প্রাতিষ্ঠানিক বিয়োগকারীর অভাব পূরণে কাজ চলছে : বিএসইসি চেয়ারম্যান

Sibli Sir WEBস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিয়োগকারীদের যে অভাব রয়েছে তা দ্রুতই পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, এ লক্ষ্যে কমিশন কাজ করছে।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত “কোভিড-১৯ পেন্ডামিক: ইমপ্যাক্ট অন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক এক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএপিএলসির প্রেসিডেন্ট আজম জে চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়াও বক্তব্য রাখেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট কস্ট গ্রুপের পরিচালক তানজীম চৌধুরী। সেমিনার মডারেশন করেন বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, কোভিড-১৯ আসায় আমরা নতুন করে অনেক কিছু শিখেছি। কীভাবে পেন্ডামিক মোকাবেলা করে সামনে আগাতে হয়, কোভিড আমাদের সে শিক্ষা দিয়েছে। এই পরিস্থিতির জন্য আমাদের আরও প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতির উন্নয়নের শক্তিশালী একটি শেয়ারবাজার অনেক বড় ভূমিকা রাখে। আমরা তেমনি পরিকল্পিত আধুনিক ও উন্নয়নমুখী পুঁজিবাজার গঠনে কাজ করছি। উদ্যোক্তারা যেন এখান থেকে অর্থ উত্তোলন করে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারে আমরা সেই ব্যবস্থা করছি।

স্টকমাার্কেটবিডি.কম/

নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা

naheeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কোম্পোজিট প্যানেল লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৭ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/

সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

SUMMIT_POWERস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৭ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

কোম্পানিটি উক্ত বছরে ১৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

প্রণোদনার ঋণ বিতরণে এগিয়ে রূপালী, পিছিয়ে জনতা

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিখাতে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার ঘোষিত প্রণোদনা তহবিল থেকে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংক ১৩১ কোটি ৩৯ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। কৃষি ঋণ বিতরণে এগিয়ে রয়েছে রূপালী ব্যাংক এবং সবচেয়ে কম ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৫৩৭ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বিতরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সোনালী ব্যাংককে ২০৯ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১২৪ কোটি টাকা, জনতা ব্যাংক ১২০ কোটি টাকা, রূপালী ব্যাংক ৫২ কোটি টাকা, বেসিক ব্যাংক ২৯ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৩ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৬ দশমিক ৭২ শতাংশ ৪৫ কোটি ৯ লাখ টাকা বিতরণ করেছে রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড ৫১ দশমিক ২০ শতাংশ বা ১ কোটি ৫৪ লাখ টাকা, অগ্রণী ব্যাংক ২৫ দশমিক ২০ শতাংশ বা ৩১ কোটি ২৫ লাখ টাকা, সোনালী ব্যাংক ২৪ দশমিক ৫৪ শতাংশ বা ৫১ কোটি ২৮ লাখ টাকা, বেসিক ব্যাংক ৬ দশমিক ৮৬ শতাংশ বা ১ কোটি ৯৯ লাখ টাকা এবং জনতা ব্যাংক ৩ দশমিক ২০ শতাংশ বা ২৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে।

বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক বিতরণ করেছে ৯৫৬ কোটি ৪২ লাখ টাকা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিতরণ করেছে ৩২১ কোটি ১৫ লাখ টাকা।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট আর্থিক সংকট মোকাবিলায় কৃষিখাতের জন্য গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭৯ হাজার কৃষক ঋণ পেয়েছেন। একই সময়ে ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৮৬৮ কোটি ৭০ লাখ টাকা।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঋণ বিতরণের সময়সীমা নির্ধারণ করা হলেও বিতরণ কার্যক্রম সন্তুষ্ট না হওয়ায় প্যাকেজের পুরো অর্থ বিতরণের সময় ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি-বেসরকারি ৪৩টি ব্যাংকের মাধ্যমে ৪ হাজার ৪০৩ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ৪০৮ কোটি ৯৬ লাখ টাকা। ৩৫টি বেসরকারি-বেসরকারি ব্যাংক বিতরণ করেছে ৪৫৯ কোটি ৭৪ লাখ টাকা। ঋণ পেয়েছেন ৭৮ হাজার ৫২৬ কৃষক।

স্টকমার্কেটবিডি.কম/

নর্দার্ণ ইন্স্যুরেন্সের ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা

northern-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্সের একজন পরিচালক ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, আবদুল্লাহ জামিল মতিন নামে এই পরিচালক কোম্পানিটির ২০ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ২৯ অক্টোবরের মধ্যে ব্লক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

কর্ণফুলী নদীতে রেল-সেতুর নির্মাণ শুরু আগামী বছর : রেলপথ মন্ত্রী

sujonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল-কাম সড়ক সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

আজ চট্টগ্রামের কালুরঘাটে রেল-কাম সড়কসেতু নির্মাণ স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী বছরের প্রথমদিকে কোরিয়ান সরকারের অর্থায়নে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সেতু নির্মিত হবে যেখানে রেলপথ এবং রোড একসাথে থাকবে।

