে।

দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সমানতালে বেড়ে চলেছে যাত্রী সংখ্যা। এসব বিবেচনায় যাত্রীবাহী প্লেনের সংখ্যা আরও বাড়বে। এসব বিবেচনায় নির্মাণের পর থেকে সুদীর্ঘ তিন দশকে রানওয়ের উপরিভাগের বিটুমিনাস কারপেটিংয়ের আয়ু শেষ হয়ে গেছে। এ কারণেই প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

যশোর বিমানবন্দরের চাহিদা বেড়েই চলেছে। গড়ে প্রতিদিন আট থেকে নয়টি যাত্রীবাহী প্লেন ওঠা-নামা করে। ফলে আট হাজার ৬০০ ফুট দৈর্ঘ্যের রানওয়ের বিটুমিনাস কারপেটিং ক্ষতিগ্রস্ত।

সৈয়দপুর বিমানবন্দরে গড়ে দৈনিক ১৫টি প্লেন চলাচল করে। বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ৮০০ ফুট ও প্রস্থ ১২০ ফুট। কয়েকবছর আগে রানওয়ের সারফেস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ছয় হাজার ৬০০ ফুট, প্রস্থ ১২০ ফুট। এ বিমানবন্দরে দিনে চারটি প্লেন চলাচল করলেও ঝুঁকি রয়েছে। মেরামতের মাধ্যমে রানওয়েকে সচল রাখা হয়। এসব কারণেই প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।  সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি

 

 

‘এএমএল৩৬০’ সল্যুশন চালু করল বিকাশ

BIKASস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারাদেশের এজেন্ট, ডিস্ট্রিবিউটর, মার্চেন্ট, এগ্রিগেটরসহ সব চ্যানেল পার্টনারদের লেনদেন তথ্য রিয়েল টাইম পর্যবেক্ষণের আওতায় এনে আরো কার্যকর মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ‘এএমএল৩৬০’ সল্যুশন চালু করেছে বিকাশ।

সোমবার বিকাশ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মানি লন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ, নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত করতে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিকাশ-ই প্রথম এ ধরনের অটোমেটেড সল্যুশন আনলো। মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সহ অন্যান্য সংস্থার সঙ্গে সম্বন্বয়ে গতিশীলতাও আনবে এই ৩৬০ সল্যুশন।

জানায়, বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর এই সল্যুশনটি উদ্বোধন করেন। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বিকাশের এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফ ‘এএমএল৩৬০’ কিভাবে কাজ করবে তা অনুষ্ঠানে উপস্থাপন করেন।

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত নীতিমালা প্রতিপালন সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে বিকাশ। বিএফআইইউর নির্দেশনাসহ বাংলাদেশে প্রচলিত মানি লন্ডারিং প্রতিরোধের সব আইন ও নীতিমালার সর্বোচ্চ বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। ‘এএমএল৩৬০’ সল্যুশন আমাদের সেই পদক্ষেপেরই আরেকটি মাইলফলক। আমাদের বিশ্বাস, এই সেবা আগামী দিনগুলোতে আরও সুচারুরুপে এএমএলসিএফটি বাস্তবায়নে আমাদের সহায়তা করবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে দুষ্ট লোকের আগমন কমে আসছে: বিএসইসির চেয়ারম্যান

Sibli Sir WEBস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে দুষ্ট লোকের আগমন কমে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম।

সোমবার (০৫ অক্টোবর) বিকেলে বিএসইসিতে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে বিনিয়োগকারীদের সুরক্ষা: ব্যবসায় এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে কোভিড-১৯ এর প্রভাব’ বিষয়ক ওয়েবিনারের সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারে দুষ্ট লোকের আগমন কমে আসছে। ইচ্ছাকৃত দুষ্টামি যেন কেউ করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী এই সেক্টরকে গুরুত্ব দিচ্ছেন। সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, আশাকরছি আগামী বছরের মধ্যে সবকিছু জিটালাইজেশনে করতে পারব। আমাদের মেয়াদ মাত্র চার মাস হয়েছে। আশাকরছি দুই বছরের পর ডিফরেন্ট চিত্র দেখতে পারবেন।

সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে বলেন, ১৯৯৬-২০১০ সালে শেয়ারবাজারের ধস ছিল খুবই হতাশার। আমাদের সেই ধসের কথা মনে করার দরকার নেই। কমিশনের বর্তমান চেয়ারম্যান বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে চায়। যা খুবই দরকার। আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগকারী স্বার্থ দেখতে হবে।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের পরামর্শক হুসাইন সামাদ, কোভিডের কারণে সারাবিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে বেশ কয়েকটি সেক্টরকে গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান বলেন, ক্যাপিটাল মার্কেট অর্থনীতির প্যারামিটার। কোভিড সারাবিশ্বে অর্থনীতিকে ক্ষতি করেছে। তাই এই সময়ে বিনিয়োগকারীদের প্রটেকশন কিভাবে দেওয়া যায় সেটা সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, কোভিডে ৪০ কোটি টাকার লেনদেন হাজার কোটি টাকা হচ্ছে। এটি এই কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কারণে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক আবু আহমেদ বলেন, বিগত দিনে সরকারের উচ্চপর্যায় থেকে শেয়ারবাজারে ওন করা হতো না। কিন্তু চলতি বছরের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী থেকে নির্দেশনা আসার পর এই প্রথম সকলের নজর শেয়ারবাজারে দিকে  রয়েছে।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার আব্দুল হালিম, কমিশনার ড. মিজানুর রহমান, কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ ও কমিশনার খোন্দকার কামালউজ্জামান উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার লেনদেন

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট  ৪৮ লাখ ৬১ হাজার ৩২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৪৪ লাখ টাকা।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বার্জার পেইন্টস, বেক্সিমকো, সিটি ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গ্রামীণফোন, আইসিবি থার্ড এনআরবি, আইসিবি ইম্পলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, লংকাবাংলা ফিন্যান্স, এম.এল ডাইং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়াটা কেমিক্যালসের শেয়ার হস্থান্তরের ঘোষণা

wata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের ওয়াটা কেমিক্যালস লিমিটেডের একজন পরিচালক তার পুত্রদেরকে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক নজরুল ইসলাম তার কাছে থাকা মোট ৪ লাখ ২১ হাজার ২৫৮টি শেয়ার তার দুই পুত্রকে প্রদান করবেন।

তিনি তার পুত্র এএইচএম আবদুল্লাহ ও মাহমুদুল হাসানকে যথাক্রমে ১,২৪,৮০৫ ও ২,৯৬,৪৫৩টি শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার উপহারস্বরূপ হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

  1. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ
  2. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  3. বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট
  4. রিপাবলিক ইন্স্যুরেন্স
  5. এক্সপ্রেস ইন্স্যুরেন্স
  6. সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
  7. এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
  8. লংকা বাংলা ফাইন্যান্স
  9. রূপালী ইন্সুরেন্স
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।