উন্নয়নশীল দেশে ১২ বিলিয়ন ডলার অর্থায়ন বিশ্বব্যাংকের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাস ভ্যাকসিন কেনা ও বিতরণ, শনাক্তকরণ পরীক্ষা এবং এ সংক্রান্ত চিকিৎসাসেবায় সহায়তার জন্য উন্নয়নশীল দেশগুলোকে ১২ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বিবৃতিতে বলেছে, এই অর্থায়নের লক্ষ্য ‘বিশ্বের এক বিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য সহায়তা করা’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্বব্যাংক বলেছে, করোনা ভাইরাস ভ্যাকসিন, পরীক্ষা এবং চিকিৎসাসেবা সহায়তা দিতে বিশ্বের উন্নয়নশীলগুলোকে ১২ বিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের এই অর্থ ২০২১ সালের জুন মেয়াদে নেওয়া ১৬০ বিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ (ডাব্লিউবিজি) প্যাকেজের অংশ। উন্নয়নশীল দেশগুলোকে নোবেল করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় সহায়তা করার এ প্যাকেজ ঘোষণা করেছিল সংস্থাটি।

এনডিটিভি জানিয়েছে, বিশ্বব্যাংক বিবৃতিতে বলেছে, এই অর্থায়ন প্যাকেজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং গবেষণাকে ইঙ্গিত করে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদেরও নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন পাওয়ার প্রয়োজন আছে।

শুধু তা-ই নয়, এই প্যাকেজ প্রয়োজনীয় অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তাও করবে। যেন উন্নয়নশীল দেশগুলো যথাযথভাবে তাদের নাগরিকদের ভ্যাকসিন সুবিধা দিতে পারে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস বিবৃতিতে বলেছেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী ডেলিভারি সিস্টেম মহামারিটির গতিপথ পরিবর্তন এবং বিপর্যয়কর অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্থিতিশীল অবস্থা পুনরুদ্ধারের দিকে এগিয়ে নেওয়ার মূল চালিকা শক্তি।

এছাড়া এই অর্থায়ন দেশগুলোকে কোভিড-১৯ টেস্ট সুবিধা এবং যথাযথ ট্রিটমেন্ট ও ভ্যাকসিন প্রয়োগ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করবে বলেও জানিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/

আরও ১৫দিন বন্ধ থাকবে ঝিল বাংলা সুগারের লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ঝিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেন দ্বিতীয় দফায় ১৫ দিন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন ১৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির শেয়ারে অস্বাভাবিক লেনদেনের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয়।

স্টকমার্কেটবিডি.কম/

সোনারগাঁ টেক্সটাইলের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান সোনারগাঁ টেক্সটাইল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজারের ৬টি আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপির তালিকায়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত ৬টি আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হয়ে পড়েছে। বিভিন্ন ব্যাংক থেকে মেয়াদি ঋণ নিয়ে তারা পরিশোধ করতে পারছে না।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি), এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। এসব প্রতিষ্ঠানকে খেলাপি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) প্রতিবেদন দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

প্রচলিত আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে তাদের পক্ষে আর নতুন ঋণ পাওয়া সম্ভব নয়। আইনের কারণে আলোচ্য প্রতিষ্ঠানগুলোও নতুন করে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারছে না।

একই সঙ্গে কল মানি মার্কেট থেকেও ঋণ নিতে পারছে না। তবে গ্রাহকদের কাছ থেকে আমানত নেয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু এদের আর্থিক দুর্বলতার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমানতকারীরা এখন আর টাকা রাখছে না। বরং জমা টাকা তুলে নিতে চাচ্ছে। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছে না।

প্রতিবেদনে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের কাছে ২২টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১৭০ কোটি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ১৮৫ কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) ২১৯ কোটি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৫০ কোটি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩৮ কোটি এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।

সূত্র জানায়, খেলাপি হওয়ার পর আর্থিক প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংক ঋণের মেয়াদ কয়েক দফা বাড়িয়েছে। তারপরও তারা ঋণ শোধ করতে পারছিল না।