মন্ত্রী বলেন, ‘এই সেতুটি আগেই নির্মাণ করা যেত । একটি ভুল বোঝাবুঝি ছিল যেখানে আলাদা রেলসেতু হবে নাকি রেল ও সড়ক একসাথে হবে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রেল- কাম রোড সেতু নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত মোতাবেক বিদেশি ঋণদানকারী সংস্থা কোরিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ফান্ড (ইডিসিএফ) এর সাথে আলোচনা হচ্ছে।’

তিনি জানান, সেতু নির্মাণের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে, স্থান নির্ধারণ করা হয়েছে । চট্টগ্রামবাসীর জন্য যেমন এ সেতুটি খুবই দরকার তেমনি ভবিষ্যতে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেললাইন সংযোগ স্থাপনের জন্য সেতুটি নির্মাণ করা অতীব জরুরী । ২০২২ সালের মধ্যে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হয়ে যাবে। একই সময়ের মধ্যে যাতে সেতুটির নির্মাণ শেষ করা যায় সে চেষ্টা করা হবে।

উল্লেখ্য যে কালুরঘাট সেতুটি ১৯৩১ সালে মিটার গেজ লাইন বিশিষ্ট রেল সেতু হিসেবে নির্মিত হয়। পরবর্তীতে ১৯৬২ সালে সড়ক সেতু যুক্ত করে রেল- কাম সড়ক সেতুতে রূপান্তরিত করা হয়। বর্তমানে সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

এটি নির্মিত হলে নিরবচ্ছিন্ন রেল পরিবহন সেবা নিশ্চিত করা যাবে এবং চট্টগ্রাম-কক্সবাজার করিডোরের অপারেশনাল বাধা দূর করা যাবে । স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নত করা এবং আঞ্চলিক বিনিময় সুবিধা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জন্য বৃহত্তর করিডর তৈরি হবে, বাণিজ্যিক রাজধানীর যানজট হ্রাস পাবে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশবিশেষ হিসেবে এটি কার্যকর ভূমিকা রাখবে।

মন্ত্রীর পরিদর্শনের সময় চট্টগ্রাম ৮ আসনের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ , বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামানসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় বিমা উদ্দ্যোক্তাকে জরিমানা

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করায় প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্দ্যোক্তাকে ৪ কোটি টাকা জরিমানা শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার অনুষ্ঠিত কমিশন ভবনে কমিশনের ৭৪৩ তম কমিশন সভায় এসব জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিমাটির উদ্দ্যোক্তা সাবিহা খালেক কোনো ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই শেয়ার বিক্রি করায় বাংলাদেশ সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে।

আইন ভঙ্গ করায় উক্ত বিমাটির এই উদ্দ্যোক্তাকে ৪ কোটি টাকা আর্থিক জরিমানা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

কাসেম সিল্ক ও কাসেম টেক্সটাইল মিলসের পরিচালকদের জরিমানা

bsec-1-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে কাসেম সিল্ক মিলস ও কাসেম টেক্সটাইল মিলস লিমিটেডের প্রত্যেক পরিচালকদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত কমিশন ভবনে কমিশনের ৭৪৩ তম কমিশন সভায় এসব জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালের আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় এসব জরিমানা করা হয়েছে।

তবে কোম্পানি দুটির স্বতন্ত্র পরিচালকদের এই জরিমানা করা হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ২৩ চা বাগানে শ্রমিক ধর্মঘট

8888888888স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন শারদীয় দুর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মনু-ধলই ভ্যালীর (অঞ্চলের) ২৩টি চা বাগানের শ্রমিকরা একযোগে কর্ম বিরতি পালন করে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিটি চা বাগানে এ কর্মসূচী পালন করে শ্রমিকরা। আলীনগর, কানিহাটি, সমসেরনগর, পাত্রখোলা, মাধবপুর, মদনমোহনপুর, মৃত্তিঙ্গাসহ উপজেলার ২৩টি চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়।

আলীনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা উত্তম কৈরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা সজল কৈরী, জনাধন লোহার, ছয় চৌহান প্রমুখ।

এ ছাড়া একই সময় কানিহাটি, সমসেরনগর, পাত্রখোলা, মাধবপুর, মদনমোহনপুর, সুনছড়া চা বাগানসহ ২৩টি চা বাগানে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। পাত্রখোলা চা বাগানে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগানের পাঞ্চায়েত সভাপতি শিপন চক্রবর্তী, সম্পাদক কমল কোড়াইয়া, চা শ্রমিক নেতা দুলাল ছত্রী, কানাই অলমিক প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে এক একটি পরিবারের ৬ থেকে ৭ সদস্যের জীবনযাপন খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের মধ্যে বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়। মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে আরো কয়েক মাস অতিক্রম করলে নতুন করে চা শ্রমিকদের মজুরি এখনও বৃদ্ধি হয়নি। ফলে চা শ্রমিক পরিবারগুলো মানবেতর যাপন যাপন করছে। তাই এখন বাধ্য হয়ে দেশের ২২৮টি চা বাগানে ২ ঘণ্টার কর্ম বিরতি পালনসহ বিক্ষোভ মিছিল চলছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রীক বিষয়। চা বাগানের মালিক পক্ষের সংগঠন বাংলাদেশী চা সংসদ সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা শ্রমিকদের সাথে প্রতারণা করেছে।

স্টকমাার্কেটবিডি.কম/