এ অবস্থায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে নালিশ করেছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে টাকা থাকলে তা থেকে যেন কেটে দেনা শোধ করে দেয়া হয়, এমন প্রস্তাবও এসেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের হিসাবেও তাদের পর্যাপ্ত অর্থ নেই। ফলে বাংলাদেশ ব্যাংকও কিছু করতে পারেনি। তাদের নির্দেশেই আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খেলাপি হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৩০ কোটি টাকার একটি এফডিআর বন্ধক রেখে প্রাইম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৩০ কোটি টাকা করে ৬০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, আর্থিক প্রতিষ্ঠানের তহবিলের বড় অংশই আসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। এর মধ্যে ব্যাংক থেকে মেয়াদি আমানত ও কল মানি মার্কেট থেকে ধার নিয়ে চলে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর বাইরে রয়েছে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত।

ব্যাংক থেকে নেয়া ঋণ ও গ্রাহকদের আমানত পরিশোধে ব্যর্থতার দায়ে ইতোমধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে অবসায়ন করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিকেও (বিআইএফসি) অবসায়ন করার অনুমতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/

রাজশাহী-পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজশাহী থেকে পঞ্চগড় রুটে চালু হচ্ছে ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে এ ট্রেন নিয়মিত চলাচল করবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ট্রেনটি উদ্বোধন করবেন।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানায়, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটিতে শোভন চেয়ার ও শোভন শ্রেণির ৭৬৪ ও ৭৫২টি আসনের ব্যবস্থা থাকবে। রাজশাহী থেকে শুক্রবার এবং পঞ্চগড় থেকে শনিবার নতুন এই ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকবে।

ট্রেনটি রাজশাহী-পঞ্চগড় উভয় পথেই যাত্রাবিরতি করবে নাটোর, আব্দুল্লাহপুর, মাধনগর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর জংশন, চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও রোড, রুহিয়া ও কিসমত স্টেশনে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

‘কৃষি উপকরণ নিয়ে দেশে এখন কোনো হাহাকার নেই, সংকট নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্ব ও নির্দেশনায় বর্তমান সরকার সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণে সুশাসন প্রতিষ্টা করেছে। কৃষি উপকরণ নিয়ে দেশে এখন কোনো হাহাকার নেই, সংকট নেই। কৃষকেরা সার, বীজসহ এসব উপকরণ সময় মতো, অত্যন্ত সহজে ও কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যাচ্ছেন।

মন্ত্রী বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি এবং কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। এসময় তিনি দেশে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য গবেষক, বিজ্ঞানী ও কর্মকর্তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। দেশে পেঁয়াজ নিয়ে সংকট চলছে। এ সংকট কিভাবে মোকাবেলা করা যায় এবং কতদিনের মধ্যে উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক সঙ্গে বসে শিগগিরই কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হতে হলে আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন করতে হবে। সরকার পক্ষ থেকে পেঁয়াজ চাষিদের বীজ, উপকরণ, প্রযুক্তিসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ বিষয়ে কৃষকদের সাথে আলোচনা করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আগামী গ্রীষ্মকালে দেশের কোন উপজেলায় কতজন চাষি পেঁয়াজ আবাদ করবে তার তালিকা প্রণয়ন করতে হবে। এসময় কৃষিমন্ত্রী আগামী এক থেকে দুই মাসের মধ্যে কৃষকদের তালিকা প্রণয়ন, পেঁয়াজ বীজের চাহিদা নিরূপণ ও উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

বারি’র মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, বারি’র পরিচালক ড. মো. মিয়ারুদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
  2. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  3. বেক্সিমকো লিমিটেড
  4. বেক্সিমকো ফার্মা
  5. ব্র্যাক ব্যাংক
  6. ওয়ালটন হাই-টেক
  7. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  8. প্যারামাউন্ট টেক্সটাইল
  9. বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট
  10. ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে ৬৫০ ও সিএসইতে ২৯ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। দিনশেষে সেখানে সূচকও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৭১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৫২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ১৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আলুর দাম ৩০ টাকার বেশি রাখলে ব্যবস্থা নিবে অধিদপ্তর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আলুর বাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে সবজিটির মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার।

নির্ধারিত মূল্য হিসেবে প্রতিকেজি আলুর দাম হিমাগারে ২৩ টাকা, পাইকারিতে ২৫ টাকা এবং খুচরা বাজারে ৩০ টাকা দরে বিক্রি নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

একইসঙ্গে উল্লেখিত দামে কোল্ডস্টোরেজ, পাইকারি বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রেতাসহ তিন পক্ষই যাতে আলু বিক্রি করে সেজন্য কঠোর মরিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে ডিসিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে গত আলুর মৌসুমে প্রায় ১ দশমিক ৯ কোটি মেট্রিকটন আলু উৎপাদিত হয়েছে। দেশে মোট আলুর চাহিদা প্রায় ৭৭ দশমিক ৯ লাখ মেট্রিকটন। এতে দেখা যায়, গতবছর উৎপাদিত মোট আলু থেকে প্রায় ৩১ দশমিক ৯১ লাখ মেট্রিকটন আলু উদ্বৃত্ত থাকে। কিছু পরিমাণ আলু রপ্তানি হলেও ঘাটতির আশঙ্কা নেই।

কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে একজন চাষির প্রতিকেজি আলু উৎপাদনে খরচ হয়েছে আট টাকা ৩২ পয়সা। আর আলুর মৌসুমে যখন হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে তখন প্রতিকেজির আলুর সর্বোচ্চ দাম ছিল ১৪ টাকা। প্রতিকেজি আলু হিমাগার ভাড়া বাবদ ৩ দশমিক ৩৬ টাকা, বাছাই খরচ ০. ৪৬ টাকা ও ওয়েট লস ০.৮৮ টাকা, মূলধন সুদ ও অনান্য খরচ বাবদ ব্যয় হয় দুই টাকা। অর্থাৎ উৎপাদন থেকে শুরু করে অন্য খরচ ধরে এক কেজি আলু হিমাগার পর্যন্ত সংরক্ষণে সর্বমোট ব্যয় হয়েছে ২১ টাকা।

এক্ষেত্রে হিমাগার পর্যায়ে বিক্রিমূল্যের ওপর ২-৫ শতাংশ লভ্যাংশ, পাইকারি পর্যায়ে ৪-৫ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১০-১৫ শতাংশ লভ্যাংশ ধরে হিমাগারের আলু দাম ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আলু সংরক্ষণকারীর লাভ হয় কেজিপ্রতি দুই টাকা।

অন্যদিকে আড়তদারি, খাজনা ও লেবার খরচ বাবদ ৭৬ পয়সা খরচ হয়। সেক্ষেত্রে পাইকারি পর্যায়ে দাম পড়ে ২৩ দশমিক ৭৬ টাকা। এর সঙ্গে মুনাফা ধরে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভোক্তা পর্যায়ে সেটা ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। কিন্তু খুচরা পর্যায়ে বর্তমানে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা অযৌক্তিক। কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। তাই কোল্ডস্টোরেজ পর্যায়ে প্রতিকেজি আলু ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা বা ভোক্তা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত ১১ সেপ্টেম্বর সারা দেশের হিমাগার মালিকদের কাছে বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও হিমাগারে সংরক্ষণকারী কৃষক, বেপারী ও ব্যবসায়ীরা অধিক লাভের আশায় আলু ছাড়ছেন না। কোনো কোনো অঞ্চলে হিমাগার থেকে ধীরগতিতে আলু সরবরাহ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তা সাধারণের সুবিধার্থে হিমাগার থেকে প্রয়োজনীয় আলু সরবরাহ নেওয়ার পরামর্শ দেওয়া হলো।

এছাড়া সবজিটি মজুদ করে কৃত্রিম সংকট না করার বিষয়ে বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন সতর্ক করেছে হিমাগার মালিকদের।

স্টকমার্কেটবিডি.কম/এম